দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য Sheba.xyz শুরু করেছে বিজনেস ডেভলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় প্রতিষ্ঠানটির সাথে যুক্ত থাকা প্রায় ৪০,০০০ সার্ভিস প্রোভাইডারদের বিভিন্ন ধরনের ব্যাবসা উন্নয়ন প্রশিক্ষণ দিবে Sheba.xyz
গতকাল ৩০ জুন রাজধানীর গুলশানে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে প্রোগ্রামটির উদ্বোধনী ও প্রথম ব্যাচের দিনব্যাপী ট্রেনিং অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন Sheba.xyz এর কো-ফাউন্ডার এবং চীফ এক্সিকিউটিভ অফিসার আদনান ইমতিয়াজ হালিম। তিনি তার বক্তব্যে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তাদের গুরুত্বের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “দেশের সামগ্রিক উন্নয়ন এবং বেকারত্ব নিরসনে ক্ষুদ্র উদ্যোক্তারাই সবচেয়ে বেশী অবদান রাখছেন এবং তারা চাইলেই পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের ব্যবসাকে আরও বড় পরিসরে সাজাতে পারবেন। যার ফলস্বরূপ দেশের সার্ভিস মার্কেট যেমন লাভবান হবে, একইসাথে নতুন উদ্যোক্তারা যারা সুযোগের অভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে তুলে ধরার সুযোগ পাচ্ছিলেন না, তারাও অনুপ্রেরণা পাবেন এগিয়ে আসার।“
প্রশিক্ষণের এই পর্বে যে বিষয়গুলো আলোচনা করা হয় তা হল ব্যবসায়িক অবকাঠামো, ব্যবসায়িক প্রসার ও ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। এসকল পদ্ধতি প্রয়োগের মাধ্যমে একটি ব্যবসার উদ্যোগকে কী করে সফলভাবে বাস্তবায়ন করা যায়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। ট্রেনিং সেশনটি পরিচালনা করেন প্রখ্যাত কর্পোরেট ট্রেইনার, স্পিকার এবং লেখক গোলাম সামদানি ডন।
দিনব্যাপী ট্রেনিং সেশন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Sheba.xyz এর কো-ফাউন্ডার এবং চীফ অপারেশন্স অফিসার ইলমুল হক সজিব, চীফ ফাইনান্সিয়াল অফিসার জহির উদ্দিন, হেড অফ অপারেশন্স শেখ তানভীর আহমেদ ও ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট লিড দেবাশীষ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আগামীতে আরও উচ্চতর প্রশিক্ষণ আয়োজনের আশা ব্যাক্ত করেন।
Sheba.xyz কে বলা হয়ে থাকে ক্ষুদ্র উদ্যোক্তাদের আঁতুড়ঘর। সেবা প্লাটফর্মের সাথে সংযুক্ত শত শত ক্ষুদ্র উদ্যোক্তার জীবনমাণ উন্নয়নের লক্ষ্যে এই ট্রেনিং প্রোগ্রামটি নিয়মিত পরিচালনা করা হবে বলে Sheba.xyz দৃঢ়প্রত্যয়ী।