ঈদ, পূজা, বিয়ে – শাদীসহ  যে কোন উৎসব-অনুষ্ঠানে তরুণ তরুণীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করতে হাতে মেহেদী পড়ার চল সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে । বাজারে টিউব মেহেদীর ব্যবহারই এখন বেশি দেখা যায় ।

অনেকে মেহেদী পড়লে শুকানোর পর পান না কাঙ্খিত গাঢ় রং, মনটাই যেন খারাপ হয়ে যায়। জেনে নিন মেহেদীর রং গাঢ় ও দীর্ঘস্থায়ী করার কিছু টিপস:

  • মেহেদীর রং গাঢ় করতে ১টি পাত্রে সামান্য লেবুর রস আর চিনি মিশিয়ে তুলার বলে মেহেদীর উপর আলতো করে লাগান, রং ফুটে উঠবে ।
  • দীর্ঘসময় ধরে হাতে মেহেদী রাখলে রং দীর্ঘস্থায়ী ও গাঢ় হয় । এজন্য রাতে মেহেদী দিয়ে সারারাত রেখে সকালে উঠিয়ে নিন । কাঙ্খিত রং পাবেন ।
  • শুকনো মেহেদী উঠানোর পর সাথে সাথেই হাতে পানি লাগাবেন না । কয়েক ঘন্টা পর পানি ব্যবহার করুন ।
  • মেহেদী লাগানোর আগে হাত ভালো করে সাবান পানিতে ধুয়ে নিন ।
  • শুকনো মেহেদী ঝরিয়ে ফেলে হাতে সরিষার তেল লাগিয়ে রাখুন, গাঢ় রং পাবেন ।
  • মেহেদী লাগানোর আগে হাতে ক্রীম বা লোশন লাগানো থেকে বিরত থাকুন ।

Mehendi design for wedding

মনের মতো মেহেদী পড়তে কেউ বন্ধু-বান্ধবীদের কাছে আবার কেউবা পার্লারে ছোটাছুটি করে থাকেন । ‍Sheba.xyz আপনাকে দিচ্ছে ঘরে বসেই এক্সপার্ট বিউটিশিয়ানদের দ্বারা হাতে মেহেদী পড়ার সুযোগ ।

Home salon service from Sheba.xyz

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS