রান্নাঘর বাথরুমের পাইপ জমাট বেঁধে  প্রায়ই একটা বড়সড় বিপদে পড়ি আমরা। হুটহাট পাইপ জ্যাম হয়ে

রান্নাঘর ভেসে যায়, বা বাথরুমের ময়লা আটকে যায়। ব্যপারটা যতটা না কুৎসিত, এর চেয়ে বেশী

ঝামেলাপূর্ণ। বাসার আসল ২টা জায়গা – রান্নাঘর আর বাথরুম – নিয়ে  বিপদে পরলে বিঘ্ন ঘটে

আমাদের দৈনন্দিন জীবনের। কিছু সহজ কৌশল মেনে সহজেই এই বিপদ্গুলো এড়াতে পড়তে থাকুন-

 

রান্নাঘরের পাইপ :

#রান্নাঘরের বেসিনের সিঙ্কে অবশ্যই ড্রেইন স্টেইনার ব্যবহার করবেন। নাহ্লে খাবার বা শাকসব্জির ছোট

টুকরা পড়ে জমাট বেঁধে যেতে পারে।

#কোন প্রকার তেল ভুলেও সিঙ্কে বা বেসিনে ফেলবেন না। বরং তেল ফেলতে হলে একটা খালি নষ্ট

কৌটায় ভরে ডাস্টবিনে ফেলুন ।

#সপ্তাহে অন্তত একবার এক মগ গরম পানি সিঙ্কে ফেলুন যাতে সিঙ্কের পাইপে জমে যাওয়া তেল

পরিষ্কার হয়ে যায়।

#কফি, বাদামের খোসা, ডিমের খোসা, আলুর খোসা ইত্যাদি কখনোই বেসিনে, সিঙ্কে বা ড্রেইনে

ফেলবেন না।

বাথরুমের পাইপ :

         #বাথরুমের বেসিনে এবং  ফ্লোরের সিঙ্কে ড্রেইন স্টপার ব্যবহার করতে পারেন। তাহলে সহজেই চুল, সাবান ইত্যাদি তাতে

আটকে যাবে এবং ড্রেইনের ভেতরে পৌঁছাবেনা।

#কখনই টিস্যু কিংবা কোন প্রকার কাগজ বা টিস্যু জাতীয় জিনিস ফ্লাশ করবেন না।

#কোন প্রকার রঙ , কেরোসিন ড্রেইনে ঢালবেন না। এতে করে পাইপ লিক হতে পারে।

#আপনার বাথরুমের সেপটিক ট্যাংক ২/৩ বছরে একবার স্যনিটারি মিস্ত্রী দিয়ে পরীক্ষা করান।

 

আর যদি ইতিমধ্যেই আপনি বিপদে পড়ে থাকেন, তবে এখনি সেবা অ্যাপে বাসায় বসেই ডাকুন স্যানিটারি মিস্ত্রী

সেবাতে আছে ২০০০ এরও বেশী সার্ভিস প্রভাইডার যাদের মধ্য থেকে আপনি বেছে নিতে পারবেন আপনার প্রয়োজনমত

এবং পছন্দমতন সার্ভিস।

সেবা অ্যাপ ডাউনলোড লিংক : bit.ly/ShebaApp

আরও জানতে কল করুন   ১৬৫১৬

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS