ফ্রিজে মাছ, মাংস, সব্জি থেকে শুরু করে কি না থাকে। প্রতিনিয়ত কাঁচা বা রান্না করা খাবার রাখার কারণে ফ্রিজে গন্ধ হওয়াটাই স্বাভাবিক । মাঝে মাঝে দেখা যায় যে সব ঢেকে রাখলেও কোথা থেকে যেন একটা গন্ধ চলে আসে ফ্রিজের ভেতর । অন্যান্য খাবারেও ছড়িয়ে পড়ে তা। তাই নিয়মিত ফ্রিজ পরিষ্কার না করলে গন্ধ জমে বিদঘুটে অবস্থা হয়ে যায়।
তাই সহজেই খুব ঝটপট নিজেই নিজের ফ্রিজ পরিষ্কার করার সেরা কিছু টিপস শেয়ার করা হল এখানে –
- ফ্রিজ পরিস্কারের আগে প্রথমেই দুর্ঘটনা এড়াতে ফ্রিজের সুইচ বন্ধ করুন।
- ফ্রিজ থেকে সকল খাবার, কোন্টেনার, বোতল বের করে ফ্রিজ একদম খালি করে নিন। অনেক দিনের পুরানো খাবার জমে থাকলে তা ফেলে দিন।
- এরপর চার কাপ পানিতে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে একটি মিক্স তৈরি করুন। এই মিক্সে একটি স্পঞ্জ ভিজিয়ে ফ্রিজের ভিতর-বাহিরে ভালো করে ঘষে মুছুন। ফ্রিজের ভেতর যে সেলফ বা ড্রয়ারগুলো খোলা যায়, তা খুলে বের করে মিক্স দিয়ে দিয়ে মুছুন। মোছা শেষ হলে একটি শুকনা সুতি কাপড় দিয়ে ফ্রিজ সেলফ ড্রয়ার আবার মুছুন।
- ফ্রিজের ড্রিপ ট্রেতে জমা হওয়া পানি নিয়মিত ফেলে দিতে হবে। ড্রিপ ট্রে ভালো করে ধুয়ে মুছে এরপর আবার ফ্রিজে লাগাবেন ।
- সহজেই ফ্রিজের গন্ধ দূর করতে একটি বাটিতে বেকিং সোডা বা চায়ের পাতা বা লেবু বা কমলার খোসা ফ্রিজে রেখে দিন। এতেই গন্ধ দূর হয়ে যাবে। প্রতি সপ্তাহে তা বদলে নিন, তাহলে দেখবেন ফ্রিজে একেবারেই কোন গন্ধ থাকবে না। আর যে কোনো খাবার অবশ্যই ঢাকনাসহ রাখুন।
ঘরের সবচেয়ে প্রয়োজনীয় সামগ্রী হচ্ছে ফ্রিজ । পরিবারের সবার খাবার রাখা হয় এখানে আর প্রতিদিন বারবার ব্যবহার করা হয় । তাই ফ্রিজের নিয়মিত যত্ন নেয়াটা জরুরী। উপরের টিপসগুলো অনুসরণ করে খুব সহজেই যত্ন নিন আপনার ফ্রিজের। তবে ব্যস্ততার ফাঁকে সময় সুযোগ না হলে সেবা অ্যাপে অর্ডার করতে পারেন ফ্রিজ চেকিং। অ্যাপে ক্লিক করলেই আপনার দেয়া সময়মত ফ্রিজের মেকানিক এসে চেক করে যাবে আপনার ফ্রিজ। আপনি যে মেকানিকদের ডাকবেন তাদের প্রত্যেকেই দক্ষ, ভেরিফাইড এবং অভিজ্ঞতাসম্পন্ন। আপনি আপনার পছন্দমত মেকানিক বা সার্ভিস প্রোভাইডার বুক করতে পারবেন একই অ্যাপে।
আপনার ঘরের সবচেয়ে প্রয়োজনীয় জিনিষগুলো থাকুক সবচেয়ে বেশি যত্নে।
সেবা অ্যাপ ডাউনলোড লিংক : http://bit.ly/ShebaApp
ভিজিট করুন সেবার ওয়েবসাইট : https://www.sheba.xyz/services/rent-a-car-within-dhaka
যে কোন তথ্যের প্রয়োজনে যে কোন সময় কল করুন ১৬৫১৬ ।