গাড়িটা খুব শখের? অনেকদিন ধরে টাকা জমিয়ে বা ব্যাংক লোন নিয়ে গাড়ি কিনলেন। এরপর গাড়িকে নিয়মিত ধোয়ামোছা করানো, গ্যাস নেওয়া, সবকিছুই ঠিকমতো করার পরেও দেখা যায় ঘন ঘন গাড়ি বিগড়ে যাচ্ছে! কিন্তু কেন? জেনে নিন, আপনার গাড়ির আয়ু বাড়াতে যে কাজগুলো করবেন না।

Car maintenance১) ভাঙ্গা রাস্তা ব্যবহার

ঢাকার রাস্তায় সবসময়ই কোন না কোন কাজ চলে। খঅনাখন্দের পাশাপাশি রাস্তায় থাকে নির্মান সামগ্রীর ইট পাধর রড। এসব ভাঙ্গা রাস্তা পুরোপুরি এড়িয়ে চলা যায় না বটে। কিন্তু খানাখন্দের ওপর দিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাওয়াটা ভালো নয় গাড়ির জন্য। এসব ক্ষেত্রে গাড়ি ধীরে চালালে আয়ু বাড়বে।

২) ভুল জ্বালানীর ব্যবহার

খরচ বাঁচাতে কম দামি বা ভুল জ্বালানির ব্যবহার গাড়ির ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি করতে পারে। ভুলেও খোলা তেল ব্যবহার করা উচিৎ নয়। চেষ্টা করুন বিশ্বস্ত পাম্প থেকে নিয়মিত তেল বা গ্যাস সংগ্রহ করার।

৩) গাড়ি ফেলে রাখা

গাড়ি ব্যবহার না করে বেশিদিন ফেলে রাখলে তার ব্যাটারি নষ্ট হয়ে যায়, টায়ার লিক হয়ে যায় আর গ্যাসের ট্যাঙ্কও ক্ষতিগ্রস্ত হয়। গাড়ি লম্বা সময়ের জন্য নিস্ক্রিয় রাখার চিন্তা থাকলে তা অবশ্যই গ্যারেজে ঢেকে রাখুন, টায়ারে ভালো করে বাতাস দিন, গাড়ি ভালোভাবে ধুয়ে রাখুন আর ব্যাটারির প্লাগ খুলে রাখুন।

৪) গাড়ি নিয়মিত না ধোয়া

প্রতিদিনই গাড়িতে ধুলো পড়ে। তাহলে ধুয়ে কী হবে? এরকম অনেকেই ভেবে থাকেন। এটা ঠিক নয়। গাড়ি নিয়মিত ধুয়ে রাখলে এর রঙ ভালো থাকে আর মরিচার ঝুঁকি কমে। তাই গাড়ি ধোয়ার অভ্যাস করুন।

৫) এঞ্জিন পরিষ্কার না করা

অনেকে নিয়মিত বাইরেটা ধুয়ে রাখলেও এঞ্জিনের ভেতরটায় মনোযোগ দেন না। এঞ্জিনটা পরিষ্কার রাখুন নিয়মিত। এতে এঞ্জিনের আয়ু বাড়বে।

গাড়ি ধোয়াসহ গাড়ির যে কোন সার্ভিসিং এর জন্য বেছে নিন sheba.xyzসেবা অ্যাপের সাহায্য নিয়ে বেছে নিন সেরা সার্ভিস প্রোভাইডারকে। ২৪ ঘন্টা কাস্টমার কেয়ারের সাহায্য নিতে ফোন করুন ১৬৫১৬ নম্বরে।

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS