সুন্দর লাগার মন্ত্র
আগেভাগের যত্ন

বিয়ে নিয়ে কতই না কথা বলে ফেললাম একয়দিন। জুতো থেকে শুরু করে পাজামার ফিতে- কিছুই বাদ গেল না। কিন্তু এই যে মানসিক ক্লান্তি- সেটা দূর করতে কি করতে হয় – সেটা কে বলে? বলিছিল আমার আরেক বুবু। আমার বিয়ে নিয়ে যখন অনেক দৌড়াদৌড়ি – তিনি বললেন যাও স্পা নিয়ে আসো! আমি বললাম- এখন কেন? তিনি যা বললেন উত্তরে তা হলো, এই সময়টা মন-মাথা এবং দেহ চনমনে রাখা চাই। তাই দরকার নিজের যত্ন। তা না হলে তো বিলে দিন যতই মেকআপ করা হোক না কেন- চোখের নিচের ক্লান্তি যাবে কি দিয়ে?

Pre wedding makeupতাই আমি ভাবলাম নিজের যত্ন নিয়ে একটু বকবক না করলেই নয়! জেনে নিন বিয়ের আগে নিজের ভাগের যত্ন!

বডিস্ক্র্যাব, ম্যাসাজ ও স্পা:

এই বিষয়টাকে আমরা হেলাফেলা করলেও – এগুলো কিন্তু বেশ কাজের। ম্যাসাজ বডির মাসলগুলোকে রিলাক্স করে হালকা বোধ করায়। স্পা পুরো শরীরকে চাঙা করে। সেই সাথে বডি স্ক্র্যাব করালে ত্বকের জমে থাকা কোষগুলো কিন্তু ঝরে যায়। ফলে আপনি যতই প্রেশারে থাকুন না কেন লাগবে চনমনে। আর মাসল রিকরিয়েশনের কারণে চেহারায় তার প্রভাব পরে স্পষ্ট! কিছুক্ষণ আরামদায়ক ম্যাসাজ আপনাকে করে তুলবে ঝরঝরে। বডি ম্যাসাজ করালে শরীরের স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমে মানসিক চাপ অনেকটাই দূর হয়ে যায়। এবং এটি বর কণে উভয়ের জন্যেই প্রযোজ্য!

চুলের যত্ন:

বিয়ের অনুষ্ঠানে  চুলে উপর ভিষণ অত্যাচার হয়। বিশেষ করে কণেদের।আগাম সেই দূর্যোগ থেকে বাচার জন্য চাই রিস্ক এসেসমেন্ট । আর বুবুর এসেসমেন্ট বলছে- চুলের যত্ন হওয়া চাই জোরেশোরে। একমাস আগে থেকে প্রোটিন ট্রিটমেন্ট দিতে পারেন। বাসায় বসে ডিমের সাদা অংশ, লেবুর রস আর টক দিয়ে্ে বানাতে পারেন চমৎকার প্যাক। কেউ কেউ চুলের রং নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন মেহেদী বা সফ্ট রং দিয়ে।  যতই আউলা ঝাউল  লাগুক না কেন, মাথায় তেলটা দেওয়া খুব দরকার! নিয়মিত। শ্যাম্পুর পর কণ্ডিশনার। চাইলে এলোভেরা মেখে রেখে দিতে পারেন। ১৫ মিনিট পরে ধুয়ে নিলেন। ভিনেগার বা চায়ের লিকারও কণ্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন। এসবই বরলাম যেন ঘরে বসে কাজটা সেরে ফেলা যায়! যতই মাথা গরম হোক- ঠাণ্ডা তো করতেই হবে!

মেনিকিউর ও পেডিকিউর:

মেনিকিউর এবং পেডিকিউর করতেই হবে বিয়ের আগে আগে। কারণ ঐ দিন সবার চোখের মণি আপনি, আপনাকে ঘিরেই সব ক্যামেরার ক্লিক-ক্লিক। হাত পা কে তাই বাদ দিলে চলে? আর যদি একেবারেই পার্লারে যাবার সুযোগ না ঘটে তাহলে বাসায় বসে দুধের সর, হলুদ দিয়ে প্যাক বানাতে পারেন। রোদ থেকে এসে লেবুর রস লাগিয়ে নিলেন হাত পায়ে। টমেটোর রসও কিন্তু ভিষন কাজে দেয় হাতে ও পায়ের ত্বকের ঐজ্জ্বলতা বাড়াতে!

আর এই ঝামেলাও দূর করবে এখন আপনার বিশ্বস্ত সঙ্গী! Sheba.xyz -এর স্পেশাল বিউটি অ্যান্ড ওয়েডিং প্যাকেজ সার্ভিস। বিয়ের অন্তত তিনমাস আগে থেকে  Sheba.xyz –এর বিউটি রিলেটেড সার্ভিস থেকে পছন্দের প্যাকেজ নিয়ে  ঘরে বসেই পেডিকিউর করা যাবে, ম্যাসাজ নেওয়া যাবে। আর চুলের যত্ন তো মাস্ট! উপভোগ করা যাবে অন্যান্য বিউটি সার্ভিসও!

এজন্য আজই ইনস্টল করতে হবে sheba.xyz অ্যাপ বা ছোট্টা একটি কল করতে হবে 16516 এই নম্বরে।

  • রুম্পা সৈয়দা ফারজানা জামান

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS