মানুষ সবসময়ই নানা ধরনের প্রানীর মাঝে বসবাস করে।  কুকুর, বিড়াল, পাখি, মাছ, খরগোস এগুলোকে যত্ন করতে হয়। কখনও কখনও এই সব প্রানীরা আমাদের পরিবারেরই অংশ হয়ে যায়।

Pest Control Service Dhakaকিন্তু কিছু প্রাণী আছে যারা শুধু অসুবিধা সৃষ্টি করে না, সেই সাথে স্বাস্থের ক্ষতি করে ভয়ানক ভাবে। যেমন মশা ও তেলাপোকা। ডেঙ্গু, ম্যালেরিয়া, ডাইরিয়া ইত্যাদির প্রধান কারন হলো আমাদের চারপাশে থাকা এই প্রানীগুলো। আমরাও চেষ্টা করি এই প্রানী গুলো যেন আমাদের ঘরে না থাকে। যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে বিদায় করতে চাই জীবন থেকে। কিন্তু এগুলো এতটাই দুষ্টু প্রকৃতির যে আপনি কোনভাবেই ওদের নাগাল পাবেন না। যার জন্য মানসিকভাবেও আপনি বিরক্ত হয়ে যেতে পারেন।

বাজারে অনেক ধরনের স্প্রে পাওয়া যায়, আপনি কিন্তু ঘরে বসেই নিজেই বানিয়ে নিতে পারেন এই প্রতিরোধক। এর জন্য আপনার যা লাগবে :

১. শ্যাম্পু – আধা কাপ

২. ভিনেগার – আধা কাপ

৩. ভেজিটেবল ওয়েল – আধা কাপ

৪. স্প্রে বোতল

প্রক্রিয়া: প্রথমে একটি বোলে একে একে তিনটি জিনিস নিন। এরপর আস্তে আস্তে মিশিয়ে নিন। তারপর স্প্রে বোতলে নিয়ে নিন।

যেসব স্থানে আপনার মনে হয়ে বাড়ির এই অনাকাংখিত বাসিন্দাদের বসবাস সেখানে স্প্রে করে দিন, ঘরে বানানো স্প্রে।

আর যদি একান্তই সময় না পান তাহলে আপনার জন্য রয়েছে  Sheba.xyz অ্যাপ। শহরের সেরা কর্মীরা আপনার বাসার এসে পেস্ট কন্ট্রোল সার্ভিস দিয়ে যাবে আপনি যখন চাইবেন তখনই।

2 Comments

  • Ashraful Islam
    Posted December 2, 2018 10:00 am 0Likes

    I need

    • Junaina Hoque
      Posted January 23, 2019 12:19 pm 0Likes

      Hello, apni chaile amader service platform theke pest control er service ti niye ei problem theke poritran pete paren. Service ti nite amader customer app ti namiye order place korte paren.

      bit.ly/ShebaHome

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS