ব্যাচেলর জীবনের বিড়ম্বনা অনেক। তবে সবচেয়ে বড় বিড়ম্বনা বোধ করি ভালো একটা বাসা ভাড়া পাওয়া।
তাও ভালো আজকাল অনেকই বন্ধু বান্ধব মিলে ভার্সিটির আশেপাশে বাসা নিয়ে নিচ্ছেন। নুসরাত ও এরকম একটা বাসাতে ভালোই ছিল। গোলমাল বাধল যখন পড়াশুনা শেষ করে একটি পাঁচতারকা হোটেলে মার্কেটিং বিভাগে যোগ দিল নুসরাত।
নতুন চাকরি, তার উপর কাজের চাপ সব মিলিয়ে হিমশিম অবস্থা। নতুন অফিস বেশ একটু দূরে হওয়ায় বাসা বদল করতে হবে।না হলে প্রতিদিন রাস্তাতেই চলে যাচ্ছে ৪/৫ ঘন্টা। অনেক চেষ্টার পর অফিস কলিগের সহায়তায় অফিসের কাছাকাছি একটা বাসাও পেয়ে গেলো মনের মত।
কিন্তু বাসার সমাধান পাওয়ার পরেই শুরু হলো আসল চিন্তা। বাসা বদল মানে তো ঘরের সব আসবাবপত্র এবং অন্যান্য ছোট বড় মালামাল গুছিয়ে সেগুলো পুরনো বাসা থেকে নতুন বাসায় নেওয়ার ঝামেলা!
আর এইরকম ঝামেলা সামলাতে বড় পরিবারগুলোকেই হিমশিম খেতে হয়, আর সেখানে ব্যাচেলর হলে তো কথাই নেই। চোখে সরষে ফুল দেখার উপক্রম হয় একজন ব্যাচেলর এর।
এরকম সমস্যায় আমরা হরহামেশাই পড়ি। নুসরাতের মতো এরকম লাখো ব্যাচেলরের জীবন সহজ করতে Sheba.xyz নিয়ে এসেছে বাসা বদলের ঝামেলামুক্ত সার্ভিস।
Sheba.xyz আপনার জন্য খুজে দেবে সেরা বাসা বদলের সার্ভিস প্রোভাইডার। ঘরের জিনিসপত্র বাক্সে ভরা থেকে শুরু করে সেগুলো যত্নের সাথে পুরোনো বাসা থেকে নতুন বাসায় নিয়ে যাওয়ার সব দায়দায়িত্ব হয়ে যাবে আমাদের এই সার্ভিস প্রোভাইডার দের।
Sheba.xyz অ্যাপ এর সাহায্য নিয়ে যখন প্রয়োজন তখনই খুঁজে নিন আপনার পছন্দের সার্ভিস প্রোভাইডার। এরপর সবকিছু তাদের হাতে ছেড়ে দিন, আর আপনি টানাটানি, দৌঁড়াদৌড়ির সকল ঝামেলা ভুলে গিয়ে নিশ্চিন্তে অফিস করুন।
মালপত্রের দেখভাল থেকে শুরু করে নিরাপত্তার সাথে আপনার নতুন বাসায় পৌছে যাবে সবকিছু। আর এই পুরো সার্ভিসটি ব্যাচেলরদের জন্য Sheba.xyz দিচ্ছে একদম সাশ্রয়ী মূল্যে!