ত্বক পরিষ্কারে ও উজ্জ্বলতা বৃদ্ধিতে স্ক্রাবিং অত্যন্ত গুরুত্বপূর্ণ । বাজারে স্ক্রাবিং এর জন্য বিভিন্ন প্যাক পাওয়া গেলেও, ঘরে তৈরি প্যাক সবচেয়ে উপকারী । জেনে নিন ত্বকের যত্নে কার্যকরী ৫ টি ঘরোয়া স্ক্রাব তৈরীর পদ্ধতি সম্পর্কে:

  • ২ টেবিল চামচ বেকিং সোডার সাথে প্রয়োজনীয় পরিমান পানি মিশিয়ে ভালো করে পেস্ট তৈরী করে নিন । এবার এই প্যাক মুখে দিয়ে ভালোভাবে মাসাজ করুন ২ থেকে ৩ মিনিট ।

  • ১ টেবিল চামচ চন্দনের গুড়ার সাথে তরল দুধ মিশিয়ে প্যাক তৈরী করে মুখে লাগান । এভাবে সপ্তাহে ২ বার ব্যবহার করলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে ।

 

  • ১ টেবিল চামচ ওটমিল, ১ চা চামচ মধু ও ১ চা চামচ বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে মাসাজ করে ত্বকে লাগান । কিছুক্ষন পর পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

 

  • কমলালেবুর খোসা ভালোভাবে শুকিয়ে মেশিনে গুঁড়া করে নিন । এবার ১ টেবিল চামচ এই গুঁড়ার সাথে ১ চা চামচ মধু মিশিয়ে ত্বকে মাসাজ করে নিন ।

 

  • ২ টেবিল চামচ চিনি, ১ চা চামচ লেবুর রস ও কয়েক ফোঁটা অলিভ অয়েল একসাথে মিশিয়ে  মুখে ভালো করে মাসাজ করুন । এতে রোদে পোড়া ভাব দূর হবে ।

 

এই শীতে আপনার ত্বক থাকুক উজ্জ্বল ও সুন্দর । স্কিন ব্রাইটেনিং করতে পারেন এখন ঘরে বসেই, কারন ‍Sheba.xyz আপনাকে দিচ্ছে ঘরে বসে বিউটি সার্ভিস উপভোগ করার দারুন সুযোগ।

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS