আমাদের শরীরের বিভিন্ন অংশের মধ্যে দাঁত ও একটি গুরুত্বপূর্ণ অংশ । তবে দাঁত নিয়ে অনেকেই অবহেলা করে থাকেন যা থেকে দাঁতে ব্যথা, ক্ষয় হয়ে যাওয়া, মাড়ি ফুলে যাওয়াসহ বিভিন্ন জটিল রোগের সম্ভাবনা দেখা দিতে পারে ।দাঁতে ব্যথা বিভিন্ন কারনে হতে পারে । তবে দাঁতে ব্যথা হলেই চটজলদি ডাক্তারের কাছে যাওয়া বা অ্যাপয়েন্টমেন্ট নেয়া কঠিন, তাই বলে কষ্টে ভুগবেন! জেনে রাখুন দাঁতে ব্যথা হলে স্বস্তি পেতে তাৎক্ষনিক কিছু সমাধান:
দাঁতে ব্যথা দূর করতে যা করবেন
- দারচিনি দাঁতের ব্যথা উপশমে অনেক কার্যকরী । দাঁতে বেশি ব্যথা করলে মুখের ভিতর এক টুকরো দারচিনি রেখে দিন, স্বস্তি বোধ করবেন । চাইলে দারুচিনি গুঁড়াও ব্যবহার করতে পারেন ।
- দাঁতের ব্যথা দূর করতে লবঙ্গের ব্যবহার অনেক আগে থেকেই চলে আসছে । দাঁতে বেশী ব্যথা করলে ১/২ টি লবঙ্গ মুখে রেখে দিতে পারেন ।
- আ্ক্রান্ত জায়গায় ব্যবহার করতে পারেন আদার রস বা এক টুকরো আদা দিয়ে মুখের ভিতর রাখতে পারেন ।
- ব্যথা হলে হালকা কুসুম গরম পানিতে ১ টেবিল চামচ লবন দিয়ে মাউথ ওয়াশের মতো ব্যবহার করতে পারেন । এটি ঠান্ডায় গলা ব্যথা উপশমে ও সাহায্য করে ।
- আক্রান্ত স্থানে বরফের টুকরো ব্যবহার করতে পারেন । তবে সরাসরি দাঁতে না লাগিয়ে এক টুকরো কাপড়ে পেঁচিয়ে দাঁতে অথবা মাড়িতে লাগাতে পারেন ।
এছাড়া, দাঁত ভালো রাখতে প্রতিদিন সকালে ও রাতে ২ বেলা দাঁত ব্রাশ করুন । দাঁতে বেশি সমস্যা দেখা দিলে ব্যবহার করুন সেনসিটিভ টুথপেস্ট । ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার দৈনন্দিন প্রয়োজনে যে কোন সার্ভিস Sheba.xyz থেকে পেতে কল করুন ১৬৫১৬ এ।