সামনেই আসছে দুর্গা পূজা। মণ্ডপে মণ্ডপে হবে প্রতিমার সাজ। দিনভর এই মণ্ডপগুলোয় পূজা হবে, সকলে মেতে উঠবেন আনন্দে, দূর-দুরান্ত পরিবারের সকলে মিলিত হবেন পূজার আনন্দ ভাগাভাগি করতে। চারিদিকে ঢাক-ঢোলের বাজনা, শাঁখের সেই চিরচেনা ধ্বনি – চারিদিকে উৎসবের আমেজ। এতকিছুর মাঝে আমরা চাই আপনি থাকুন সর্বদা সুন্দর; উৎসবের হাজারো ব্যস্ততার মাঝে আপনার রুপসজ্জা যাতে ক্ষণিকের জন্যেও মলিন না হয়। তাই আজকে আপনাদের জন্য থাকছে শারদীয় সাজের কার্যকরী ও সহজ কিছু টিপসঃ প্রথমেই মনে রাখবেন, দুর্গা পুজার সময় আবহাওয়া কিন্তু প্রচণ্ড পরিমানে গরম হয়। সুতরাং ভারী মেকআপ করা থেকে বিরত থাকুন। হাল্কা মেকআপে নিজেকে রাখবেন সারাদিন সতেজ। মেকআপ দেয়ার পূর্বে মুখে হাল্কা পাউডার দিয়ে নিন। এর ফলে আপনার দেয়া মেকআপ সহজে মুছেও যাবেনা, ও আপনাকে লাগবে আরও ফ্রেশ। বিশেষ করে চোখের নীচে মেকআপ করার আগে অল্প একটু পাউডার দিয়ে নিন। চোখের নিচের অংশের যত্ন নেয়ার আরেকটি উপায় হচ্ছে প্রতি রাতে ঘুমানোর আগে একটু ভেজা তুলা কিংবা গ্রিন টি এর ব্যাগ দিয়ে রাখুন কিছুক্ষণের জন্য। পূজার মেকআপে রূপসজ্জার পাশাপাশি আপনার গহনাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই আপনার মেকআপ ও পরিহিত কাপড়ের সাথে মানানসই – এমন গহনা পরুন। এবং মনে রাখবেন, মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার চোখ। আপনার নয়নের সৌন্দর্যই বদলে দিতে পারে আপনার পুরো রূপসজ্জা। তাই এতো মেকআপের মাঝে আপনার চোখ জোড়া ফুটিয়ে তুলতে ব্যবহার করুন হাইলাইটার। অন্যদিকে চোখের সৌন্দর্যের পাশাপাশি ঠোঁটে হালকা রঙের ম্যাট লিপস্টিক ভালো লাগবে৷ এদিকে যাঁরা গাঢ় রঙে ঠোঁট রাঙাতে চান, তাঁরা চোখের পাতায় শুধু কাজল লাগাতে পারেন৷ অতএব এভাবেই পূজার এই উৎসবের সময়ে নিজেকে ফুটিয়ে তুলুন ও উপভোগ করুন দারুন একটি সময়। মা দুর্গার আগমনের আনন্দ ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রতিটি জায়গায়। আপনার সাজে লাগুক শারদীয় উৎসবের এক মনভোলানো ছোঁয়া।

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS