বাসার সোফাগুলোকে পরিস্কার করানোর জন্য ‘নির্ভরযোগ্য’ লোক খুঁজে পাওয়া কর্পোরেট জীবনের থাকা মানুষদের কাছে কষ্টকর হলেও মিশা মাহজাবীন পেয়েছেন সেবার সহযোগিতা।
অটোমোবাইল খাতের প্রতিষ্ঠান রানকন মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশা মাহজাবীনকে একটি প্রতিষ্ঠান পরিচালনায় ব্যস্ত থাকতে হয়। বাসার যে কোন কাজে কোন পেশাজীবি আসলে তার ব্যবহার আচরন এবং ব্যবহার নিয়ে ভাবনা থাকে মিশার।
শত ব্যস্ততার মাঝেও মুঠোফোনে একটি অ্যাপের মাধ্যেমে খুব সহজেই করতে পেরেছেন বাসার সোফা ক্লিনিংয়ের মত ঝামেলার কাজটি। নাগরিক জীবনের লাইফস্টাইল পাল্টে দেওয়া। দৈনন্দিন জীবনের কাজকে সহজ করতে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে সেবা এক্সওয়াইজেড।
সম্প্রতি সেবা স্বপ্নবুননের সাথে আলাপচারিতায় মিশা সেবার মাধ্যমে সোফা ক্লিনিংয়ের কাজ করানোর অভিজ্ঞতা বিনিময় করেন। তিনি বলেন, “খুব সহজেই অল্প সময়ের মধ্যে কাজ করে দিয়েছে সেবার নিবন্ধিত কর্মীরা। ব্যবহারও খুব ভালো ছিলো”
মিশা জানান, “সাধারন ক্ষুদ্র পেশাজীবিদের থেকে সেবার নিবন্ধিত কর্মীরা একটু আলাদা। তারা প্রাতিষ্ঠানিকভাবে সংযূক্ত থাকে বলে নির্ভরতাটা বেশি থাকে। সোফা ক্লিনিংয়ে যে দুজন এসেছিলো তারা বেশ চটপটে এবং ব্যবহার ভালো,”।
সোফা ক্লিনিং সার্ভিসের পাশাপাশি বাসাবাড়ির জন্য এয়ার কন্ডিশন সার্ভিস, ইলেক্ট্রিক অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স, ইলেক্ট্রিক্যাল সার্ভিস, প্লাম্বিং ও স্যানিটারি, ফার্নিচার তৈরি ও মেরামত, ওয়াল পেইন্টিং, বাসাবাড়ি পরিষ্কারসহ বেশকিছু সার্ভিস রয়েছে সেবার অ্যাপে।
পাশাপাশি কিছু ট্রেন্ডিং সেবা চালু রয়েছে এখানে যেমন – বিউটি সার্ভিস, লন্ড্রি সার্ভিস, অন ডিমান্ড গাড়ি, অন ডিমান্ড ড্রাইভার, ক্লিংনিং। গ্রাহক বাসায় বসেই।খুব সহজেই পাচ্ছেন এসব সেবা ইন্টারনেট অথবা একটি ফোন কলে।
সেবা ডট এক্সওয়াইজেডের কাছ থেকে কোনো সার্ভিস নিতে গেলে অবশ্যই তা মোবাইল অ্যাপ বা সাইটের মাধ্যমে অর্ডার দিতে হবে। এরপর সেবা ডটএক্সওয়াইজেড সেই অর্ডারটি কনফার্ম করবে সেবাগ্রহীতাকে। তার বাসা বা অফিসের ঠিকানায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লোক পৌঁছে যাবে সেবার পক্ষ থেকে।
সমস্যা সমাধান হয়ে গেলে হাতে হাতে অথবা বিকাশ, রকেটের মাধ্যমেও বিল পরিশোধ করতে পারবেন সেবা গ্রহীতা। বর্তমানে সেবা ডটএক্সওয়াইজেড এমন নিবন্ধিত কর্মীর সংখ্যা রয়েছে চার হাজারের বেশি।
##