হুটহাট ঝড়বৃষ্টিতো এখন প্রায় স্বাভাবিক ব্যাপার। যখন তখন রাস্তাঘাটে আপনার ফোন ল্যাপটপ নিয়ে পড়তে পারেন বিপদে। একটু অসতর্কতায় আপনার ফোন ল্যাপটপে পানি ঢুকে বারোটা বেজে যেতে পারে । আবার টানা বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ও ক্ষতি হতে পারে আপনার প্রিয় গ্যাজেটগুলোর। এমন অবস্থায় ছোট ছোট কিছু টিপস খেয়াল রাখলে বেঁচে যাবে আপনার ফোন ল্যাপটপ। এমনই কিছু টিপস এখানে দেয়া হল –
ফোনের সুরক্ষায়
বাজারে এখন ওয়াটার প্রুফ ফোন কেস সহজেই পাওয়া যায়। এ ছাড়াও প্লাস্টিক বা পলিথিন সবসময় ব্যাগে রাখতে পারেন। প্লাস্টিকের জিপলক পাউচও বাজারে পাবেন যায় এবং এর দামও বেশ কম।
বৃষ্টিতে বাইরে বেরোনোর সময় আপনার স্মার্টফোনটি সুইচ অফ করে দিন। তাতে যদি কোনওভাবে পানি ঢুকেও যায়, তাহলেও খুব একটা ক্ষতি করবে না।
বৃষ্টির সময় বাইরে থাকলে ব্লুটুথ বা হেডফোন ব্যবহার করলে ব্যাগ বা পকেটের ভেতর থেকে ফোন বের করার প্রয়োজন পড়বে না। এতে ফোনেরও ক্ষতি হবে না । তা ছাড়াও , ফোনের চেয়ে ব্লুটুথ বা হেডফোনের পানি সহ্য ক্ষমতা অনেক বেশি।
ফোনে পানি ঢুকে গেলে
এরপরও ফোনে পানি ঢুকে গেলে প্রথমেই বন্ধ করে সেটটি থেকে ব্যাটারি খুলে আলাদা করে ফেলুন। তারপর মোবাইলের কেসিং ও সিম কার্ড খুলুন। তারপর হালকাভাবে ঝেড়ে বাতাসে নিয়ে শুকাতে দিবেন অথবা হেয়ার ড্রাই মেশিন দিয়ে এটিকে হিট দিন। যদি হেয়ার ড্রাই মেশিন না থাকে তাহলে সূর্যের আলো কিংবা ১০০ পাওয়ারের বাল্বে হিট দিন তবে একটু দূর থেকে। কোনো অবস্থায়ই ফোনের কোন অংশ বেশি তাপমাত্রা কিংবা আগুনে শুকানোর চেষ্টা করবেন না।
ফোন সেট কিছুটা শুকিয়েছে মনে করে ব্যাটারি সংযোগ দিবেন না। কারন এতে শর্টসার্কিট হয়ে স্থায়ীভাবে ফোন নষ্ট হয়ে যেতে পারে।
কিছুক্ষন পর ফোনের ব্যাটারি লাগিয়ে এবং পাওয়ার অন করুন। দেখবেন আপনার মোবাইলটি ঠিক হয়ে গেছে। যদি এভাবে না ঠিক হয় তাহলে ভালো মোবাইল মেকারকে দেখাবেন। মনে রাখবেন, ভিজে যাওয়া ফোনটি ওই অবস্থায় রেখে দিলে পুরো সেটটি নষ্ট হয়ে যাবে।
ল্যাপটপের সুরক্ষায়
যাদের সবসময় অফিসে বা শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বহন করতে হয় , তারা ল্যাপটপ ব্যাগ নিতে ভুলবেন না।
ব্যাগটি পানিনিরোধক হলে খুব ভালো হয় ।
ল্যাপটপ ব্যাগের ভেতরের অংশে প্যারাস্যুট কাপড় থাকলে পানিনিরোধক হিসেবে কাজ করবে।\এছাড়াও, ব্যাগে সবসময় পলিব্যাগে রাখতে পারেন। বৃষ্টি নামলেই নিরাপদ পলিব্যাগে ল্যাপটপটি মুড়িয়ে ব্যাগে বহ ন করতে পারেন। বিপদ অনেকটাই এড়ানো যাবে।
বৃষ্টিতে রাস্তায় পানি জমে। ফোন ব্যাগে থাকলে অসাবধানতায় পড়ে যেতে পারে, তাই ব্যাগের চেইন বন্ধ রাখুন।
ল্যাপটপ ভিজলে
যদি আপনার ল্যাপটপ বৃষ্টিতে ভিজে বা পানিতে পড়ে পাওয়ার অফ হয়ে যায়, তাহলে ভুলেও পাওয়ার অন করবেন না। পানিতে ভিজে গেলে যতদ্রুত সম্ভব ল্যাপটপ থেকে ব্যাটারি আলাদা করতে হবে। এরপর শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। এরপরও যদি মনে হয় ভেতরে পানি আছে তাহলে ল্যাপটপটি শুকনো কোনো জায়গায় রেখে টেবিল ল্যাম্পের সাহায্যে হালকা দিবেন । তবে খেয়াল রাখবেন, তাপের পরিমাণ যেন বেশি না হয়।
ল্যাপটপ অন করার পর যদি ডিসপ্লে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি ডিসপ্লে না আসে তাহলে আবার ল্যাপটপের পাওয়ার অফ করে দিবেন । এরপর ল্যাপটপের কিবোর্ডের যে তিনটি লক থাকে সেগুলো ভালোভাবে খুলে পানি মুছে ফেলতে হবে।
এ ছাড়াও, যদি কোনভাবে ল্যাপটপের স্ক্রিনে পানি প্রবেশ করে তাহলে স্ক্রিনটা কিছুটা তামাটে ঘোলা দেখা যাবে। এই ঘোলার পরিমাণটা খুব বেশি হলে বুঝবেন যে ল্যাপটপের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। তাই সবচেয়ে ভালো হয়, ল্যাপটপ পানিতে ভিজলে যত দ্রুত সম্ভব সেবা থেকে সার্ভিসিং সেন্টারের মেকানিক ডেকে দেখানো ।
ফোন ল্যাপটপে যে কোন সময় পানি ঢুকে গেলে ঘরেই ডাকুন প্রফেশনাল সার্ভিস সেন্টারের সার্ভিস প্রভাইডার। সেবা অ্যাপে অর্ডার করলেই ঢাকার যে কোন প্রান্তে যে কোন সময়ে সার্ভিস প্রভাইডার পৌঁছে যাবে আপনার বাসায় । বৃষ্টি থেকে সুরক্ষা হিসেবে আপনার ফোনেই ডাউনলোড করে রাখতে পারেন সেবা অ্যাপ, যাতে যে কোন সময় বিপদে পড়লে সাথে সাথেই ডাকতে পারেন প্রয়োজনমত সার্ভিস।