নতুন চাকরি! প্রথম দিন? একটু তো উত্তেজিত হবেনই।

আর যদি হয় সেটা জীবনের প্রথম চাকরি তাহলে উত্তেজনার মাত্রা একটু বেশি হবেই। কিন্তু উত্তেজনা সামলে রেখে নতুন অফিসে ছক্কা তো মারতেই হবে। সেই ছক্কা মারতে নতুন অফিসের শুরুতে আপনার জন্য ছয়টি টিপস।New Job

১. আপনি কি জানেন প্রথম দিন আপনাকে অফিসে কয়টায় পৌছাতে হবে এবং গিয়ে কাকে রিপোর্ট করতে হবে? জানলে পনের মিনিট আগেই পৌছে যাবার চেষ্টা করুন। কারন সঠিক ফ্লোর, ডেস্ক এগুলো খুঁজে পেতে একটু তো সময় লাগতেই পারে। আর না জানলে আগের দিনই এইচআর কে জিজ্ঞেস করে নিশ্চিৎ হয়ে নিন। কাজের চাপে উনি ভুলে যেতেই পারেন আপনাকে জানাতে। এটা আপনার দায়িত্ব সঠিক তথ্য জেনে নেয়া।

২. নতুন অফিসের কাজের ধরন এবং পরিবেশ বুঝতে একটুতো সময় লাগবেই। তাই নিজের ইগোকে বাদ দিয়ে সবার সঙ্গে হাসিমুখে কথা বলতে হবে। কোন কাজ না বুঝলে সহকর্মীর কাছে জিজ্ঞেস করে বুঝে নিতে কোন লজ্জা নেই। এখানে ইগো দেখালে ভুলভাল করবেন এবং একই কাজ বারবার করা লাগবে।

তবে হ্যা এক্ষেত্রে সহকর্মীদের সহযোগীতা একান্তভাবে কাম্য। তবে কাজের চাপে কেউ সাহায্য করতে না পারলে মন খারাপ করবেন না।

৩. সহকর্মীরাই দিনের বেশিরভাগ সময় আপনার চারপাশে থাকবে। তাই কোন সহকর্মী যদি লাঞ্চ করার দাওয়াত দেয় বা চা-কফি খাবার কথা বলে, সন্দেহ না করে রাজি হয়ে যাবেন। পরিবারের থেকেও বেশি সময় যাদের সঙ্গে কাটাবেন তাদের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তোলাটা বুদ্ধিমানের কাজ। আর একটা মানুষকে চিনতে হলে খাবার টেবিলের থেকে ভাল জায়গা আর কোনটা হতে পারে না।

৪. গসিপে কান দেবেন, তবে মুখ দেবেন না। সেটা কি রকম? খেতে বসলে বা আড্ডা দিতে বসলে গসিপ হবেই। তবে ভুলেও তাতে অংশ নেবেন না। শুধু শুনে যান। তবে মনে রাখবেন, গসিপ কিন্তু গসিপ ই। এর সবকিছু সত্যি নয়। কোনটা বিশ্বাস করবেন বা কোনটা করবেন না সেটা কিন্তু আপনার প্রজ্ঞার উপর নির্ভর করবে।

তবে ভুলেও গসিপে মুখ দেবেন না। কে কিরকম সেটা না জেনে কথা বললে পরে আপনি বিপদে পরবেন।

৫. এটা যদি প্রথম চাকরি না হয়, তাহলে সবাই জিজ্ঞেস করবে আগের চাকরি কেমন ছিল, কেন ছাড়লেন ইত্যাদি। হয়ত পুরানো কাজের অভিজ্ঞতা আপনার ভাল ছিলনা, তাই বলে সেসব নতুন সহকর্মীদের বলতে যাবেননা যেন। কারন আপনি যেটাই বলুন না কেন সবাই আপনাকে ভিলেন বানিয়ে, আরও মজাদার মসলা মাখিয়ে অন্যদের কাছে আপনাকে নিয়েই গসিপ করবে। সবচেয়ে ভাল হয় আগের অফিসে হওয়া নেগেটিভ সবকিছু ভুলে গেলে।

৬. নতুন অফিস, নতুন সম্পর্ক। সেই সম্পর্ক গড়ার পথে অনেক কিছু শেয়ার হবেই। কিন্তু প্রথম প্রথম একান্ত ব্যক্তিগত তথ্য শেয়ার না করাই ভাল। কারন নতুন অবস্থায় কে কেমন তা তো আপনি জানেন না। কাকে বিশ্বাস করা যায় এটা না জেনে সবকিছু শেয়ার করবেন না।

তবে আপনি যদি কাজ করেন sheba.xyz এ র মতো প্রতিষ্ঠানে তাহলে আপনার এতোকিছু না ভাবলেও চলবে। ফ্রেশার হিসেবে কাজ করার এরকম আদর্শ জায়গা খুব কমই আছে আশেপাশে। ইয়াং এনার্জেটিক একগাদা চ্যালেঞ্জপ্রিয় সহকর্মীর ভীড়ে নিজেকে আবিস্কার করবেন সাফল্যের সিঁড়িতে।

2 Comments

  • Mahbubur Rahman Manna
    Posted December 2, 2018 11:53 am 0Likes

    আপনাদের এখানে কিভাবে কাজ করতে পারবো।

    আমি বর্তমানে নিজের ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা শুরু করেছি এর সাথে কি আপনাদের এখানে কোন কাজের সুযোগ আছে।

    • Junaina Hoque
      Posted January 23, 2019 12:09 pm 0Likes

      আপনি যদি Sheba.xyz এর সাথে সার্ভিস প্রোভাইডা‌র হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে নিচের লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন। আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং বিস্তারিত জানাবে।

      https://partners.sheba.xyz/

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS