নতুন নতুন গাড়ি চালাচ্ছেন? নিয়ম মেনে গাড়ি চালালে সড়কে দুর্ঘটনার সংখ্যা কমে যায় অনেকটাই। রক্ষা পায় নিজের কষ্টের টাকায় কেনা গাড়িটিও। তাই, আপনার জন্য এখানে আমরা সহজ কিন্তু কার্যকরী কিছু ড্রাইভিং টিপস দিচ্ছি যাতে আপনার গাড়ি ড্রাইভিং নিরাপদ সহজ হয়।

) গাড়ির চাকা বার্স্ট করলে নো ব্রেকঃ

ধরুন আপনি হাইওয়েতে আছেন, ৭৫ কিমি/ ঘন্টা  গাড়ি চালাচ্ছেন। হটাৎ শুনতে পেলেন পিছনের চাকা বার্স্ট হয়েছে। অবচেতন মনে তখন ব্রেক করতে চাইলেও করা যাবেনা। ব্রেক করলে চলন্ত গাড়ি হুমড়ি খেয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হবেন

এক্ষেত্রে স্টিয়ারিং খুব টাইট করে চেপে ধরুন আর গাড়িকে যতটা সম্ভব সোজা রাখুন। কিন্তু কনুই রাখবেন না। ধীরে ধীরে গ্যাস পেডাল থেকে পা সরিয়ে গাড়ি থামাতে পারবেন।

) নিয়মিত পার্কিংব্রেক (হ্যান্ডব্রেক) ব্যবহার করুনঃ

আপনি যদি আপনার পারকিং ব্রেক প্রায় ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু কিছুদিন পর কাজ করবে না। দরকার মনে না করলেও পারকিং রাখার সময় গাড়িতে পারকিং ব্রেক দিয়ে রাখবেন তা আপনি যেখানেই যান না কেন। পারকিং ব্রেক এর ক্যাবল এমন ভাবে ডিজাইন করা যে আপনি যদি প্রায় ব্যবহার না করেন তাহলে এটা আস্তে আস্তে অচল হয়ে থাকবে।

) আপনার গাড়ি যেন আপনার গাড়ির কোন আয়নায় দেখা না যায়

এটা এমন একটি টিপস যা আপনাকে ভুল করার পরিমাণ শূন্য () তে নিয়ে যাবে। কিন্তু সবাই এই ভুল টি করে। ব্লাইন্ড স্পট হল গাড়ির পাশের সেই এরিয়া যেটা আপনি আপনার উইং মিরর দিয়ে দেখতে পাবেন না।

তবে গাড়ির ব্লাইন্ড স্পট কে সাইড মিররে দেখতে পারেন। তবে এই মিরর এমন ভাবে সেট করতে হয় যেন কোন ভাবেই নিজের গাড়ি দেখা না যায়। আর এর ফলে সাইড মিরর আর রিয়ার ভিউ মিররএকটা আরেক টার উপরে না পরে

 

) গাড়ি চালানোর সময় নো  ডিভাইসঃ

গাড়ি চালানোর সময় রাস্তায় নজর না দিয়ে মিউজিক প্লেয়ার, মোবাইল ফোন ইত্যাদিতে নজর থাকলে রিয়ার ভিউ মিরর তাকাতে ভুলে যাবেন ফলে মুহুর্তে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। তাই জীবন বাচাতে ড্রাইভিং এর সময় নো ডিভাইস থিওরি ব্যভহার করুন। একান্তই দরকার হলে গাড়ি থামিয়ে প্রয়োজনীয় কাজটি সারুন। কথা বলার জন্য ব্যভহার করুন ব্লু টুথ হেডসেট।

 

) রোড সাইনের চেয়ে রাস্তার ট্রাফিকের  দিকে বেশী নজর দিনঃ

রাস্তার সাইনের চেয়ে রাস্তার ট্রাফিকের উপর চালকের বেশী খেয়াল রাখা দরকার। কারণ আপনার সামনের গাড়ির গতি বিধির উপর আপনার গাড়ি চালানোর ক্রিয়া কর্ম অনেক খানি নির্ভর করে। তাই ট্রাফিকের উপর নজর রাখলে রোড সাইনের উপর বেশী খেয়াল রাখতে হবে না।

আর যখন তখন কোথাও যাওয়া দরকার হলে গাড়ীর যে কোন প্রয়োজনে সহায়তা নিতে পারেন সেবা ডট এক্স ওয়াই জেড (sheba.xyz) এর। গাড়ী ভাড়া থেকে শুরু করে অনডিমান্ড ড্রাইভার অথবা গাড়ীর মেনটেইনেন্স সব ক্ষেত্রেই সেবা দিতে রয়েছে সেবা ডট এক্স ওয়াই জেড। অ্যাপ এর সাহায্য নিন অথবা ফোন করুন ১৬৫১৬ নম্বরে।

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS