ছোট্ট শিশুর যত্নে

শুষ্ক আবহাওয়া শিশুর  ত্বকের জন্য ও ক্ষতিকর! একটু অযত্ন হলেই শিশুর নানা ধরনের রোগ দেখা দিতে পারে। তাই এই মৌসুমে শিশুর ত্বকে চাই বিশেষ যত্ন । বিশেষ করে মায়েদের এই নিয়ে যেন চিন্তার শেষ নেই। জেনে নিন আপনার শিশুর ত্বকের যত্নে কিছু প্রয়োজনীয় পরামর্শ।

  • শিশুকে সারা বছরই উষ্ণ গরম পানিতে গোসল করান । ঠান্ডা-সর্দি এড়াতে গোসলের পর শুকনো তোয়ালে দিয়ে ভালো করে শিশুর শরীর মুছে দিন ।
  • শীতে শিশুর শরীর ভালো মানের ময়েশ্চারাইজার বা বডি লোশন দিয়ে মাসাজ করুন নিয়মিত । অলিভ অয়েল বা ভিটামিন ই সমৃদ্ধ অয়েল ব্যবহার করুন ।
  • বাইরে বের করার সময় শিশুকে অবশ্যই সোয়েটার পড়িয়ে বের করবেন। বেশি ঠান্ডা বাতাস থাকলে কান টুপি পড়িয়ে দিন ।
  • সকালের রোদে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে । আর শীতের সকালে রোড মিষ্টি থাকে, তাই শিশুর গায়ে রোদ লাগতে দিন।
  • ঘরে ঠান্ডা বেশি হলে বাচ্চাকে নরম কাপড়ের জুতো পরিয়ে দিন, পায়ে ঠান্ডা লাগবে না । রাতের বেলা মোজা পরিয়ে ও রাখতে পারেন।
  • বেশি ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেলে শিশুর নাকে নাসাল ড্রপ ব্যবহার করতে পারেন । এতে শিশু আরামে ঘুমাতে পারবে ।

সুস্থ আর হাসিখুশি থাকুক আপনার শিশু সারাদিন! এই শীতে যত্নে থাকুক আপনার পরিবারের সবাই! এছাড়া, যে কোন প্রয়োজনে ‍Sheba.xyz আছে সব সময় আপনার পাশেই। ভালো থাকুন, সেবায় থাকুন!

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS