ঘর শতভাগ পরিষ্কারের চেষ্টা করা বৃথা – এটা আমরা সবাই ধরে নেই। কিন্তু কিছু ট্রিক এবং টিপস জানা থাকলে আপনার ঘর শতভাগ না হোক, নিরানব্বই ভাগ অন্তত পরিষ্কার রাখা সম্ভব। অনেকদিন সাফ করতে করতে হাঁপিয়ে উঠে হাল ছেড়ে দিয়েছেন, এমন জিনিষও পরিষ্কার করা সম্ভব। শুধু কিছু টিপস জানা থাকতে হবে আপনার। আসুন আজ টিপসগুলো দেখে নেই –
- কাঠের উপর চা পানির পড়ে একটা বাজে দাগ পড়ে যায় এবং দাগগুলো অনেকদিন থাকে। এই দাগগুলো থেকে রেহাই পেতে হেয়ার ড্রায়ারের সাহায্যে নিন। কাঠ শুকানোর আগ পর্যন্ত হেয়ার ড্রায়ার দিয়ে গরম করে নিন।
- বেসিনের করে পানি পড়ে পড়ে দাগ হয়ে যায়। এই দাগ দূর করতে একটি স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে কলের চারপাশে মুছে নিন। কল একদম নতুন হয়ে যাবে।
- কল, দরজার কব্জা, শাওয়ারে বা যে কোন স্টিলে জং পড়ে গেলে টমেটো কেচাপ লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর এর উপর ব্রাশ দিয়ে ঘষুন। দেখবেন জং পুরোপুরি উঠে গেছে।
- বাথরুমের শাওয়ার হেডে ময়লা জমে গেলে তা সহজে পরিষ্কার হতে চায় না। এই ময়লা দূর করার একটি জাদুকরী উপায় হচ্ছে একটি প্যাকেটে সাদা ভিনেগার ভরে শাওয়ার হেড পেঁচিয়ে রাখুন। এভাবে সারারাত রেখে দিন, পরদিন দেখবেন শাওয়ার হেড একদম ঝকঝকে হয়ে গেছে।
- চুলার আশেপাশের চিটচিটে দাগ দূর করতে কয়েক ফোঁটা ভেজিটেবল অয়েল একটি পেপার টাওয়েলে লাগিয়ে নিয়ে ঘষুন। এভাবে দেখবেন চিটচিটে দাগ একেবারে দূর হয়ে যাবে।
- বাথরুমের আয়না পরিষ্কার করতে বেকিং সোডা ব্যবহার করুন। এক চা চামচ বেকিং সোডা কাপড়ে নিয়ে আয়না জুড়ে ভালো করে ঘষুন। এরপর পানিতে ভেজা তোয়ালে দিয়ে আয়নাটা মুছে ফেলুন, দেখবেন আয়না একদম নতুনের মত হয়ে যাবে।
- বাথরুমের কমোড পরিষ্কার করতে সবচেয়ে উপযোগী হচ্ছে কোক।দোকান থেকে এক বোতল কোক কিনে কমোডে ঢেলে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপ ফ্ল্যাশ করে ফেলুন। কমোড একেবারে ঝকঝকে হয়ে যাবে।
ঝকঝকে ঘরে থাকতে কার না ভালো লাগে? তাই আর দেরী না করে আজই প্রয়োগ করে দিন টিপসগুলো। আর যদি সময় না হয়, তবে সেবা অ্যাপ তো আছেই। সেবা অ্যাপে যে কোন সময় অর্ডার করুন ডিপ ক্লিনিং সার্ভিস। প্রফেশনাল ক্লিনাররা এসে আপনার ঘর একেবারে ঝকঝকে করে দিবে।
সেবা অ্যাপে ডাউনলোড লিঙ্ক : http://bit.ly/ShebaApp
আরও জানতে কল করুন : ১৬৫১৬
ভিজিট করুন সেবার ওয়েবসাইট : https://www.sheba.xyz/