দেশের সার্ভিস সেক্টরে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রথমবারের মত সম্মাননা জানাতে যাচ্ছে অনলাইন সার্ভিস মার্কেট সেবা ডটএক্সওয়াইজেড। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় অনুষ্টিত হবে ক্ষুদ্র পেশাজীবিদের সম্মেলন এবং সম্মাননা।
নাগরিক জীবনের লাইফস্টাইল পাল্টে দেওয়া। দৈনন্দিন জীবনের কাজকে সহজ করতে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের পরিসেবা নিয়ে যাত্রা শুরু করে সেবা এক্সওয়াইজেড।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সেবা প্লাটফর্মে বর্তমানে যুক্ত আছেন তিন হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোক্তা যারা গ্রাহকের বাসায় পরিসেবা পৌছে দিচ্ছে। তাদের অবদানের স্বীকৃতি জানাতেই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
কর্মকর্তারা বলছেন, আমাদের দেশের ক্ষুদ্র পেশাজীবিরা প্রতিনিয়ত অবদান রাখছেন সমাজের জন্য কিন্তু তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটছে না। সেবা প্লাটফর্মে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয় যাতে তাদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসে।
সেবা’র পক্ষ থেকে জানানো হয়, সম্মাননা অনুষ্ঠানে সার্ভিস প্রভাইডারডেরকে নতুন কিছু প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয়া হবে যাতে করে তাদের সেবা প্রদান প্রক্রিয়া সহজতর হয়। সম্মাননা জানানোর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা আরো অনুপ্রেনিত হবে।
উদ্যোক্তা সম্মাননা উপলক্ষ্যে বিশেষ নিবন্ধনের সুযোগ থাকছে ক্ষুদ্র উদ্যক্তাদের জন্য। বাসাবাড়ির জন্য এয়ার কন্ডিশন সার্ভিস, ইলেক্ট্রিক অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স, ইলেক্ট্রিক্যাল সার্ভিস, প্লাম্বিং ও স্যানিটারি, ফার্নিচার তৈরি ও মেরামত, ওয়াল পেইন্টিং, বিউটি সার্ভিস, লন্ড্রি সার্ভিস, অন ডিমান্ড গাড়ি, অন ডিমান্ড ড্রাইভার, বাসাবাড়ি পরিষ্কার করানোর পেশাজীবিরা রেজিস্ট্রেশন করতে পারবেন। বিস্তারিত জানা যাবে ১৬৫১৬ নম্বরে।
সেবা ডট এক্সওয়াইজেডের কাছ থেকে কোনো সার্ভিস নিতে গেলে অবশ্যই তা মোবাইল অ্যাপ বা সাইটের মাধ্যমে অর্ডার দিতে হবে। এরপর সেবা ডটএক্সওয়াইজেড সেই অর্ডারটি কনফার্ম করবে সেবাগ্রহীতাকে। তার বাসা বা অফিসের ঠিকানায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লোক পৌঁছে যাবে সেবার পক্ষ থেকে।
সমস্যা সমাধান হয়ে গেলে হাতে হাতে অথবা বিকাশ, রকেটের মাধ্যমেও বিল পরিশোধ করতে পারবেন সেবা গ্রহীতা। বর্তমানে সেবা ডটএক্সওয়াইজেড এমন নিবন্ধিত কর্মীর সংখ্যা রয়েছে তিন হাজারের বেশি। স্মার্টফোনের অ্যাপ স্টোর থেকে সেবা ডট এক্সওয়াইজেড (sheba.xyz) ডাউনলোড করা যাবে খুব সহজেই। মোবাইল অপারেটর রবি নেটওয়ার্কে ইন্টারনেট চার্জ ছাড়া সেবা অ্যাপ ব্যবহার করা যাবে।
##
2 Comments
MD Sabbir Hossen Rana
বিভাগ পর্যায়ে কবে চালু করতে যাচ্ছেন?
Junaina Hoque
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আমরা বিভাগ পর্যায়ে চালু করার জন্য কাজ করছি। আশা করছি খুব শিঘ্রই আপনার শহরে আমরা এভেইলেবেল হব। বিস্তারিত জানতে ১৬৫১৬ তে কল করুন। ধন্যবাদ।