মেক আপের প্রথম ও প্রধান ধাপ হলো ফাউন্ডেশনের ব্যবহার । ত্বকের ধরন বুঝে ভালো মানের ফাউন্ডেশনের ব্যবহারই আপনাকে দিতে পারে কাঙ্খিত লুক । তবে ফাউন্ডেশনের সঠিক ব্যবহার নিয়ে অনেকেরই বিভ্রান্তি রয়েছে । জেনে নিন ফাউন্ডেশন ব্যবহারের কিছু টিপস সম্পর্কে:
- তৈলাক্ত ত্বকের জন্য পাউডার ফাউন্ডেশন উপোযোগী । তবে মিশ্র বা স্বাভাবিক ত্বকের জন্য কাঙ্খিত স্কিন টোন পেতে ক্রিম বা লিক্যুইড ফাউন্ডেশন ব্যবহার করুন ।
- ফাউন্ডেশন যেন ত্বকে ভালোভাবে বসে সেজন্য ফাউন্ডেশন লাগানোর আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে ভালো মানের ময়েশ্চারাইজার দিয়ে কিছুক্ষন লাগিয়ে রাখুন ।
- ত্বকের রঙের সাথে মিল রেখে ফাউন্ডেশন নির্বাচন করা গুরুত্বপূর্ণ, স্কিনের কালার থেকে ১ শেপ বেশি কালার নির্বাচন করুন, এতে ফেইস ব্রাইট দেখাবে ।
- চোখের নিচে রিঙ্কলস কাভার করতে পুরো মুখে ফাউন্ডেশন ব্যবহারের পর ফাউন্ডেশনের সাথে ইয়েলো বা অরেঞ্জ শেডের কন্সিলার দাগের উপর অ্যাপ্লাই করুন ।
- প্রতিদিনের হালকা সাজের ক্ষেত্রে ফাউন্ডেশন না ব্যবহার করলেও চলে । এর বদলে বিবি ক্রিম বা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন ।
- বাইরে থেকে এসে মুখে হালকা লোশন বা ময়েশ্চারাইজার দিয়ে আলতো করে মাসাজ করে মেক-আপ বা ফাউন্ডেশন তুলুন । মুখ পরিষ্কারের পর ২/৩ টি বরফ দিয়ে স্কিন টোনিং করে নিন ।
এছাড়া, সঠিক ফাউন্ডেশন কেনাটাও একটি বড় বিষয় । নিজে মেকআপ করতে না পারলে নিয়ে নিন এক্সপার্ট বিউটিশিয়ানদের সাহায্য । ঘরে বসেই বিউটি সেবা দিতে Sheba.xyz আপনাকে দিচ্ছে অনলাইনে বিউটি সার্ভিস বুক করার সুযোগ ।