জেনে নিন করোনাভাইরাস ধ্বংস করতে কোন কোন কেমিকেল, কীভাবে ব্যবহার করতে পারেন।

সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সারাবিশ্ব প্রায় অচল হয়ে পড়েছে। ইতিমধেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাস-কে Pandemic ঘোষণা করেছে। সংক্রমণ আটকাতে আমেরিকা, চীন-সহ পুরো ইউরোপ ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে। বাংলাদেশেও বিগত কয়েকদিন ধরে বেশ কিছু করোনাভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত হয়েছে। তাই সারাবিশ্বের মতো বাংলাদেশের মানুষের মনেও বিরাজ করছে শঙ্কা। 

Covid19

করোনাভাইরাস প্রতিরোধে আতঙ্ক নয়- চাই সচেতনতা। 

চলুন জেনে নিই, করোনাভাইরাস প্রতিরোধে কোন কোন কেমিকেল ব্যবহার করতে পারবেন আর কোন কোন কেমিকেল ব্যবহার না করাই ভালো।

১- নভেল করোনাভাইরাস কিছু কিছু সার্ফেসে ১৬ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সেজন্যে নিয়মিত বাসাবাড়ি জীবাণুমুক্ত (ডিসইনফেক্ট) করার কোন বিকল্প নেই।

২- US Centers for Disease Control and Prevention-এর পরামর্শ অনুযায়ী বাসাবাড়ির যেসব কমনপ্লেস নিয়মিত ব্যবহার করা হয় (যেমন- দরজার নব, সুইচ, বাসন রাখার তাক, সিঁড়ির রেলিং ইত্যাদি) প্রতিদিন জীবাণুমুক্ত (ডিসইনফেক্ট) করা প্রয়োজন। 

৩- ব্লিচ, অ্যালকোহল, অথবা হাইড্রোজেন পারঅক্সাইড-যুক্ত যা যা আছে প্রায় সবই করোনাভাইরাস প্রতিরোধে ব্যবহার করা যাবে।

৪- সিরকা (ভিনেগার)-সহ অন্যান্য প্রাকৃতিক যা কিছু আছে, সেগুলো করোনাভাইরাস প্রতিরোধে কাজ করবে না। 

 

কেমিকেল ব্যবহার করার ক্ষেত্রে যে ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে সেগুলো হোলো- 

১- ব্লিচ, অ্যালকোহল, অথবা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে জীবাণুমুক্ত (ডিসইনফেক্ট) করার আগে জায়গাটি নোংরা থাকলে তা আগে সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিতে হবে। 

২- বাসায় কারো ফ্লু-এর লক্ষণ থাকলে কমনপ্লেস-গুলো একটু বেশি নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ গবেষণায় দেখা গিয়েছে যে করোনাভাইরাস প্লাস্টিক-এর সার্ফেস-এর উপর প্রায় ১৬ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে।

৩- যেই ক্লিনিং সল্যুশন-ই ব্যবহার করুন না কেন, তা যেন সার্ফেস-এ বেশ কিছু সময় থাকে তা নিশ্চিত করুন, অন্যথায় জীবাণু/ভাইরাস মরবে না। 

৪- একাধিক ক্লিনিং এজেন্ট একসাথে মিশিয়ে ব্যবহার করবেন না। এতে কার্যকারিতা কমে যেতে পারে। 

৫- ব্লিচ ব্যবহার করার জন্য একটি পাত্রে প্রায় ১ গ্যালন (৩.৫ লিটারের একটু বেশি) ঠান্ডা পানিতে ১/৪ কাপ ব্লিচ দিয়ে মিশিয়ে নিন। একবার ব্লিচ গোলানো পানি ২৪ ঘন্টা পর্যন্ত কার্যকর থাকবে।

৬- বাচ্চাদের খেলনা-সহ প্লাস্টিক-এর তৈরি জিনিস ব্লিচ গোলানো পানিতে ৩০ সেকেন্ড ডুবিয়ে রাখলেই হবে। বাসাবাড়ির অন্যান্য জিনিসপত্রের সার্ফেস যা ব্লিচ-এর কারণে ক্ষতিগ্রস্থ হবে না, সেগুলো প্রায় ১০ মিনিট পর্যন্ত ব্লিচ-এর সংস্পর্শে রাখতে হবে। 

৭- ব্লিচ গোলানো পানি ত্বকের ক্ষতি করতে পারে, তাই হ্যান্ডওয়াশ/স্যানিটাইজার-এর বিকল্প হিসেবে ব্যবহার না করাই ভালো।

৮- হাইড্রোজেন পারঅক্সাইড সরাসরি ব্যবহার করা যাবে। করোনাভাইরাস প্রতিরোধের জন্য ০.৫% ঘনত্বে পানিতে মিশিয়ে ব্যবহার করা ভালো। খেয়াল রাখবেন, হাইড্রোজেন পারঅক্সাইড সার্ফেসে দেয়ার পর অন্তত ১ মিনিট রাখতে হবে, তারপর মুছে নিতে হবে। 

Sheba.xyz থেকে বাসাবাড়ির কমনপ্লেস-গুলো জীবাণুমুক্ত (ডিসইনফেক্ট) করতে নিতে পারেন প্রফেশনাল হোম ক্লিনিং সার্ভিস। করোনাভাইরাস প্রতিরোধে বাসাবাড়ি জীবাণুমুক্ত রাখতে বুক করুন আপনার শিডিউল।

এছাড়াও, Sheba.xyz অ্যাপ থেকেই এখন অর্ডার করতে পারবেন ৫০০ মি.লি.-এর হ্যান্ড স্যানিটাইজার। ১ জন অ্যাপ ব্যবহারকারী কেবলমাত্র ১টি হ্যান্ড- স্যানিটাইজার অর্ডার করতে পারবেন। তাই অর্ডার করুন এখনই।

যেকোন সার্ভিসের জন্য কল করুন ১৬৫১৬ এই নাম্বারে।

#ভালোথাকুন

তথ্যসূত্র – Weforum  

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS