rent a car, holiday planning, on demand driver, bd tourist spot
কোথায় ঘুরছেন ৬ দিনের ছুটিতে ?

 

 

 

 

 

 

 

 

 

 

মাত্র একদিন ছুটি নিলেই পেয়ে যাচ্ছেন ৬ দিনের লম্বা ছুটি !  ২৭ এপ্রিল থেকে ২মে পর্যন্ত থাকছে সরকারি ছুটি ।আর এর মাঝে ৩০ এপ্রিল যদি ছুটি নেন তাহলে একটানা ৬দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। এই সুযোগে ঘুরে আসতে পারেন পরিবারকে নিয়ে। ঢাকার অদূরেই এমন বেশ কিছু জায়গা আছে যেখানে পরিবারকে নিয়ে আরামে খুব ভালো সময় কাটিয়ে আসতে পারবেন ।  এমনই কিছু সুন্দর জায়গার খোঁজ এখানে দেয়া হলো –

 

মৈনট ঘাট

বলা হয় মিনি কক্সবাজার,ঢাকা থেকে একটু দূরে পদ্মার পাড়েই মৈনট ঘাট । কম সময় ও কম খরচে বেড়িয়ে আসার মত এর চেয়ে ভালো স্থান হতে পারে না। মৈনট ঘাটে পৌঁছেই দেখতে পাবেন সামনে বিশাল নদী আর পায়ের নীচে ধুলোর সমুদ্র। আরেকটু  সামনে গেলেই পাথর দেখতে পাবেন । ওখানে বসে ছবি তুলতে পারেন অথবা  নৌকা আর স্পীডবোটএ করে ঘুরে আসতে পারেন।  নদীর পাশেই আছে ছোট্ট গ্রাম। ইচ্ছে করলে গ্রামের ভেতরে ঘুরে আসতে পারেন।

 

সোনারগাঁও

 বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতির কাছে ফিরতে সবচেয়ে বিখ্যাত সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘর ও পানাম নগর। রাজধানী ঢাকা থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে, লোকশিল্প জাদুঘর ছাড়াও আছে  কারুশিল্প ফাউন্ডেশন যেখানে জামদানি তৈরির প্রক্রিয়া দেখতে এবং কিনতে পারবেন। সোনারগাঁও এক সময় মসলিনের জন্য জগত বিখ্যাত ছিল। মসলিনের বিকল্প জামদানি শাড়ি সরাসরি তৈরি করতে দেখা যাবে কারুপল্লীর ভেতরে। কারুশিল্প  থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গোয়ালদী গ্রামে অবস্থিত ঐতিহাসিক পানামনগর। প্রাচীন নগরী ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান এখানে।

 

জিন্দাপার্ক, নারায়ণগঞ্জ

ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি গ্রামের প্রায় ৫০ একর জায়গা নিয়ে গড়ে তোলা এই পার্ক। এই পার্কে আছে ২৫০ প্রজাতির ১০ হাজারের বেশি গাছ-গাছালি। বিশুদ্ধ কোলাহলমুক্ত এই পরিবেশে আপনি পাবেন ট্রি-হাউস, টিলা, ফুলের বাগান এবং লেকের ওপর চমৎকার ব্রিজ। পুরো পার্ক জুড়ে বিছানো কার্পেটের মত ঘাস আর ৫টি জলধারা। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ঘোরার জন্য দারুণ এই পার্কটিতে আপনাকে টিকে ট খরচ করতে হবে মাত্র ১০০ টাকা প্রতিজন।

 

স্বপ্নপুরী,  দিনাজপুর

দিনাজপুরের বেশ কিছু দর্শনীয় স্থান হল কান্তাজি মন্দির, নয়াবাদ মসজিদ। এর থেকে আরেকটু দূরেই দিনাজপুরের পিকনিক স্পট স্বপ্ন পুরী অবস্থিত। স্বপ্নপুরীতে আপনি পাবেন সুবিশাল এলাকা জুড়ে প্রাকৃতিক পরিবেশ যেখানে আছে বিভিন্ন প্রজাতির গাছপালা এবং পাখি। এ ছাড়াও আছে বিখ্যাত ব্যক্তিত্বের ভাস্কর্য । আছে  লেকে স্পিডবোটে ঘোরার সুযোগ এবং বিশ্রাম নেয়ার জন্য চমৎকার ছাউনি। পরিবারের ছোট বড় সকলকে নিয়ে বেশ আরামে কাটিয়ে আসতে পারেন  স্বপ্নের এই পার্কে।

 

মহাস্থানগড়, বগুড়া

বগুড়ার মহাস্থানগড় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরী। এই নগরীটি ছিল প্রাচীন বাংলার রাজধানী। এশিয়ার অন্যতম প্রাচীন নগর এবং প্রত্নস্থল হিসেবে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান মহাস্থানগড়। মাহী সওয়ার মাজার শরীফ, কালিদহ সাগর, শিলদেবীর ঘাট এমন আরও নানান ঐতিহাসিক স্থাপত্যের কেন্দ্র এই প্রাচীন নগরী। আর যাদুঘর তো আছেই, যেখানে আপনি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নানান নিদর্শন দেখতে পাবেন। বগুড়ার মহাস্থানগড়ে আপনার দিনটা কাটবে রোমাঞ্চে।

 

প্রিয়জনের সাথে আজই ঠিক করে ফেলুন এই ছুটিতে আপনার ঘোরাঘুরির প্ল্যান। ঘরে বসেই সেবা অ্যাপে বুক করে ফেলুন রেন্ট-এ-কার এবং ঘুরে আসুন আপনার পছন্দমতন স্থানে। আপনার পছন্দের মডেলের গাড়ি ভাড়া করে পরিবারকে নিয়ে বেড়িয়ে পড়ুন। যদি ইতিমধ্যেই আপনার গাড়ি থেকে থাকে কিন্তু ড্রাইভার ছুটিতে, তবে সেবা অ্যাপে হাফ ডে অথবা ফুল ডের জন্য ভাড়া করতে পারেন অন ডিমান্ড ড্রাইভার। সেবার ড্রাইভাররা এনআইডি ভেরিফাইড এবং দক্ষ, সুতরাং কোন ঝামেলা প্রশ্ন নেই।

 

ঈদ ছাড়া আমাদের দেশে এত লম্বা ছুটি বোধহয় আর পাই না আমরা। এই ছুটিটা আপনার কাটুক ঈদের মতই আনন্দে !

সেবা অ্যাপ ডাউনলোড লিংক : bit.ly/ShebaApp

আরও জানতে কল করুন : ১৬৫১৬

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS