যেকোনও বন্ধু বিয়ের সময় সেজুঁতি সবার আগে হাজির হয়। স্টেজ সাজানোর সময় থেকে শুরু করে একেবারে হলুদের পারফরমেন্স- সব কিছুতে সেজুঁতি একাই একশ। এমন কী মালাবদলে কোন মালাটা সেরা হবে সেটাও ও বাছাই করে আনতো! এই ভালোবাসার যে তার ভালো রকমের ফাঁসার কারণ হয়ে যাবে- কে ভেবেছিল! নিজের বিয়ের সময় তাকে আর সাহায্য করার কেউ নেই! কারণ আর কেউ এই বিষয়ে এক্সপার্টই না! এ মাসের শেষে বিয়ে – আর এখন কিনা সেজুঁতি সারাদিন ঘুরে ঘূরে বিয়ের খুঁটিনাটি আয়োজন করে যাচ্ছে! বেজে যাচ্ছে নিজের খুঁটিনাটির বারোটা। অথচ প্রস্তুতি চাই এখনই।

আমার সাথে সেঁজুতির দেখা হওয়া মাত্র হায় হায় করে উঠলাম – কি অবস্থা মেয়ের! সাথে সাথে আমার ঝুলি ‍খুলে ধরলাম! অন্যরাও সেই টোটকা ববাসায় কাজে লাগাতে পারে বটে।

প্রচুর পরিমাণে পানি পান করা:

একে তো শীতকাল! কেমন যেন মাতাল আবহাওয়া! কখনো কড়া রোদ। কখনো চিনচিনে ঠাণ্ডা! তাই ত্বক টানা খুবই স্বাভাবিক ব্যাপার! এসময়ে প্রচূর পানি পান করতে হবে। তাতে মুখের ত্বক সতেজ দেখাবে এবং গ্লোয়িংভাব ফিরে আসবে। সময় পেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখটায় হালকা ঝাপটা দিবেন। ক্লান্তিটা দূর হবে তাতে এক নিমিষে।

গোলাপজল, লেবুর রস এবং শশার রস:

লেবুর রস কিন্তু একটা ম্যাজিক! কেউ মানুক বা না মানুক! ভিটামিন সি সমৃদ্ধ লেবু কতই না কাজে লাগে। খেলে পেট ঠাণ্ডা। ত্বকে দিলে বাজিমাত। তাই লেবুকে আমলে আনতে হবে সবসময়। তাজা লেবুর রস, সাথে গোলাপ জল এবং শশার নিংড়ানো রস একসাথে একটা কাঁচের জারে মিশিয়ে আচ্ছা মতন ঝাঁকি দিয়ে ফ্রিজে রেখে দিন! যখনই রোদ থেকে ফিরবেন তখনই ঠাণ্ডা সেই মিক্সচার হাতে মুখে মেখে শুকিয়ে ধুয়ে ফেলবেন। ম্যাজিক তখন দেখবেন নিজের মাঝেও! আর উত্তর দেবে আয়না।

মধু ও বেকিং সোডা:

রাতে ফিরে কিছু না থাকলেও বাসায় মধু আর বেকিং সোডাতো পাবেনই! বাইরে থেকে এসে চা বসান চুলোতে। চা হতে হতে মুখে ভাপ দিয়ে নিন! এর মধু আর বেকিং সোডা মিশিয়ে মুখে মেখে শুকাতে দিন। ততক্ষণে নিশ্চয়েই চা-ও হয়ে যাবে! মুখ ধুয়ে চা খেয়ে চাঙ্গা হয়ে যান! পরের দিনের পরিকল্পনার জন্য তৈরি করুন নিজেকে! আর ফাঁকে নিজেকে একনজর দেখেও নিতে পারেন! ঠিকঠাক?

আর অবশ্যই সপ্তহান্তে Sheba.xyz -এর স্পেশাল বিউটি হোম সার্ভিসটা তো আছেই। এতো আয়োজন তো রাস্তার সময় বাঁচানোর জন্যই তাই না? তাহলে বিউটি কেয়ারটাও ঘরেই হোক, পছন্দের অনুষ্ঠানটাও দেখাটা হলো সেই অবসরে!

এজন্য আজই ইনস্টল করতে হবে sheba.xyz অ্যাপ বা ছোট্টা একটি কল করতে হবে 16516 এই নম্বরে।

 

  • রুম্পা সৈয়দা ফারজানা জামান

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS