নিজের ঘর মনের মত করে সাজাতে আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি । ফার্নিচার এখন আর শুধু ব্যবহার করার জিনিস নয়, ঘর সাজানোর ও অনুষঙ্গ।  ঘর সাজাতে ফার্নিচারের বৈচিত্র‌্যময় ও শৈল্পিক ডিজাইনের ফার্নিচারের ব্যবহার অনেক আগে থেকেই চলে আসছে । আপনার ইন্টেরিয়র ডিজাইনে ফার্নিচারকে গুরুত্ব দিন সবার আগে । ফার্নিচারে বিভিন্ন দেশী প্রতিষ্ঠানগুলো বছর জুড়ে বিভিন্ন রকম ছাড় ও অফার দিয়ে থাকে । এছাড়া বছর শুরুতে বাণিজ্য মেলায় বিভিন্ন বিদেশী ফার্নিচার প্রতিষ্ঠানগুলোও স্টল দিয়ে থাকে ।

প্রযুক্তির উদ্ভাবনের সাথে এখন ফার্নিচারেও প্রযুক্তির ব্যবহার লক্ষনীয় । বাসা বা অফিসে ফার্নিচার ব্যবহারে যাতে কম জায়গা লাগে তা মাথায় রেখে পাশ্চাত্য দেশগুলোর মতো  বিভিন্ন ডিজাইনের ও আকারের ফার্ণিচার নির্মান করছে দেশের  ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ফার্নিচার কেনার কথা ভাবছেন! দেখে নিন বাংলাদেশের সেরা ব্র্যান্ডের ফার্নিচার ব্র্যান্ডের নাম ও তথ্যসমূহ:

হাতিল ফার্নিচার:

স্পেস সেভিং এর চিন্তা মাথায় রেখে কিছু স্পেস সেভিং ফার্নিচার নিয়ে এসেছে। তাদের মধ্যে স্পেস সেভিং বেড, সোফা কাম বেড, স্পেস সেভিং ডাইনিং সেট, ওয়াল ক্যাবিনেট, চেয়ার অ্যান্ড ল্যাডার, রিডিং ইউনিট অন্যতম । ধরন ভেদে এগুলোর দাম ও ভিন্ন, তবে দাম পড়তে পারে ৮,০০০ টাকা থেকে শুরু করে ৮০,০০০ এর মধ্যে ।

নাদিয়া ফার্নিচার:

এই শীতে নাদিয়া ফার্নিচার নিয়ে এসেছে ওয়েডিং ফেস্টিভ্যাল উপলক্ষে বিভিন্ন ধরনের ছাড় । ডাইনিং রুম সেট, লিভিং রুম সেট, ডিভান সেট, বেড রুম সেট থেকে বেছে নিন আপনার পছন্দেরটি । শো-রুমে অথবা অনলাইনে ফার্নিচার অর্ডার করা যাবে, অথবা ফোন করতে পারেন ৯৮৪০৫৪৮ এই নম্বরে ।

পার্টেক্স ফার্নিচার:

 সুলভ ও সাশ্রয়ী মুল্যে ফার্নিচারের জন্য পার্টেক্স ফার্নিচার অন্যতম।  এছাড়া, পার্টেক্স ফার্নিচার দিচ্ছে নবান্ন উপলক্ষে নভেম্বর মাস জুড়ে ছাড় দিচ্ছে। ঢাকাতে তাদের ৪ টি শাখা রয়েছে। যোগাযোগের ঠিকানা: ২২২, বীর উত্তম মীর শওকত রোড, তেজগাঁও (গুলশাল লিঙ্ক রোড), ঢাকা ।

অটবি ফার্নিচার:

শুধুমাত্র বাসা বা অফিসই নয়, হাসপাতালে ব্যবহারের জন্য ও এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরী করে আসছে । এখানে পাবেন বিভিন্ন ধরনের হসপিটাল বেড, ইমার্জেন্সী কার্ট, হুইল চেয়ার, ক্যাবিনেট, কাপবোর্ড, ট্রলি, আইসোলেশন স্ক্রীন, কিক বাকেট, ওভার বেড টেবিল ইত্যাদি । আরো জানতে ভিজিট করুন: http://otobi.com

আখতার ফার্নিচার:  

ফার্নিচারের পাশাপাশি বাড়তি আরাম যোগ করতে আখতার ফার্নিচারে পাবেন বিভিন্ন ধরনের ম্যাট্রেস, পিলো ও কমফোর্টার । এছাড়াও রয়েছে রকিং চেয়ার, বিভিন্ন ধরনের শেলফ ও শো-পিস রাখার জন্য বিভিন্ন সাইড টেবিল। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.akhtarfurnishers.com অথবা চলে যান তাদের শো-রুমে ।

ব্রাদার্স ফার্নিচার:

অফিসে ব্যবহারের জন্য কনফারেন্স টেবিল, স্যুইভেল চেয়াল, ড্রয়ার ইউনিট, ভিজিটর সোফাসহ আকর্ষনীয় ডিজাইনের ফার্নিচারের জন্য ব্রাদার্স ফার্নিচারের প্রোডাক্টগুলোে একবার দেখে নিন । বছরজুড়ে তাদের ফার্নিচারে বিভিন্ন ধরনের অফার ও মুল্যছাড় থেকে সুবিধামতো বাজেট অনুযায়ী কিনে নিন আপনার প্রয়োজনীয় ফার্নিচারটি

নাভানা ফার্নিচার:

 নাভানা ফার্নিচারের শো-রুম থেকেও দেখে নিতে পারেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের ফার্নিচার। সাধারনত, ল্যামিনেটেড বোর্ড, মেটাল শীট ও কাঠ ব্যবহার করা হয় তাদের ফার্নিচার গুলোতে । আরো বিস্তারিত জানতে তাদের অনলাইন ওয়েবপেজ ভিজিট করুন: http://www.navanafurniture.com

ঘরকে সুন্দর আর আকর্ষনীয় করে তুলতে ফার্নিচারেও বৈচিত্র‌্য আনা প্রয়োজন । আপনার  ফার্নিচারে কোনো ত্রুটি, রং বা বার্নিশের প্রয়োজনে  Sheba.xyz আছে আপনার পাশেই । আপনার ফার্নিচারের যেকোন প্রয়োজন জানান আমাদের, আর থাকুন নিশ্চিন্তে ।

Sheba.xyz app Appliance Repair service

1 Comment

  • Mehedi Minhaj
    Posted October 30, 2023 4:39 pm 0Likes

    Good

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS