শীতকালে প্রকৃতির সাথে সাথে ত্বক ও হয়ে পড়ে শুষ্ক ও রুক্ষ, তাই এই সময় ত্বকের যত্নে প্রয়োজন ময়েশ্চারাইজিং । শীতে চুলের পাশাপাশি ত্বকের যত্নে ও ব্যবহার করুন বিভিন্ন ধরনের অয়েল । জেনে নিন ত্বকের যত্নে বিভিন্ন ধরনের অয়েল ব্যবহারের উপকারিতা সম্পর্কে :

  • আমন্ড অয়েল বা কাঠবাদাম তেল ভিটামিন  ও মিনারেলস এর ভালো উৎস, তাই এটি ত্বকের ময়েশ্চারাইজিং এ অত্যন্ত গুরুত্বপূর্ণ । এটি ত্বকের উজ্জ্বলতা ও বৃদ্ধি করে ।

almond oil

  • অলিভ অয়েল হাত ও পায়ের সুরক্ষায় অনেক কার্যকরী । প্রতিদিন রাতে অলিভ অয়েলের ব্যবহার ময়েশ্চারাইজারের মতো কাজ করবে ।

olive oil

 

  • ঠোঁটের ত্বককে নরম রাখতে চাইলে ব্যবহার করুন কোকোনাট অয়েল বা নারিকেল তেল । শীতকালে এটি লিপগ্লসের মতো কাজ করবে ।

  • অতিরিক্ত শীতে গোসলের আগে অয়েল মাসাজ করতে চাইলে বেছে নিতে পারেন তিলের তেল । এটি ও ত্বকের সুরক্ষায় কার্যকরী ।

 

  • ত্বকের সুরক্ষায় নিম তেল অনেক উপকারী, কারন এতে রয়েছে অনেক প্রাকৃতিক উপাদান। এটি সব ঋতুতেই ও সব ধরনের ত্বকের সাথে সহনশীল ।

শীতের শুষ্কতা ত্বকের সোন্দর্য যেন ম্লান করে দেয়, তাই নিয়মিত ত্বকের যত্ন নিন । এছাড়া ঘরে বসেএক্সপার্ট বিউটিশিয়ানদের দিয়ে পার্লারের মতো সেবা পেতে চাইলে Sheba.xyz থেকে বুক করুন বিউটি সার্ভিস

Sheba.xyz app Appliance Repair service

2 Comments

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS