কাজের ব্যস্ততা কিংবা খামখেয়ালীপনার মাঝে হুটহাট কাপড়ে লেগে যায় নানা ধরনের অনাবশ্যক দাগ।

তবে এক্ষেত্রে ব্যবস্থাটা যদি নেওয়া হয় দ্রুত তাহলে এসব দাগ জায়গা করে নিতে পারবে না স্থায়ীভাবে। এমনকি কাপড়টাও বেঁচে যাবে নষ্ট হওয়ার হাত থেকে।

এসব টিপস নিয়েই আজকের এ লিখা। 

আসুন তাহলে জেনে নেই কাপড়ের এরকম অনাবশ্যক দাগ দূর করার কিছু টিপস যা আপনি করে ফেলতে পারবেন ঘরে বসেই নিমিষেই। 

 

খাবারের দাগ

ধরুন, খুব সেজেগুজে সুন্দর পোশাক পরে একদম আঁটসাঁট হয়ে গেলেন দাওয়াতে। খাবার খেতে বসার পর অসাবধানতার কারণ বশত কাপড়ে খাবার পড়ে দাগ লেগে যেতেই পারে।

তবে এতে দুশ্চিন্তার কোনও কারন নেই একদমই।

হাতের কাছে ক্লাব সোডা কিংবা সোডাপানীয় থাকলে তাতে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে দাগের উপর খানিকক্ষণ ঘষে নিলে দাগ উঠে যাবে অনেকটাই।

 

ঘাসের দাগ

হয়তো একদিন খুব ইচ্ছা হল একদিন প্রকৃতির মাঝে ঘাসে বসে উপভোগ করবেন সময়টা। পরনে থাকবে সাদা কিংবা হালকা রঙের কোনও পোশাক।

কিন্তু এতে করে লেগে যেতে পারে আপনার পছন্দের সাদা বা হালকা রঙের কাপড়ে ঘাসের দাগ। ভয়ের কোন কারণ নেই তাতে।

ঘাসের দাগ বসে গেলে সাহায্য নিন টুথব্রাশ এবং সাদা টুথপেস্ট এর।

প্রথমে দাগের উপর কিছুটা টুথপেস্ট নিয়ে নিন। এরপর ভেজা টুথব্রাশ দিয়ে দাগের উপর ঘষতে থাকুন। যতক্ষণ না পুরোপুরি দাগ উঠে যাচ্ছে ততক্ষণ।

সবশেষে সাধারণ ডিটারজেন্ট দিয়ে কাপড়টি ধুয়ে ফেললেই দেখবেন দাগ চলে গিয়েছে!

laundry, laundry tips

রক্তের দাগ

কোনো ক্ষত কিংবা হঠাৎ কেটে গেলে কাপড়ে রক্ত লেগে যেতেই পারে।

যা শুকিয়ে গেলে ওঠানো বেশ মুশকিল হয়ে পরে।

সেক্ষেত্রে, রক্তের দাগ লাগা কাপড়টি পানিতে ভিজিয়ে প্রথমে দাগের উপর কিছুটা লবণ ছড়িয়ে দিন।

এরপর ভালোভাবে ঘষে নিলে লবণ দাগ দূর করতে সাহায্য করবে। কিছু সময় পর সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে কাপড়টি ধুয়ে ফেলুন।

 

কলারে দাগ

ঘামের সঙ্গে ধূলা ময়লা মিলে শার্ট বা টিশার্টের কলারে গাড় দাগ হয়ে যায়। এ দাগ খুবই স্বাভাবিক এবং একই সাথে বিরক্তিকর।

এই দাগ দূর করতে ভীষণ কার্যকরী হল শ্যাম্পু। যেকোনো শ্যাম্পু নিয়ে শার্ট বা টিশার্টের কলারে লাগিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে কিছুক্ষন।

এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। চলে যাবে কলারের দাগ।

 

ঘরে বসে নিজেই করে ফেলুন আপনার কাপড়কে পরিস্কার এবং মুছে ফেলুন অনাবশ্যক দাগ।

এছারাও আপনি আপনার কাপড়ের জন্য নিতে পারেন লন্ড্রি সার্ভিস দেশের বৃহত্তম মার্কেটপ্লেস Sheba.xyz অ্যাপ থেকে। আমাদের দক্ষ সার্ভিস প্রোভাইডার পৌঁছে যাবে আপনার দ্বারপ্রান্তে।   

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS