কদিন আগে পড়েছেন রান্নাঘর নিয়মিত রান্নাঘর পরিষ্কার রাখার টিপসের প্রথম কিস্তি। সেগুলো এরমধ্যেই কাজে লাগিয়ে রান্নাঘরের যত্ন নিচ্ছেন নিশ্চয়ই। কিন্তু বাকী টিপসগুলো? আজকেই দিয়ে দিচ্ছি। এভাবে একটু কৌশলী হয়ে অল্পতেই রান্নাঘরের ছোটখাট সমস্যাগুলো সমাধান করতে পারেন আপনি নিজে থেকেই।১. রান্না ঘরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে সিঙ্ক। সিঙ্ক থাকলে থালাবাসন খুব সহজেই পরিষ্কার করা যায়। সিঙ্কের পাশে থালাবাসন ধোয়ার জন্য সাবান বা লিকুইড ভিম এক দিকে গুছিয়ে রাখুন।থালাবাসন ধোয়ার পরই সিঙ্ক লিকুইড সাবান দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন।
২. দুর্গন্ধ ও পোকামাকড় এর উপদ্রপ কমাতে রান্নাঘরের বিভিন্ন কোনায় লেবুর টুকরো রাখতে পারেন। এতে দুর্গন্ধ আর পোকামাকড় দুই-ই কমবে।
৩. রান্না করার সময় চুলার ওপর দুধ বলক এসে পড়া খুব সাধারন ঘটনা। এছাড়া চা, তরকারির ঝোল ছলকে পরে এবং শুকিয়ে শক্ত হয়ে যায়। এক চামচ লবন আর গরম পানি দিয়ে ভাল করে ঘষে নিলে তা সহজেই পরিষ্কার হয়ে যাবে।
৪. কাঁচা মাছ বা মাংস রাখার পাত্রটিতে বাজে গন্ধ হয়ে যায়। চায়ের লিকারে পাত্রটি ডুবিয়ে রাখলে দুর্গন্ধ দূর হয়। মাছ মাংস কাটার ছুরি বটিতেও বাজে গন্ধ হয়ে যায়। ফলমূল কাটলে তাতে বাজে গন্ধ লেগে যায়। চায়ের লিকারে ডুবিয়ে রেখে ছুরি বটির এই সমস্যা থেকে পরিত্রান পেতে পারেন।
৫. রান্নাঘরে ঢাকনা দেয়া আবর্জনা ফেলার বালতি ব্যবহার করুন, এতে দুর্গন্ধ ছড়াবে না।
তবে সময়ের অভাবে বা অন্য কোন কারনে একান্তই যদি পরিষ্কার করতে না পারেন তবে ডেকে নিন Sheba.xyz কে। আপনার রান্নঘরের যে কোন ধরনের পরিষ্কার করানোর জন্য এখনই কল করুন ১৬৫১৬ এবং পেয়ে যান অন ডিমান্ড ক্লিনার।
4 Comments
Simu
Ranna ghore telapoka theke kivabe bacha Jay.. a amonki ghor thekeo ai telapokar poritran kivabe paoa jay
Junaina Hoque
Hello, apni chaile amader service platform theke pest control er service ti niye ei problem theke poritran pete paren. Service ti nite amader customer app ti namiye order place korte paren.
bit.ly/ShebaHome
Mayesha Hauqe
ঘর থেকে মাকড়সা কিভাবে দূর করা যায়?
Junaina Hoque
Dear Mayesha, আপনি মাকড়সা থেকে মুক্তি পেতে চাইলে Sheba.xyz থেকে জেনারেল পেস্ট কন্ট্রোল সার্ভিস টি নিয়ে দেখতে পারেন। বিস্তারিত জানতে নীচের লিঙ্ক এ ক্লিক করে অ্যাপ ডাউনলোড করে নিন।
Android : http://bit.ly/shebaapp2
iOS : https://apple.co/2olM9qh