ব্রণ থেকে মুক্তি পেতে!

ব্রণ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন! বিশেষ করে ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুনীদের এই সমস্যা বেশি দেখা যায় । ব্রণ, অ্যাকনে বা পিম্পল যা ই হোক না কেন, এটি মুখের সৌন্দর্য্য ম্লান করে দেয় ।

ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে ত্বক সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। জেনে নিন ব্রণ থেকে চটজলদি মুক্তির কিছু ঘরোয়া উপায়:

  • কাঁচা হলুদ ও চন্দনের গুঁড়ো ব্রণের জন্য খুবই উপকারী । এগুলো একসাথে মিশিয়ে পেস্ট করে ত্বকে লাগান । শুধু ব্রণের দাগই দূর হবে না ত্বক ও উজ্জ্বল হবে ।
  • পাকা টমেটো কেটে টুকরো করে যেখানে ব্রণ বা পিম্পলস আছে সেখানে কয়েক মিনিট মাসাজ করুন । ব্রণের ব্যথা থাকলে কমে যাবে ।
  • ডিমের সাদা অংশ ব্রণের জায়গায় লাগিয়ে রাখুন ২০ মিনিট, উপকার পাবেন । বেশী করে রসযুক্ত ফল ও  দিনে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।
  • ব্রণের কালো দাগ দূর করতে ২ চা চামচ চীনাবাদাম বাটা ও দুধের সরের সাথে মিশিয়ে ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন ।
  • ব্রণ থেকে মুক্তি পেতে বাইরে থেকে এসে মুখ ভালোভাবে পরিষ্কার করুন । বরফ দিয়ে প্রতিদিন ২ থেকে ৩ মিনিট মুখে মাসাজ করুন ।
  • তুলসী পাতা ব্রণের জন্য খুব কার্যকরী । তুলসি পাতার রস ব্রণের জায়গায় লাগিয়ে রাখুন, ব্রণের দাগ চলে যাবে ।
  • রাতে ঘুমানোর আগে ভালো মানের নাইট ক্রীম  মুখে লাগিয়ে ঘুমান, মুখে ব্রণ বা পিম্পলস কিছুটা হলেও কমবে ।

এখন পার্লারে যেয়ে সময় নষ্ট না করে ঘরে বসেই নিন আপনার ত্বকের যে কোন সমস্যার সমাধান। ব্রনের সমস্যা থেকে মুক্তি পেতে করতে পারেন আপনার ত্বকের উপোযোগী বিভিন্ন ধরনের ফেসিয়াল । ডাউনলোড করে নিন ‍Sheba.xyz এর অ্যাপ আর অর্ডার করুন আপনার খুশিমতো ।

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS