সার্ভিস সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়নে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে অনলাইন সার্ভিস মার্কেট সেবা ডটএক্সওয়াইজেড।
‘টেন বাই টেন’ প্রকল্পের আওতায় দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে থাকা ‘সম্ভাবনাময়’ পেশাজীবিদেরকে উদ্যোক্তায় পরিনত করতে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
প্রকল্পটির প্রধান তাজুল ইসলাম সরকার সম্প্রতি সেবা স্বপ্নবুননের সাথে আলাপচারিতায় তুলে ধরেন সার্ভিস সেক্টরে উদ্যোক্তা তৈরির এই বিশেষ কার্যক্রমের গল্প।
তাজুল ইসলাম বলেন, দেশের সার্ভিস সেক্টরের ডিজিটাল রুপান্তরে কাজ করছে সেবা ডটএক্সওয়াইজেড। ক্ষুদ্র পেশাজীবিদের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত উদ্ভাবন যুক্ত হচ্ছে সেবার প্রযুক্তিতে।
“দেশের প্রান্তিক পর্যায়ে অনেক দক্ষ পেশাজীবি রয়েছেন যারা অর্থের অভাবে উদ্যোক্তা হতে পারছেন না। তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই টেন বাই টেন প্রকল্পের মূল লক্ষ্য,”
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এই প্রকল্পের আওতায় পরিকল্পনা এবং দক্ষতার মান যাচাই অনুযায়ী সশজন উদ্যোক্তাকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা হবে।
প্রকল্পের প্রধান তাজুল বলেন, বিনিয়োগের পাশাপাশি ব্যবসায় উন্নয়নে সার্বিক পরামর্শ দিবে সেবা ডটএক্সওয়াই জেড। এই প্রকল্পে বাংলাদেশের যেকোন নাগরিক আবেদন করতে পারবে। বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে খুঁজে বের করা হবে সেরা উদ্যোক্তাদের।
প্রকল্পের আবেদন প্রক্রিয়ার পরে যাচাই বাছাই করা হবে এবং চুড়ান্ত পর্বের মাধ্যমে নির্বাচিত হবে সেরা দশ উদ্যোক্তা যাদেরকে দীর্ঘমেয়াদে ব্যবসায়িক প্রসারে পরামর্শ দেয়া হবে বলে জানান তাজুল।
তিনি বলেন,
সহজে মানুষের দোরগোড়ায় পরিসেবা পৌঁছে দিতে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে কাজের অর্ডার নেয় সেবা ডটএক্সওয়াইজেড। এ ছাড়াও কাজের অর্ডারের পর তা কনফার্ম করা, কাজের তদারকি এবং যেকোনো সমস্যায় কল সেন্টারের সহায়তা দেয় সেবা ডটএক্সওয়াইজেড।
প্রসঙ্গত, ২০১৬ সালে শুরু হয় সেবা এক্সওয়াইজেডের যাত্রা। সেবার উদ্দেশ্য নাগরিক জীবনের লাইফস্টাইল পাল্টে দেওয়া। দৈনন্দিন জীবনের কাজকে সহজ করতে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে সেবা এক্সওয়াইজেড। গুগল প্লে থেকে থেকে ডাউনলোড করা যাবে Sheba.xyz
##