আমাদের প্রাণ কিন্তু ঠোটেই থাকে। গরমে যেমন প্রাণ ওষ্ঠাগত, তেমনই ঠাণ্ডায়! এই প্রচণ্ড ঠাণ্ডায় ঠোট সবার আগে জানায় যত্নটা তারই দরকার। সরাসরি কনকনে শীতের পরশ পায় বলে শুষ্কতায় কষ্টও পায় বেশি এই ঠোট!

অথচ, কারো দিকে তাকালে কিন্তু সবার আগে চোখে পরে তার হাসি এবং এই বিশেষ অঙ্গটি। এর সৌন্দর্যের উপর নির্ভর করে অনেক কিছু!

আবার ইমপ্রেসিভ না হলে কিন্তু অন্যে মুখটা ফিরিয়েও নেবে! কাছে এসো কাছে এসো – গাইবে না। বরং গাইতে পারে দূরে বসো- দূরে বসো – দূরে বসো না! তাই তো বুবু বলে, এই সময়ে সবার আগে চাই ঠোটের যত্ন।

হাসি যদি হয় সুন্দর, কোমল আর ফাটাচামড়ার ক্যানভাস হীন তাহলেই কিন্তু এই শীতে আপনি হিট! এবং তা দিয়ে যা আছে আপনার ঘরেই!

তাই এবারের বকবক ঠোটের যত্ন নিয়ে।

গোলাপী ঠোটের জন্য লবণের ভালোবাসা:

বিশ্বাস করুন বা নাই করুন লবণ কিন্তু আসলে অনেক কিছুর জন্যই ভালো। বিশেষ করে নরম গোলাপী ঠোটের জন্য!

বিশ্বাস হচ্ছে না! আচ্ছা প্রতি রাতে ভ্যাসলিনের সঙ্গে অল্প লবণ মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করে ধুয়ে নিন।

এতে ঠোঁটের মৃত কোষ ঝরে উজ্জ্বলতা আসবে। কয়েক দিনে আপনার ঠোট নরম ও গোলাপী আকার ধারন করবে। 

beauty, beauty tips, lips tips

পকেটে থাকুক লিপবাম:

মিনা কার্টুনে একটা বেশ বিখ্যাত লাইন ছিল – বারবার পাতলা খাবার! সেরকম, শীতের মৌসুমে বার বার লিপবাম- এটা জপতে থাকা এবং করতে থাকা অবশ্যই উচিৎ!

কারণ এসমেয় ঠোটের চামরা একেবারে শুস্ক হয়ে যায়! নিয়মিত পেট্রলিয়াম জেলী লাগিয়ে ঘুমোতে যাওয়া, সকালে নরম কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে সেটি দিয়ে ঘসে ঠোঁটের নরম হয়ে যাওয়া মৃত কোষ পরিষ্কার করা। এরপর ভাল মানের লিপবাম লাগিয়ে নেয়া।

দিনে যতবার ঠোঁট ভেজানো হবে, মুখ ধুতে বা অন্যভাবে, প্রতিবার ঠোঁট টিস্যু বা নরম কাপড়ে শুকনো করে মুছে নিয়ে লিপবাম লাগানো। ব্যাস! হতে পারে শীতের একেবারে যথার্থ যত্ন!

নারিকেল তেল-এর যাদুর খেল:

যতই না না করেন না কেন, নারিকেল তেল ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ! কথায় আছে, জলে ফুল ভালো এবং তেলে চুল ভালো! শুধু চুল নয়, তেলে আসলে সব ত্বকই ভালো! সেটা যেটাই হোক।

তবে বাসায় সবসময় থাকা সবচেয়ে কাছের কিন্তু সবচেয়ে অযত্নের বন্ধু নারিকেল তেল হলো সেই ছায়াসঙ্গী, যে কিনা যত্নে রাখে আপনার সবচেয়ে প্রিয় ত্বককে! যেকোন রকম রুক্ষতা ও শুষ্কতা দূর করার জন্য সবচেয়ে ভাল প্রাকৃতিক ময়শ্চারাইজার হচ্ছে নারিকেল তেল।

ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাবার আগে আঙ্গুলে একটু নারকেল তেল নিয়ে রোজ ম্যাসাজ করে নিলে এই শীতে আর ঠোঁট ফাটার সমস্যা হবে না।

 

আর এই ঝামেলাও দূর করবে এখন আপনার বিশ্বস্ত সঙ্গী! Sheba.xyz -এর স্পেশাল বিউটি প্যাকেজ সার্ভিস। Sheba.xyz –এর বিউটি রিলেটেড সার্ভিস থেকে পছন্দের প্যাকেজ নিয়ে  ঘরে বসেই এই শীতে নিজের যত্নে কাজটি আরাম করে করিয়ে নেওয়া যাবে! এজন্য আজই ইনস্টল করতে হবে Sheba.xyz অ্যাপ বা ছোট্টা একটি কল করতে হবে 16516 এই নম্বরে।

  • রুম্পা সৈয়দা ফারজানা জামান

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS