আর মাত্র কয়েকদিন। নতুন বছরের আগমনী বার্তা কিন্তু চলে এসছে। নতুন বছর মানেই নতুন কিছু করার চেষ্টা। নতুন চাকরি, নতুন বাসা, কিছু নতুন বছরের প্ল্যান। কিন্তু পুরোনো বা নিজের বাসাটা বদলে নিতে পারেন এই নতুন বছরে তাহলে ক্ষতি কি?

Home Renovationরং বদলঃ প্রথমেই যেটা করতে পারেন বদলে নিন বাড়ীর রং। অথবা নিজের ঘরের রং। আর রং করার সময় মাথায় রাখুন আপনার পছন্দের রং তো এটা ? আপনার আসবাব পত্রের সাথে রংটি যাচ্ছে তো?

আসবাবপত্রঃ  চাইলে আপনি আপনার বাসার নিত্য প্রয়োজনীয় আসবাব পত্রকে রং করিয়ে নিতে পারেন ইচ্ছে মত। মাঝে মাঝে শুধু নতুন বার্নিশও এনে দিতে পারে নিউ লুক। সেই সাথে জায়গা পরিবর্তন করলেও দেখবেন নিজের কাছেও ভালো লাগবে।

ফ্লোর মেরামতঃ ধরুন আগের বছর আপনার ঘরটির ফ্লোর পরিস্কার করার জন্য বেশ কষ্ট পোহাতে হয়েছে। এবারে বেছে নিন সহজে পরিস্কার করা যায় এমন ফ্লোর এর টাইলস। যা আপনার সময় বাঁচাতে পারে।

ওয়াল পেপারঃ রং করতে না চাইলে দেয়ালে পছন্দসই ওয়ালপেপারও লাগিয়ে ফেলতে পারেন। পেইন্টিং এর কাজও করবে ওয়াল পেপারটি।

লাইট পরিবর্তনঃ ঘরের লাইটিং ব্যবস্থাটা বদলে নিন। দেখবেন ভালো লাগবে আপনার সেই চেনা ঘরটিতে থাকতে।

পর্দা বা আনুসঙ্গিকঃ ঘরের দরজা জানালার পর্দাগুলো বদলে নিন। নিয়ে আসুন নতুন ভাবনার নতুন কিছু। ডাইনিং টেবিলের ক্লথটা বদলে দিন।

শোপিসঃ নিয়ে আসতে পারেন কম দামে রুচিসম্পন্ন শো পিস। একটু জায়গা করে নতুন ভাবে সেট করে নিতে পারেন শো পিসটি আপনার ড্রয়িং রুমে।

ফেলে দিনঃ অপ্রয়োজনীয় অনেক জিনিস শুধু জমতে থাকে সারাবছর। সেগুলোর মায়া ত্যাগ করুন। এবং ঘর হালকা করুন। সেই সাথে একদম ভালো করে পরিস্কার করুন সাথের জিনিসগুলো।

আর এসব কাজে দরকার হলে যে কোন সমস্যা সমাধানের জন্য sheba.xyz অ্যাপ তো রয়েছেই। রঙ করা, পরিস্কার করা থেকে শুরু করে যে কোন প্রয়োজনে সাথে আছে সবসময়।

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS