সামনেই বছর শেষ। চাকরি বদল, ছেলেমেয়েদের স্কুল বদল ইত্যাদি নানা কারনে এই সময়ে বাসা বদলের হার বেড়ে যায়। আর বাসা বদল এক বিশাল ঝক্কির কাজ। তবে একটু গুছিয়ে কাজ করলেই  তেমন ঝক্কি ঝামেলা পোহাতে হয় না। একটির পর একটি কাজ ধাপে ধাপে এগিয়ে নিলে বেশ সহজেই এতো বড় ঝামেলার কাজটা সম্পন্ন করে ফেলা যায়। আসুন জেনে নেয়া যাক বাসা বদলানোর কিছু ছোটোখাটো টিপস।Home Shifting in Dhaka

১. বাসা বদলানোর জন্য একটু আগে থেকেই প্রস্তুতি নেয়া শুরু করুন। পরিবারের সবাইকে বলুন আপনাকে সাহায্য করতে। কাগজের বাক্স, বড়  প্লাস্টিকের ব্যাগ, দড়ি, আঠা ইত্যাদি প্রয়োজনীয় সামাগ্রী আগে থেকে কিনে রাখুন।

বাসা বদলের জন্য বেছে নিন ছুটির দিন বা শুক্রবার। এতে যদি একদিন আগে বা একদিন পরে উঠতে হয়, তবুও সেটাই ভালো। তার সপ্তাহখানেক আগে থেকে জিনিসপত্র একটু একটু করে প্যাকিং করা শুরু করুন ।

২. প্যাকিং এর জন্য বস্তা, বড়   প্ল্যাস্টিকের ব্যাগ, দড়ি, টেপ ও কাগজের বাক্স (কার্টন) এনে রাখুন অনেক গুলো। এরপর এক সপ্তাহ আগেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়া অন্যান্য জিনিসপত্রগুলো প্যাকিং করে ফেলুন। প্যাকিং করার সময় কোন বাক্সে কি রেখেছেন সেটা একটা তালিকা তৈরি করে বাক্সের গায়ে আঠা দিয়ে লাগিয়ে রাখুন। কাঁচের জিনিসপত্র বাক্সে ভরার আগে কাপড়ে পেঁচিয়ে নিন। বাসা বদলানোর ১/২ দিন আগে নিত্যপ্রয়োজনীয় জরুরী জিনিস গুলো বাক্সে ভরে ফেলুন।

৩. নতুন ভাড়া নেয়া বাসাটিতে আগেই গিয়ে দরজা-জানালার পর্দার মাপ নিয়ে এসে কয়েক দিন আগেই সেলাই করতে দিয়ে দিন। বাসায় ওঠার ১/২ দিন আগে গিয়ে দেখুন বাসা ময়লা অবস্থায় আছে কিনা। বাসায় ধুলাবালি থাকলে সেগুলো পরিষ্কার করিয়ে নিন। রঙ করা না থাকলে বাড়ির মালিককে বলুন রঙ করে দিতে। বাথরুমগুলোকে পরিষ্কার করিয়ে নিন আগে থেকেই। ফার্নিচার তোলার আগে পুরো বাসাটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিন।

৪. বাসার জিনিসপত্র নেয়ার জন্য ভ্যান তো লাগবেই। আপনার বাসার জিনিসের পরিমাণ অনুমান করে আগে থেকেই ভ্যান ঠিক করে রাখুন। বাসা কিছুটা দূরে হলে পিকআপ ভাড়া করতে পারেন। আর এক শহর থেকে অন্য শহরে বাসা বদলালে ট্রাক ভাড়া করে নিলে সুবিধা হবে। ভ্যান, পিকআপ কিংবা ট্রাক যেটাই ভাড়া করে থাকেন, আগে থেকেই তাদেরকে বাসা বদলানোর সময় ও আপনার বর্তমান বাসার ঠিকানা জানিয়ে দেবেন। বাসা বদলানোর আগের দিন রাতে ফোন দিয়ে আবার একটু মনে করিয়ে দিবেন তাদেরকে।

৫. মূল্যবান গহনা, টাকা কিংবা দলিল নিজের সাথে থাকা হাত ব্যাগে রাখুন।

৬. বাসা বদলানোর ৩/৪ দিন আগে থেকেই ধীরে ধীরে ফ্রিজ খালি করা শুরু করুন। আগের দিন এমন খাবার বানিয়ে নিন যেগুলো বেশিক্ষন ভালো থাকে এবং নতুন বাসায় গিয়ে গরম না করেই খাওয়া যাবে। খাওয়ার পানিও ফুটিয়ে নিন বেশি করে।

তবে এতসব কাজ নিজে করতে গেলে কিছুটা ঝামেলা পোহাতেই  হবে। বড় পরিবার হলে, জিনিসপত্রও প্রচুর, তাতে বাসা বদলের ঝামেলাও প্রচুর। তাই ঝামেলা মুক্ত থাকতে চাইলে পুরো দায়িত্ব ছেড়ে দিন sheba.xyz  এর উপর, আর আরামে শিফটিং করুন পুরো বাসা। প্যাকিং থেকে পিকআপ সবকিছুই দায়িত্বের সঙ্গে করবে sheba.xyz।যে কোনো সার্ভিস পেতে ডাউনলোড করে নিন Sheba.xyz অ্যাপ বা কল করুন ১৬৫১৬ এ।

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS