বাসা বদলে বিরাট ঝামেলার ব্যপার। কমবেশি সবারই এই ঝামেলায় পড়তে হয়। যারা ভাড়া বাসায় থাকেন তাদের তো এই বিড়ম্বনার শেষ থাকে না। বাসা বদলের সময় একটু এদিক সেদিক হলেই ঝামেলার শেষ থাকে না। তবে একটু গুছিয়ে কাজ করলেই কিন্তু বাসা বদলানো নিয়ে তেমন ঝামেলা পোহাতে হয় না। যদি আপনি বাসা বদলের কাজটাকে ছোট ছোট কাজে ভাগ করতে পারেন, দেখবেন খুব সহজেই ঝামেলামুক্ত ভাবে বাসা বদল করে ফেলতে পারবেন অনায়াসে ।
বাসা বদল সহজ করার সবচেয়ে প্রয়োজনীয় কিছু টিপস জানতে পড়তে থাকুন –
ফোন, ইন্টারনেট, ডিশ সংযোগ
বাসা বদলানোর অন্তত এক সপ্তাহ আগে আপনার ইন্টারনেট, ডিশ ও ল্যান্ড ফোনের অফিসে যোগাযোগ করে রাখুন। তাদেরকে নতুন ঠিকানা জানিয়ে দিন, তাহলে নতুন বাসায় গিয়ে ইন্টারনেট, টিভি কিংবা ফোনের নিয়ে বিপদে পড়তে হবে না।
ভ্যান/ট্রাক/পিকআপ ভাড়া
বাসার জিনিসপত্র নেয়ার জন্য ভ্যান, পিকআপ বা ট্রাক তো লাগবেই। বাসার জিনিসের পরিমাণ অনুমান করে আগে থেকেই ভ্যান, পিকআপ বা ট্রাক ঠিক করে রাখুন, নাহলে শেষ মূহূর্তে নাও পেতে পারেন। ভ্যান, পিকআপ কিংবা ট্রাক যেটাই ভাড়া করে থাকেন, আগে থেকেই তাদেরকে বাসা বদলানোর সময় ও নতুন বাসার ঠিকানা জানিয়ে দেবেন। আরও ভালো হয় যদি বাসা বদলানোর আগের দিন রাতে ফোন দিয়ে তাদেরকে আবার একটু মনে করিয়ে দিতে পারেন, তাহলে তারা সময় মত এসে পড়বেন।
নতুন বাসা পরিষ্কার
নতুন বাসার দরজা-জানালার পর্দার মাপ নিয়ে আগে থেকে নিয়েই সেলাই করতে দিয়ে দিন। বাসায় ওঠার ১/২ দিন আগে গিয়ে দেখুন বাসা ময়লা অবস্থায় আছে কিনা। বাসায় ধুলাবালি থাকলে সেগুলো পরিষ্কার করিয়ে নিন। রঙ না করা থাকলে বাড়ির মালিককে বলুন রঙ করে দিতে। বাথরুমগুলোকে ভালো করে পরিষ্কার করিয়ে নিন আগে থেকেই।
প্যাকিং
বস্তা, দড়ি, টেপ ও কাগজের বাক্স (কার্টন)প্যাকিং এর জন্য আগে ভাগেই যোগার করে রাখুন ।এরপর ৫/৬ দিন আগেই প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়া অন্যান্য জিনিসপত্রগুলো প্যাকিং করে ফেলুন। প্যাকিং এর সময় কোন বাক্সে কি রেখেছেন সেটা একটা তালিকা তৈরি করে বাক্সের গায়ে আঠা দিয়ে লাগিয়ে রাখুন, তাহলে জিনিসপত্র খুঁজে পেতে সুবিধা হবে। আর কাঁচের জিনিসপত্র বাক্সে ভরার আগে কাপড়ে পেঁচিয়ে নিন।
রান্নাঘর
৩/৪ দিন আগে থেকেই ধীরে ধীরে ফ্রিজ খালি করা শুরু করুন। কাঁচা বাজারগুলো রান্না করে ফেলুন, মাংস ইত্যাদি থাকলে রান্না করে ফেলুন । আর খেয়াল করে বাসা বদলানোর আগের দিন বেশি করে রান্না করে রাখবেন, কারণ যেদিন বাসা বদলাবেন সেদিন আর রান্না-বান্না করার সময় বা সুযোগ পাবেন না। আর নতুন বাসাতে গ্যাস সংযোগে সময় লাগবে, তাই প্রস্তুতি নিন আগে থেকেই।
বাসা বদলানোর কাজ এমনিতে খুব কষ্টকর। তবে সবাই মিলে কাজগুলো ভাগ করে নিলে সহজ হয়ে যায় অনেকাংশে। তবে সেবার হোম শিফটিং প্যাকেজ নিলে আপনি বেশ আরামেই নিশ্চিন্তে বাসা বদল করতে পারবেন । সেবার সার্ভিস প্রোভাইডাররা দক্ষ ও ভেরিফাইড, তাই কোন টেনশনই করতে হবে না আপনার।
বাসা বদলের সব ঝামেলা শেষে আপনার নতুন বাসায় নতুন শুরু হোক সুন্দর ও সহজ।
Sheba.xyz অ্যাপেই অর্ডার করতে পারেন হোম শিফটিং প্যাকেজ ।