ঈদের লন্ড্রি মানেই আলাদা হিসেব। ঘরদোরের যত ভারী কাপড় – পর্দা, বিছানার চাদর ইত্যাদি ঈদের আগে তো অবশ্যই ধোয়া চাই । এ ছাড়াও ঈদের আগে বাসার যত কাপড়চোপড় তা সব ধুতে ব্যস্ত হয়ে পড়ি আমরা। রোজা রেখে এত ধোয়ার বোঝা কাঁধে নেয়া সহজ ব্যপার না। তবু ঈদের উৎসব মাথায় রেখে এই কষ্টসাধ্য কাজগুলো পরিবারের জন্য আমরা প্রতিবারই করি। তাই যদি কিছু টিপস মাথায় রাখে আমরা প্রস্তুতি নেই তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে আসে। তাই চলুন আজ দেখে নেই আসন্ন ঈদের জন্য, বিশেষ করে ভারী কাপড়ের জন্য লন্ড্রির সেরা কিছু টিপস –
কার্পেট
শুরু করি সবচেয়ে কঠিনটা দিয়ে – কার্পেট! কার্পেট পরিষ্কার করা অসম্ভব মনে হলেও ট্রিক জানা থাকলে কিন্তু কাজটা খুব সহজ। সামান্য বাই-কার্বোনেট সোডা ছিটিয়ে কার্পেটের উপর ঘষে নিন ১৫/২০ মিনিট। এরপর ঝাড়ু দিন অথবা ভ্যাক্যুম ক্লিনার দিয়ে ক্লিন করে নিন। সোডা না থাকলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
পর্দা
পর্দা সাধারণত ড্রাই ক্লিনিং করাই সবচেয়ে নিরাপদ। অনেক পর্দার ফ্যাব্রিকে লেখাই থাকে যে ড্রাই ক্লিনিং করিয়ে নিন। এ ছাড়াও ভেলভেট, মেটালিক কটন, সিল্ক, অরগ্যান্ডি, লেস ও উলেন পর্দাও ড্রাই ক্লিনিং করানো উচিত। এ ক্ষেত্রে সেবা থেকেই আপনি আপনার ঘরে ড্রাই ক্লিনিং সার্ভিস অর্ডার করতে পারেন। প্রফেশনাল লন্ড্রি সার্ভিস চলে আসবে আপনার বাসায় এবং লন্ড্রি শেষে বাসাতেই পৌঁছে দিবে। আর খেয়াল রাখবেন যে পর্দার যে দিকটা রোদের দিকে থাকে সেদিকে লাইনিং দিয়ে নিলে পর্দার রং কম ক্ষতিগ্রস্ত হয় । যদি বৃষ্টির ছাঁটে বা অন্য কোন কারণে পর্দায় দাগ লেগে যায় তবে সে অংশটুকু সাবান দিয়ে ধোয়ার আগে ভিনেগার মেশানো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, এতে পানির দাগ চলে যাবে।
বিছানার চাদর
বিছানার চাদর প্রতি সপ্তাহেই একবার অন্তত ধোয়া উচিৎ। আর ঈদ বা বিশেষ দিনগুলোর জন্য কেনা দামি চাদরগুলো ড্রাই ক্লিনিং এ দেয়াই ভালো। সাধারণ চাদর ধোয়ার ক্ষেত্রে গরম পানিতে সাবান মিশিয়ে এরপর ধুবেন। খেয়াল রাখবেন যেন ধোয়ার পর ভালভাবে শুকিয়ে নেয়া হয় চাদর, ছাদে কড়া রোদে শুকাতে দিলে সবচেয়ে ভাল হয়। পরনের জামাকাপড়ের সঙ্গে কখনোই বিছানার চাদর ধোবেন না, এতে রঙ লেগে যেতে পারে, আর বিছানার চাদরে একটু রঙই পুরো চাদরকে নষ্ট করার জন্য যথেষ্ট। চাদর যদি সাদা হয়ে থাকে তবে সাবান পানিতে হাফ কাপ লেবুর রস মিশিয়ে নিবেন। এতে সাদা রঙ আরও উজ্জ্বল হয়ে উঠবে।
অন্যান্য
এ ছাড়া অন্যান্য কাপড়ের বেলায় এই টিপসগুলো অনুসরণ করতে পারেন –
- অনেক ময়লা কাপড় একসাথে ভেজাবেন না, নাহলে দাগ লেগে হঠাৎ নষ্ট হয়ে যেতে পারে।
- ভারী কাপড় যেমন জিন্স, টি শার্ট, প্যান্ট এগুলো উল্টো করে পরিষ্কার করুন যাতে কাপড়ের ভিতরের ময়লা ভালোভাবে পরিষ্কার হতে পারে।
- রঙিন কাপড় রোদে শুকালে রঙ নষ্ট হয়ে যেতে পারে, তাই ছায়াতে দিন।
- উলের কাপড় গরম পানিতে পরিষ্কার করবেন না, এতে উল নষ্ট হয়ে যায়।
- লিনেন কাপড়ে মাড় দিবেন না।
- পশমি কাপড় হ্যাঙারে বা দড়িতে ঝোলাবেন না।
ঈদ উপলক্ষে বাড়তি ঝামেলার ভার সবার কাঁধেই থাকে। তবে যারা চাকুরীজীবী কিংবা ব্যবসায়ী, তাদের জন্য এই বাড়তি ঝামেলা নেয়া বেশ কঠিন। আপনিও যদি এমনি একজন হয়ে থাকেন তবে আপনার জন্য সেবা অ্যাপ। সেবা অ্যাপে নিজ ঘরে পছন্দমতন সময়ে আপনি অর্ডার করতে পারবেন প্রফেশনাল লন্ড্রি সার্ভিস। আর এই রমজান এবং আসন্ন ঈদ উপলক্ষ্যে সেবা দিচ্ছে বিশেষ অফার। ২০০টাকা বা এর বেশী লন্ড্রি সার্ভিস অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি পিক এন্ড ড্রপ। আর ঈদের ভারী কাপড় ধুতে যদি ১৫০০টাকা বা এর বেশী লন্ড্রি সার্ভিস নেন তবে সাথে পাবেন অন ডিমান্ড ক্লিনিং ফ্রি! কাপড় ধোয়ার সাথে সাথে আপনার ঘরও ফকফকে হয়ে উঠবে এক প্যাকেজের খরচে।
এবার সেবাময় ঈদ কাটিয়ে ছুটি কাটান আরামসে!
Sheba.xyz অ্যাপের ডাউনলোড লিঙ্ক : http://bit.ly/ShebaApp
আরও জানতে কল করুন : ১৬৫১৬
ভিজিট করুন সেবার ওয়েবসাইট : https://www.sheba.xyz/