দেখতে দেখতে চলে এলো ঈদের সময়। রমজানের আরও কিছুদিন বাকি, তাই ঈদের প্রস্তুতি শুরু করার এখনি সময়। আর এবারও ঈদ গরমকালেই পড়বে। তাই আপনার ঘরের এসিটা আগেভাগে চেক করিয়ে ফেলুন, অথবা সাড়িয়ে নিন। ঈদের দিন আপনার বাসায় মেহমানরা গরমে ঘেমে একাকার – এমন হলে তো ঈদের আনন্দই বাতিল। এমন হবার আগেই একবার হলেও নিজেই চেক করে নিন এসি। এজন্য এসির জটিল যন্ত্রপাতির খুঁটিনাটি জানতে হবে না। কিছু সহজ ধাপ অনুসরণ করে আপনি নিজেই এসি চেক করতে পারবেন –

 

এসির ফিল্টার পরিষ্কার

এসির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্টস হচ্ছে এয়ার ফিল্টার। নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার করুন, অথবা যদি ফিল্টার খুব বেশী নোংরা হয়ে থাকে এবং পরিষ্কার করা না যায়, এ ক্ষেত্রে পরিবর্তন করে নিন। প্রতি মাসে অন্তত একবার হলেও এসি ফিল্টার পরিষ্কার করা উচিৎ।

 

থার্মোস্ট্যাট পর্যবেক্ষণ

থার্মোস্ট্যাট ঠিকভাবে কাজ করছে কিনা দেখে নিন। যদি আপনার এনালগ সিস্টেম থার্মোস্ট্যাট থেকে থাকে তাহলে তা ডিজিটাল মডেলে আপগ্রেড করে নিন।

 

কনডেনসার ইউনিট ফ্যান

কনডেনসার ফ্যান বাহিরের এসি ইউনিট থেকে খুলে চেক করে নিন। যদি ফ্যানের পাখায় কোন ভাঙা অংশ পান তবে তখনই তা পরিবর্তনের ব্যবস্থা নিন।

 

এসির বাহ্যিক ইউনিট পরিষ্কার

প্রায়ই দেখা যায় এসির বাহিরের ইউনিটে ময়লা, পাতা, ঘাস, ধুলোবালি ইত্যাদি জমে নোংরা হয়ে যায় এবং তাতে এসির কার্যকারিতা কমে যায় অনেকটা। যদি এসির বাহ্যিক ইউনিট বিপদজনক স্থানে হয় , তাহলে ঝুঁকি না নিয়ে প্রফেশনাল মেকানিক ডাকুন।

ঈদের জন্য একটু বেশী আয়োজন করাই যায় । বাড়তি ঝামেলা নিয়ে বাড়তি প্রস্তুতি ঈদে নেয়া কোন ব্যপারই না। তাই এই ঈদেই ব্যস্ততার এক ফাঁকে ঠিক করিয়ে নিন আপনার বাসার এসি। যদি খুব বেশী ব্যস্ততা থাকে তবে সেবা অ্যাপেই ডাকতে পারেন প্রফেশনাল এসি মেকানিক। আপনার পছন্দের সময়মতো এসি মেকানিক চলে আসবে আপনার বাসায়। এ ছাড়া এসির মেরামতের জন্যও সেবা অ্যাপে যে কোন সময় ডাকতে পারেন মেকানিক। শুধু এসিই নয়, ঘরের যে কোন সমস্যা – ফ্রিজ এসি টিভি ইত্যাদি সমাধানে সেবা অ্যাপে বেছে নিতে পারবেন ৮০ রকমেরও বেশী সার্ভিস। তাহলে আজই সেবা অ্যাপ ডাউনলোড করে শুরু করে দিন ঈদ প্রস্তুতি।

ঈদের খুশিতে ঝলমল থাকুক আপনার ঘরবাড়ি !

 

সেবা অ্যাপে ডাউনলোড লিঙ্ক : http://bit.ly/ShebaApp

আরও জানতে কল করুন : ১৬৫১৬

ভিজিট করুন সেবার ওয়েবসাইট : https://www.sheba.xyz/

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS