| মে দিবসে
শুধু সেবাদানকারী নয়, সেবাদানকারীদের আশেপাশের মানুষদের নিয়ে ছিল সেবার আয়োজন।সোশ্যাল মিডিয়াতে সাড়া জাগানো হ্যাশট্যাগ #IValueU দিয়ে সেবা পৌঁছে দেয় একটি বার্তা এবং তা হচ্ছে – আসুন আমরা আমাদের আশেপাশের কর্মজীবী মানুষদের একটা সুন্দর দিন উপহার দেই। এই কর্মজীবী মানুষেরা হতে পারে আমাদের আপন কেউ, হতে পারে আমাদের প্রিয়জন, অথবা আমাদের প্রতিদিনের গল্পে মিশে আছে যারা, আমাদের গৃহকর্মী, রিকশাওয়ালা থেকে শুরু করে যে কোন কেউ। কর্মজীবী মানুষদের মূল্যায়ন করতেই সেবা এই মে দিবসে আয়োজন করে তাদের #IValueU ক্যাম্পেইন।
সেবাদানকারীদের জীবনে সুন্দর একটি দিন এনে দিতে সেবার এই ক্যাম্পেইন যার মাধ্যমে সকলেই সেবাদানকারীদের কাছে উপহার পৌঁছে দিতে পারবে। গ্রাহকদের হয়ে এই উপহার পৌঁছে দেয় সেবা। মে দিবস উপলক্ষ্যে অ্যাপে একটি বিশেষ প্রমোকোড ছাড়ে সেবা – #IValueU নামে। যারাই এই প্রমোকোড ব্যবহার করে যে কোন অর্ডার প্লেস করেছেন, তাদেরকে সার্ভিস দেয়া সেই সেবাদানকারীরা পেয়েছেন সিনেমা হলের একটি টিকেট।
এই উপলক্ষ্যে সোশ্যাল সাইটগুলোতে একটি ভিডিউ সম্প্রচার করে সেবা যেখানে এমনই ৪টি গল্পে #IValueU ক্যাম্পেইনের মূল ভাব তুলে ধরা হয়। গল্পে দেখা যায় একজন চা দোকানদারের জন্য, একজন তার ঘরের গৃহকর্মীর জন্য, একজন মেয়ে তার বাবার জন্য এবং একজন স্ত্রী তার স্বামীর জন্য ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে তাদের দিনগুলো সুন্দর করছেন। যেমন, মেয়েটি কাজ শেষে ঘরে ফিরে তার বাবাকে একটু সময় দিচ্ছেন, তাকে ফেসবুক চালানো শিখাচ্ছেন, একজন স্ত্রী তার স্বামীর অফিস থেকে দেরী করে ঘরে ফিরাতে রাগ না করে উল্টো তাকে তার প্রিয় রান্না দিয়ে সারপ্রাইজ দিচ্ছেন ইত্যাদি। এই গল্পগুলো সেবা আরও পোস্ট করেছে তাদের ফেসবুক পোস্টে এবং সবাইকে আহ্বান জানায় যাতে তারাও যেন এমিন সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে ফেসবুকে তাদের গল্প #IvalueU হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে। গ্রাহক এবং দর্শকদের কাছে অল্প সময়ে বেশ সাড়া পায় #IValueU ক্যাম্পেইনটি। অনেকেই তাদের নিজেদের চমৎকার কিছু গল্প শেয়ার করে । এর মাঝে ছিলেন সম্প্রতি মিস ট্র্যাভেল বাংলদেশ, প্রিয়তা যিনি প্রমোকোড দিয়ে সেবাদানকারীদের কাছে সিনেমা টিকেট উপহার পাঠান এবং ক্যাম্পেইনটির ব্যপারে শেয়ার করে ফেসবুকে সবাইকে অংশগ্রহণ করতে উৎসাহী করেন। যারা গল্প শেয়ার করেছেন সেখান থেকে সেরা গল্পকারকে নির্বাচিত করে সেবা পৌঁছে দেয় বিশেষ পুরস্কার।
সকল বয়সের সকল স্তরের কর্মজীবী মানুষদের জন্য বিশেষ কিছু করা ছিল সেবার উদ্দেশ্য । ১ই মে পর্যন্ত #IvalueU প্রমকোড দিয়ে দেয়া যত অর্ডার দেয়া হয়, সেখানে প্রত্যেক সার্ভিস প্রভাইডাররা পেয়েছেন সিনেমা হলের টিকেট। প্রমোকোড ছাড়াও আগ্রহী সেবাদানকারীদেরকে সিনেমা দেখাতে পিছুপা হয়নি সেবা। যাদের ভাগ্যে প্রমোকোড ছাড়াই অর্ডার পড়েছে , তারাও সিনেমা হলে সিনেমা দেখার সুযোগ পেয়েছেন। ইতিমধ্যেই গত ৫ই মে সেই সার্ভিস প্রভাইডাররা মধুমিতা সিনেমা হলে দেখে এসেছেন নতুন মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র।
ব্যস্ততার ফাঁকে সেবার তরফ থেকে একটি সুন্দর দিন পেয়ে বেশ আনন্দপূর্ণ একটি দিন কাটান সেবাদানকারীরা। গ্রাহকদের কাছ থেকে প্রচুর সাড়া পেয়ে সেবা আশা করছে এমন আরও কিছু ক্যাম্পেইন শুরু করার যার মাধ্যমে আমাদের প্রতিদিনের গল্পের সেবাদানকারি এবং গ্রাহকদের মাঝে একটি সুন্দর সম্পর্ক তৈরি হবে, এবং এ থেকে সেবাদানকারিরা সবচেয়ে বেশী উপকৃত হবে।