ব্যস্ত জীবনের ঠাঁস বুনোটে নিয়মিত রান্নাঘর পরিষ্কার করার জন্য আলাদা সময় কোথায়! তবে একটু কৌশলী হলে অল্পতেই রান্নাঘরের ছোটখাট সমস্যাগুলো সমাধান করতে পারেন আপনি নিজে থেকেই। রান্নাঘর পরিষ্কার রাখার এমনই পাঁচটি উপায় নিয়ে আজকের আয়োজন।
১. সাদা কাপের চা-কফির দাগ পরা খুবই স্বাভাবিক। ভিনিগারে কিছুক্ষন কাপটি ভিজিয়ে রাখুন। এরপর সামান্য লবন দিয়ে মাজুন। ব্যস দাগ চলে যাবে। তবে খুব গাঢ় দাগ যেন না হয় সে খেয়াল রাখবেন। গাঢ় দাগ হলে পরিষ্কার নাও হতে পারে।
২. খাবার-দাবার যেখানে, সেখানে পিঁপড়া আর মাছির উপদ্রব হবেই। চিনির কৌটায় পিপড়া খুব সহজেই চলে আসে। বায়ুরোধী কৌটা ব্যবহার করতে পারেন। তবে সেটা সম্ভব না হলে, চিনির কৌটায় কয়েকটি লবঙ্গ রাখবেন। পিঁপড়া আসে না।
৩. খাবারের গন্ধে মাছির অত্যাচার নতুন কিছু নয়। তবে মাছি পুদিনা পাতা আর তুলশী পাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই যে স্থানে মাছি আসে সেখানে কিছু পুদিনা বা তুলশী পাতা ছড়িয়ে রাখতে পারেন। মাছি আসা বন্ধ হবে।
৪. থালাবাসন এর তেল-চর্বি পরিষ্কার করতে সাবানের সাথে গরম পানি ব্যবহার করুন। এতে চর্বি ভাব দূর হবে।
৫. রান্না ঘরের মেঝে সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। মাছ,তরকারি যাই কাটুন না কেন মেঝে সাথে সাথে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। কাটাকুটো করার পুরানো সময় খবরের বিছিয়ে নিন পুরু করে। তাতে নোংরা অনেকটাই কম হবে।
তবে সময়ের অভাবে বা অন্য কোন কারনে একান্তই যদি পরিষ্কার করতে না পারেন তবে ডেকে নিন sheba.xyz কে। আপনার রান্নঘরের যে কোন ধরনের পরিষ্কার করানোর জন্য এখনই কল করুন ১৬৫১৬ এবং পেয়ে যান অন ডিমান্ড ক্লিনার।