সাজুনে বান্ধবী
বউয়ের পাশে যেন পটের বিবি
বর কণে নিয়ে অনেক তো কথা হলো!! বিয়েবাড়িতে কিন্তু আরেকটি পক্ষও থাকে। সেটা হলো বন্ধুপক্ষ! বর বা কণের উৎসবের জৌলুস এই বন্ধুপক্ষ! হলুদের নাচ হোক বা গেট ধরার ধাক্কাধাক্কিই হোক, বন্ধু ছাড়া এই সব আপাতদৃষ্টির “কমদামী” কিন্তু স্মৃতির খাতায় সবচেয়ে দামী বিষয়গুলো ঠিক ঠিক অসম্ভব! কেন? কারণ, বাসার সকলে যখন অপরপক্ষের পাঠানো ডালা খুলে এটা ওটা নিয়ে আলাপ করবে তখন এরাই হৈ হৈ করে বউকে নিয়ে নাচের প্র্যাকটিস করবে! যখন হিল আছে কি নাই – এমন জুতো নিয়ে বিয়ে বাড়ি তোলপাড়!- তখন এই পক্ষ বলবে “কোন সমস্যা নেই- চলো একটু হাওয়া খেয়ে আসি”। পুরো বিয়ে বাড়ির হাজারো টেনশনে স্বস্তির হাওয়া কেবল এই বন্ধুরাই! ব্রাইডাল শাওয়ার বা ব্যাচেলর নাইট থেকে শুরু করে জামাইফেরতের দিন পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে বরকণের মুখে হাসি ফোটানিই যেন এই পক্ষের জীবনের লক্ষ্য! তাই উৎসবের দিনগুলোতে তাদের সাজ খুব গুরুত্বপূর্ণ। বুবু তো তাই ভাবে? আপনার কি তা মনে হয় না? যদি মনে হয়- তাহলে এই বকবক আজ আপনারদের জন্যই !
পোশাকে সামঞ্জস্য:
যে উৎসবেই হোক, কণের সাথে পোশাকে সামঞ্জস্য থাকতেই হবে। বেশির ভাগ ক্ষেত্রে রিভার্স কম্বিনেশন বেশি কাজ করে। যেমন, ব্রাইডাল শাওয়ারে কণের পরণে লেহেঙ্গার যে রং হবে সেটা হতে পারে বান্ধবীদের ওড়নার রং। আর কণের ওড়নার রং হতে পারে বান্ধবীদের পোশাকের রং। হলুদের সাজে কোটি বা ওড়নাটা হতে পারে কণের শাড়ির সাথে মেলানো। ছেলেরা তো অবশ্যই বরের পাঞ্জাবির সাথে মিলিয়ে পোশাকটা বানাতেই পারে। এখন সেটাই চলে!
ফুলের সাজ:
খুব সুন্দর লাগবে যদি কণের বান্ধবীরা মানিয়ে ফুলের সাজে সাজেন। হলুদের দিন কণে যেহেতু ভারী মেকআপ করবে, সেক্ষেত্রে বান্ধবীরা হালকা মেকআপে সাদা বা গোলাপী ফুল দিয়ে মাথার মুকুট এবং বাকী গহনা বানাতে পারেন! তাতে ভীড়ের মাঝে দারুণভাবে স্ট্যান্ডআউট করবেন বান্ধবীরা। সবচেয়ে ভালো হয়, যদি সবগুলো অনুষ্ঠানেই থিম করে নানা রঙের ফুল দিয়ে সাজেন তারা। মেকআপটা পার্টিটাইপ, পোশাকটা ট্রেন্ডি- সিন্ডারেলা গাউন হতে পারে, আবার একেবারেই পাটভাঙা শাড়ি হতে পারে। নির্ভর করবে থিমের উপরে। কিন্তু থিম যাই হোক, সখীদের সাজ যেন কণের সাজকে বাড়িয়ে দেয় কয়েকগুণ, সেটা মাথায় রাখা জরুরী।
কাছে থাকা- পাশে রাখা:
বিয়ের উৎসবের সবচেয়ে জরুরী বিষয় হলো কণের বা বরের পাশে কাছের বন্ধুর সবসময় থাকা। কারণ এমন অনেক বিষয় থাকে যা হয়তো চট করে মুরুব্বীদের সামনে বলা যায় না। যেমন কোনও ব্যক্তিগত সরঞ্জাম লাগবে, বা কোনও কথা বলে শ্রেফ ঠাণ্ডা করতে হবে মাথা- সে কারণেও বন্ধু দরকার। যে হ্যাপার মধ্য দিয়ে যেতে হয় বিয়ের বাড়িতে, সেখান থেকে বের করতে এই রিলিফটা খুব দরকার। এছাড়াও বিয়ের পর বাজার করা, প্রথম রান্না করা, নাশতা করা – সবকিছুতে প্রয়োজন বউয়ের সখী এবং বরের সখারা। সেক্ষেত্রে এই বন্ধুদের যেটা লক্ষ্য রাখা দরকার তা হলো বর বা কণের পরিবারের কারো মনে যেন আবার আঘাত না লাগে!
তাহলেই হলো।
আর বাদবাকী সাজসজ্জার জন্য তো তো হাতের মুঠোয় আছেই sheba.xyz অ্যাপ! কণের পাশে বসেই নিজের প্রয়োজনীয় জিনিষটা পেতে পারেন এই অ্যাপ-এর মাধ্যমে। আর নিজের পুরোটা সময় ব্যয় করতে পারেন বর বা কণের পিছনে।
এবার আনন্দের সাথে sheba.xyz অ্যাপকে সঙ্গী করে মেতে উঠুন বন্ধুর বিয়ের আনন্দে! জীবনের অন্যতম বড় একটি ঘটনায় শুধু আনন্দই হোক সঙ্গী! আর বন্ধুর প্রতি ভালোবাসা হোক ফ্রেমবন্দী!
এজন্য আজই ইনস্টল করতে হবে sheba.xyz অ্যাপ বা ছোট্টা একটি কল করতে হবে 16516 এই নম্বরে।
- রুম্পা সৈয়দা ফারজানা জামান