তরুণীদের মাঝে এখন নখ সাজানোর ফ্যাশন চলছে! তবে নখ সাজানোর জন্য চাই সুন্দর ও ঝকঝকে নখ, এজন্য দরকার নখের নিয়মিত পরিচর্যার । তাহলে, জেনে নিন সুন্দর নখের যত্নে কিছু ঘরোয়া টিপস:
- নখের হলদে ভাব দূর করতে রাতে ঘুমানোর আগে নখে ভ্যাসলিন লাগিয়ে রাখুন । সকালে হালকা কুসুম গরম পানিতে নখ পরিষ্কার করে নিন ।
- নখ বারবার ভেঙ্গে গেলে হারবাল অয়েল দিয়ে সকালে ও রাতে দুইবার মাসাজ করুন । ভালো ফল পাবেন ।
- বাইরে থেকে এসে এক টুকরো লেবু নিয়ে নখের উপর মাসাজ করুন নিয়মিত । এতে নখ পরিষ্কার থাকবে ।
- নখের ও ময়েশ্চারাইজিং এর প্রয়োজন হয় । নিয়মিত ময়েশ্চারাইজিং এর জন্য নখে অলিভ অয়েল লাগাতে পারেন ।
- কিউটিকল ড্যামেজ দূর করতে অলিভ অয়েলের সাথে আমন্ড অয়েলের সাথে ভ্যাসলিন মিশিয়ে নিয়মিত নখে মাসাজ করুন ।
শরীরের অন্যান্য অংশের মতো নখও সৌন্দর্যের একটি অংশ । ঘরে বসেই নখের যত্ন নিতে চাইলে Sheba.xyz থেকে নিয়ে নিন অনলাইন বিউটি সার্ভিস অথবা সৌন্দর্যচর্চা বিষয়ক যে কোন সেবার জন্য কল করুন ১৬৫১৬ নম্বরে ।