চোখের নিচে কালো দাগ দূর করুন প্রাকৃতিক উপায়ে

বয়স ত্রিশের কাছাকাছি পৌছালে স্বাভাবিকভাবেই চোখের নিচে কালো দাগ পড়তে শুরু করে! এ জন্য চাই একটু বাড়তি যত্ন আর সাবধানতা । জেনে রাখুন চোখের নিচে কালো দাগ দূর করার কিছু প্রাকৃতিক নিয়ম:

  • টমেটোর রস যে কোন দাগ দূর করতে অনেক উপকারী । চোখের নিচে ও তার আশেপাশের এলাকায় টমেটোর রস লাগিয়ে ভালো করে মাসাজ করুন, তারপর ১০ মিনিটের জন্য রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন ।
  • আলু কুচি করে চোখের পাতায় লাগিয়ে রাখুন । এভাবে ১০/১৫ মিনিট রেখে দিয়ে চোখ বন্ধ করে রাখুন । এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে চোখ ধুয়ে নিন ।
  • শশার পেস্টও কালো দাগ দূর করতে ও ত্বক সজীব রাখতে বিশেষ উপকারী । শশা কুচি করে চোখের উপর লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট, এরপর চোখ ধুয়ে ফেলুন ।
  • ১ টেবিল চামচ মধু নিয়ে দুই আঙ্গুলে লাগিয়ে চোখ ও তার আশেপাশের জায়গায় ভালো করে মাসাজ করুন । নিয়মিত মাসাজ করলে চোখের নিচে রোদে পোড়া কালোভাব দূর হয়ে যাবে ।
  • গোলাপ ফুলের কয়েকটি পাঁপড়ি নিয়ে কাঁচা দুধে ভিজিয়ে রাখুন, এরপর পেস্ট করে নিন । এই পেস্ট চোখের উপর লাগান নিয়মিত, ভালো ফল পাবেন ।

নারীর সৌন্দর্য্যের একটি বড় অংশ তার চোখ, আপনার চোখকে সাজিয়ে তুলুন মনের মতো করে। এছাড়া, সৌন্দর্য্যবিষয়ক যে কোন সেবা বা পরমর্শের জন্য Sheba.xyz নিয়ে এলো অনলাইনের মাধ্যমে বিউটি সার্ভিস বুক করার সুযোগ ।

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS