ঘরের সৌন্দর্য্য বৃদ্ধিতে ঘর পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ । ঘর ছোট বা বড় যাই হোক না কেন, পরিচ্ছন্নতা অতি প্রয়োজন । ঘর পরিষ্কারের জন্য কতই না ঝক্কি ঝামেলা পোহাতে হয়! তবুও ঘর পরিষ্কার হয় না মনের মতো। জেনে নিন চকচকে ঘরের জন্য কিছু ঘরোয়া ক্লিনিং টিপস:

ঘর পরিষ্কারের জন্য Cleaning Tips

  • মাইক্রোওয়েভ পরিষ্কারের সময় ভেতরের গন্ধ দূর করতে কয়েক টুকরো লেবুর খোসা বাটিতে রেখে ৫ মিনিট মাইক্রোওয়েভ অন করে রাখুন। গন্ধ দূর হয়ে যাবে ।
  • জানালা ও গ্লাস পরিষ্কারের জন্য পানির সাথে ভিনেগার মিশিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। দাগ ও ময়লা চলে যাবে । গ্লাসও চকচক করবে ।
  • সিঙ্ক বা বেসিন পরিষ্কার করতে কুসুম গরম পানির সাথে এক চা চামচ লবন মিশিয়ে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করুন । হলদে বা তেল চিটচিটে ভাব চলে যাবে ।
  • স্টেইনলেস স্টীলের জিনিস বা  আসবাবপত্র ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করতে পারেন, এতে মরিচা পড়ার হাত থেকে মুক্তি পাবেন ।
  • সোফা ভালোভাবে পরিষ্কার করতে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। সোফার কুশন ও কভার নিয়মিত পরিষ্কার রাখুন ।
  • স্টোভ পরিষ্কার করতে স্টোভের ভেতরের প্রতিটি অংশ আলাদা করে খুলে গরম পানিতে কিছু্ক্ষন ভিজিয়ে রাখুন । এতে পরিষ্কার করতে সুবিধা হবে । এছাড়া রান্না করার পর প্রতিদিন স্টোভের চারপাশ পরিষ্কার রাখুন ।
  • ফ্লোর পরিষ্কার রাখতে মাইক্রো-ফাইবার ক্লথ ব্যবহার করুন, এতে ময়লা সহজেই উঠে আসে । এছাড়া বাজারে বিভিন্ন মাইক্রো- ফাইবার ব্রাশ পাওয়া যায়, চাইলে সেগুলোও দিয়েও ফ্লোর পরিষ্কার করতে পারেন ।
  • আয়না পরিষ্কার করতে কাগজ কুঁচকে বলের মতো বানিয়ে নিন । স্প্রেয়ার দিয়ে আয়নাতে পানি ছিটিয়ে দিন, তারপর কুঁচকানো কাগজ দিয়ে পরিষ্কার করুন । পরে আবার শুকনো কাগজ দিয়ে মুছে নিন ।
  • ডাইনিং টেবিল পরিষ্কার রাখতে টেবিলের উপর ম্যাট ব্যবহার করুন । কাঠের ডাইনিং টেবিল হলে অলিভ অয়েল ও লেবুর রস দিয়ে স্প্রে করে পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন, শক্ত দাগ দূর হয়ে যাবে ।
  • বাথরুমের বিভিন্ন ফিটিংস নিয়মিত পরিষ্কার করা না হলে শক্ত দাগ পড়ে যায় । এজন্য একটি টুথব্রাশে সামান্য বেকিং সোডা মাখিয়ে দিয়ে ভালোভাবে ঘষুন । তারপর ১৫-২০ মিনিট রেখে দিয়ে পানি দিয়ে পরিষ্কার করুন।

এছাড়াও বিভিন্ন সুপার শপ বা বাজারে ফ্লোর পরিষ্কার, ইলেক্ট্রনিকস অ্যাপ্লায়েন্স, কাঠের ফার্নিচারপরিষ্কারের জন্য বিভিন্ন ধরনের ক্লিনিং কিট বা লিক্যুইড পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন । আরো দুশ্চিন্তামুক্ত থাকতে চাইলে অর্ডার করতে পারেন Sheba.xyz থেকে ক্লিনিং সার্ভিস

Home cleaning service by Sheba.xyz

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS