এই যে এতো দৌড়াদৌড়ি, এতো কোলাহল! এরমাঝেই টুপ করে যখন বিয়ের সময়টা চলে আসবে তখন মনে হবে যেন মাথায় পাহাড় ভেঙে পড়ছে! কারণ দূর থেকে মনে হয় কণের কোনও কাজই নেই। আদতে বিষয়টা তেমন নয়।
আজকাল কণেরা বিয়ের ডালা সাজানোর লেইসফিতা থেকে শুরু করে স্টেজ সাজানোর মালমশলাও কেনে নিজের হাতে! সবকিছুর চুলচেড়া বিবেচনা না করতে পারলে শান্তি নেই একেবারে! বুবুও তাই বলে।
আচ্ছা – সব নিজে করবে- সেটা একটা আনন্দের বিষয় বটে! কিন্তু তার কারণে যদি বিয়ের দিনে চোখের নিচে কালো দাগটা পড়ে বা দেখলেই মনে হয় চেহারার বাতি ফিউজড- তাহলে কিন্তু আর যাই হোক স্মৃতি ধরে রাখার ফটোতে আনন্দ ফুটবে না। বরং ধরা দিবে রাজ্যের যত ক্লান্তি!
তার থেকে ভালো- বুবুর পরামর্শ অনুযায়ী একটু আগে ভাগে যত্ন নেওয়াই ভালো! একটু পার্লারে যেতেই হবে! অথবা পার্লারের যত্ন পেতেই হবে – তা আগেই বলে দিচ্ছি!
পার্লারে ঢুঁ:
আজকাল প্রি ওয়েডিং বলে একটা প্যাকেজই আছে পার্লারগুলোতে! মেনিকিউর, পেডিকিউর, ফেইস পলিশ, ফেইস ক্লিন, হেয়ার ট্রিটমেন্ট সহ নানা সার্ভিস যুক্ত থাকে এই প্যাকেজে! মেনিকিউর এবং পেডিকিউর টা ভুললে চলবে না একদম! কারণ চেহারার পাশাপাশি হাতটাও তুলতুলে রাখতে হবে! আংটি তো হাতেই পড়বেন!
পা টাও হতে হবে সুন্দর। নুপূর পড়তে হবে- আলতাও দিতে হবে। আর এই পা-ই তো আপনাকে নতুন জীবনে প্রবেশ করতে দেবে, তাই না? তাহলে এর যত্ন ভুললে চলবে? পাশাপাশি আগেই আরেকবার বলেছি- সময় করে বডি ম্যাসাজ, স্পা এগুলোও করিয়ে নিতে হবে।
ঘরে ঘাড়ের যত্ন:
কণেদের জন্য ঘাড় এবং গলার যত্ন খুবই জরুরী! আমরা মুখ এবং অন্যান্য অঙ্গ নিয়ে ভাবতে ভাবতে গলা এবং ঘাড়ের যত্ন ভুলেই যাই। ঠিক প্রদীপের নীচে অন্ধকারের মতন। অথচ এই গলাতে থাকে পছন্দের হার, ভালোবাসার ছোয়া। তাই একে ফর্সা করতে বেসন, টক দই, চিনি, পাতিলেবুর রস একসাথে মিশিয়ে গলা, ঘাড় ও কনুইয়ে ভালো করে লাগিয়ে রাখুন।
চিনি গলে গেলে ধুয়ে ফেলুন। এছাড়া আছে আমার প্রিয় ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশ কিন্তু সুপার কাজ করে রোদে পোড়া বা তাপে কালো হয়ে যাওয়া চামড়াকে উজ্জিবিত করতে। সাথে চিনি ও পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন।
পায়ের গোড়ালি:
একদম যত্ন ছাড়া রাখে যাবে না পায়ের গোড়ালিকে! বিশেষ করে এই শীতে যদি বিয়ের অনুষ্ঠান হয়। পা খসখসে থাকলে বেজে যাবে সাজগোজের বারোটা! তাই, যখনই ঠোটে ভেসলিন দেবেন তখনই গোড়ালিতে একটু মালিশ করে নেবেন।
এছাড়াও পায়ের শুকনো চামড়া ঝেড়ে ফেলতে যখনই গোসল করবেন ঝামা দিয়ে ঘষে নেবেন। ঘরোয়া পদ্ধতিতে এক চামচ ভ্যাসলিন এর সাথে কয়েক ফোটা লেবু মিশিয়ে গোড়ালিতে লাগিয়ে রাতভর মোজা পরে থাকলে, কয়েকদিনেই আকর্ষণীয় রেজাল্ট পাওয়া যায়।
আর এই ঝামেলাও দূর করবে এখন আপনার বিশ্বস্ত সঙ্গী! Sheba.xyz -এর স্পেশাল বিউটি অ্যান্ড ওয়েডিং প্যাকেজ সার্ভিস। বিয়ের অন্তত তিনমাস আগে থেকে Sheba.xyz –এর বিউটি রিলেটেড সার্ভিস থেকে পছন্দের প্যাকেজ নিয়ে ঘরে বসেই পেডিকিউর করা যাবে, ম্যাসাজ নেওয়া যাবে। আর চুলের যত্ন তো অবশ্যই!! উপভোগ করা যাবে অন্যান্য বিউটি সার্ভিসও!
এজন্য আজই ইনস্টল করতে হবে Sheba.xyz অ্যাপ বা ছোট্ট একটি কল করতে হবে 16516 এই নম্বরে।
– রুম্পা সৈয়দা ফারজানা জামান