শীতে কিন্তু সবচেয়ে বিপদে থাকে চুল!
আমার এক সহকর্মীর কথা বলি। বেচারি ঠাণ্ডায় কুকড়ে মুকড়ে একেবারে কেচোর মত গুটিয়ে যায়। চুলের ব্যাপারে উদাসী তো বটেই!
কারণ চুলে প্যাক লাগালে ঠাণ্ডা লাগে! শ্যাম্পু করতে বেশি সময় লাগে – তাই তেলও দেয় না। ফলাফল চুল পরা, এবং জটে ত্রাহি হাল! অথচ ভিষণ অল্প সময়ে কিন্তু চুলের যত্ন করা কোনও ব্যাপারই না!
তাও শুধু রস দিয়ে। হ্যাঁ ভাই, রস! এ খেজুরের রস নয়, রসমালাইয়ের রসও নয়। এ হলো ভিটামিনে পরিপূর্ণ বিভিন্ন উপাদানের যা এই শীতে আপনার দস্যি চুলকে করবে বশ!
তাই জানুন ও মানুন। আর শীতে একটু হলেও ঠকঠক করে কাপুন! শীত থাকেই বা আর কদিন, তাইনা?
লেবুর রস:
সেই যে আমার প্রিয় মধু, আর সাথে লেবু! পারফেক্ট কম্বিনেশন শীতের জন্য। মধু ও লেবুর রস প্রতিদিন চুলের গোড়ায় ম্যাসাজ করে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এতে চুল পড়া কমবে।
পেঁয়াজের ঝাঁজে:
আমার কথা কেউ মানে না! কিন্তু নিজে উপকার পেয়েছি! চুল পড়া রোধে পেঁয়াজের রস খুবই উপকারি। পেঁয়াজের রস মাথায় এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
একটু গন্ধ লাগবে নাকে বটে! কিন্তু ফলাফলটা চোখকে আরামও দেবে। গোড়া থেকে শুক্ত করে চুলের গড়ন এবং চুল করে ঝিলমিলে।
আমলকীর কেরামতি:
আমলকি কিনে দুই বোতল নারিকেল তেলের সাথে মিশিয়ে জ্বাল দিয়ে ব্যবহার করতে পারলে কিন্তু জুরি নেই! পুরোই ঝলমল কালো চুল আহা!
এছাড়াও চুলের ডগা ফাটা ও চুল ভাঙা রোধে এক ভাগ মধু ও দুই ভাগ লেবুর রসের সঙ্গে আমলকীর নির্যাস মিশিয়ে নিয়মিত চুলে লাগালে উপকার পাওয়া যায়!
চুলের জন্যে ধনেপাতা:
শুধু খাবারের সুঘ্রাণে বা সালাদের বাড়তি তকমার জন্য ধনেপাতা নয় গো! চুলপড়া রোধেও আছে ধনের অবদান। সবুজ ধনেপাতার রস নিয়মিত চুলের গোড়ায় লাগালে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজায়।
আর সবচেয়ে আনন্দের ব্যাপার হলো ধনেপাতা পাবেন বারান্দায় দিয়ে হাক দিলেই। ঐ যে রাস্তার পাড়েই ভ্যানে বিক্রি করছে দেখুন সবুজ সবুজ তাজা ধনেপাতা!
আর সেই সাথে তো আমাদের পাশে আছেই Sheba.xyz -এর স্পেশাল বিউটি প্যাকেজ সার্ভিস। Sheba.xyz –এর বিউটি রিলেটেড সার্ভিস থেকে পছন্দের প্যাকেজ নিয়ে ঘরে বসেই এই শীতে নিজের যত্নে কাজটি আরাম করে করিয়ে নেওয়া যাবে!
এজন্য আজই ইনস্টল করতে হবে Sheba.xyz অ্যাপ।
2 Comments
Mayesha Hauqe
Good Post. আরো আছে যেমন চায়ের লিকার, পান পাতার রস, মেথি এগুলাও চুলের জন্য খুবই উপকারী
Junaina Hoque
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ?