কাপড়কে নিপাট আর নিখুঁত করে পরার জন্য ইস্ত্রির বিকল্প নেই। একেক ধরনের কাপড় আয়রন করার নিয়ম আলাদা। না জেনে আয়রন করতে গেলে নষ্ট গতে পারে সাধের কাপড়টাই। শার্ট, প্যান্ট, কামিজ, শাড়ি, বিছানার চাদর, কুশন কাভার ইত্যাদি হরেক জিনিস রোজই পাঠাচ্ছি আমরা ধোপা বাড়ি। অনেকে আবার নিজ হাতেই ইস্ত্রি করে নিচ্ছেন সময় সুযোগ বুঝে। আসুন, আজ জেনে নেই ইস্ত্রি করবার কিছু গুরুত্ব পূর্ণ তথ্য। তাতে একদিকে যেমন আপনার সময় বাঁচবে, অন্য দিকে বাছবে খরচ, আর অক্ষুণ্ণ থাকবে কাপড়ের সৌন্দর্য।

১. সুতির কাপড় ইস্ত্রি করার সময় পানি দিয়ে হালকে ভিজিয়ে নিন। কাপড় একদম টানটান হবে।

২. মাড় দেয়া কাপড় না ভিজিয়ে ইস্ত্রি করবেন না।

৩. শার্ট ইস্ত্রি করার সময় প্রথমেই কলারটা করে ফেলুন।

৪. স্যাটিন বা ক্রেপজাতীয় কাপড় সব সময় আরেকটি হাল্কা ভেজা কাপড়ের ভাঁজের মধ্যে রেখে ইস্ত্রি করুন।

৫. সিল্ক, রেয়ন বা নাইলনের কাপড় সামান্য ভিজা অবস্থায় হাল্কা গরম ইস্ত্রি দিয়ে আয়রন করতে হবে।

৬. কাপড়ের যে অংশে ব্লক বা ছাপা আছে, তার বিপরীত দিকে ইস্ত্রি করুন, এতে রঙ নষ্ট হবে না।

৭. সিন্থেটিক কাপড় ইস্ত্রি করার আগে কাপড়ের ভেতরের দিকের সামান্য একটু অংশে ইস্ত্রি চাপিয়ে দেখে নিন। কুঁচকে বা ক্ষতি না হলেই পুরোটা ইস্ত্রি করুন।

৮. রুমাল বা টেবিল ম্যাট ইস্ত্রি করার সময় এর মনোগ্রাম বা ডিজাইন থাকলে এর উল্টো দিক থেকে ইস্ত্রি করুন।

৯. কুশন কাভার গুলো উল্টে নিয়ে ইস্ত্রি করুন।

১০. লোহার পাত বসানো ইস্ত্রির তলাটা পরিষ্কার করার জন্য গরম ইস্ত্রিতে মোম ঘষে নিন। ছাড়া গরম ইস্ত্রির প্লেটে সামান্য প্যারাফিন বা অলিভ অয়েল মাখিয়ে নিলেও হবে। ইস্ত্রি পরিষ্কার থাকলে কাপড়ে দাগ পড়বে না।

১১. কাপড়ে ছোঁয়াবার আগে ইস্ত্রিটা বাড়তি এক টুকরো কাপড়ে ঘষে দেখে নিন যে দাগ পড়ছে কিনা।

১২. সমতল জায়গায় রেখে ইস্ত্রি করুন। যাদের ইস্ত্রি টেবিল নেই তারা মেঝেতে কাপড় বিছিয়ে করতে পারেন।

১৩. নেকটাই ভালো করে ইস্ত্রি করতে হলে প্রথমে টাইয়ের সামনের অংশের আকারে একই মাপের কার্ডবোর্ড কেটে নিন। এরপর টাইয়ের দুটি ভাঁজের মধ্যে সেটি রেখে টাই ইস্ত্রি করুন।

তবে নিজ হাতে করতে রা চাইলে  সেবা ডট এক্স ওয়াই জেড (sheba.xyz) অ্যাপ তো আছেই। এখন সেবার থেকে পছন্দের লন্ড্রি সার্ভিসিং বেছে নিলেই প্রধম দুইটি অর্ডারে ২০০ টাকার ফ্রি লন্ড্রি সার্ভিস। আর এজন্য সেবার আছে একগাদা লন্ড্রি সার্ভিস প্রোভাইডার। এসব দক্ষ ভেরিফাইড সার্ভিস প্রোভাইডাররা আপনাকে দেবে ফ্রি পিক অ্যান্ড ড্রপ। তবে সেক্ষেত্রে বিলটা ১০০টাকার উপরে হতে হবে। সঙ্গে ২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট তো আছেই। তাই লন্ড্রির দ্রুত ও সহজ সমাধানের জন্য বেছে নিন সেবা ডট এক্স ওয়াই জেড। অ্যাপ এর সাহায্য নিন অথবা ফোন করুন ১৬৫১৬ নম্বরে।

 

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS