জেনে নিন মশার যন্ত্রনা সমাধানের মন্ত্র!

প্রাণের শহর ঢাকা যেসব সমস্যায় জর্জরিত তার মধ্যে অন্যতম মশা। ছোট্ট এই কীট অসংখ্য রোগ জীবাণুর বাহক এবং এর দ্বারা সংক্ৰমিত অসুখগুলোতে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে বিভিন্ন বয়সের অসংখ্য রোগী।

কখনও কখনও এই অসুখগুলো পরিণত হয় জীবনঘাতক ব্যাধিতে, হারিয়ে যায় নিষ্পাপ প্রাণ।

সরকারি কিংবা বেসরকারি নানা পদক্ষেপ নিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা শহরের মশার উপদ্রব।

কিন্তু আমরা প্রত্যেকেই যদি নিজের জায়গা থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করি তাহলে এই উপদ্রবকে অনেকাংশেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

আর তাই আজকে আমরা জেনে নেব এমন কিছু কৌশল যেগুলো প্রয়োগ করলে নিজের ঘরবাড়ি এবং সমাজকে মশার আক্রমণ থেকে রক্ষা করা যায়।

ব্যবহৃত কফি গুঁড়া ব্যবহার করুন

ব্যবহারের পর উচ্ছিষ্ঠ কফির গুঁড়া ব্যবহারের মাধ্যমে বাড়ি থেকে মশার উপদ্রব দূর করা যায়।

বাড়িতে কোনো জায়গায় পানি জমে থাকলে বা জমে থাকতে পারে এমন জায়গাগুলোতে কফির গুঁড়া ছিটিয়ে দিলে সেখানে থাকার মশার ডিমগুলো অক্সিজেন এর অভাবে নষ্ঠ হয়ে যাবে। ফলে মশার বংশবিস্তার রোধ হবে।

আরো পড়ুনঃ গাড়ির যত্নে প্রয়োজনীয় টিপস!

কর্পূর ব্যবহার করুন

ঘরের দরজা জানালা বন্ধ করে কর্পূর জ্বালিয়ে দিন। আধা ঘন্টা এই অবস্থায় রেখে দিয়ে এরপর ঘরে প্রবেশ করুন, দেখবেন মশার নামগন্ধ নেই।

ল্যাভেণ্ডার তেল ব্যবহার করুন

মশা কখনই ল্যাভেন্ডার তেলের তীব্র গন্ধ সহ্য করতে পারেনা। তাই ঘরে মশার উপদ্রব থেকে রেহাই পেতে ঘরে ল্যাভেন্ডার তেল স্প্রে করে ফেলুন।

এছাড়াও নিজের শরীরে আলতোভাবে এই তেল মাখিয়ে নিতে পারেন, ফলাফলে বেঁচে যাবেন মশার কামড় থেকে।

তুলসী পাতা ব্যবহার করুন

তুলসীর গন্ধ মশাকে দূরে রাখে। তুলসীর মিশ্রণ বানিয়ে যেকোনো স্থানে স্প্রে করুন, ওই জায়গা থেকে মশা দূর হয়ে যাবে এবং নতুন করে মশার বংশবৃদ্ধিকেও ব্যাহত করবে।

রোজমেরি পুড়িয়ে ব্যবহার করুন

ছোট্ট এক আঁটি রোজমেরির পাতা নিয়ে তা ঘরের অথবা বারান্দায় এক কোনায় রেখে পুড়িয়ে দিন।

এর গন্ধ দূরে রাখবে মশা কে, ফলে মশার কামড় থেকে রক্ষা পাবে আপনার পরিবার এবং আপনি।

চা গাছের তেল ব্যবহার করুন

আপনি যদি সিলেটের বাসিন্দা হন অথবা সিলেটে আছে এমন কারো সাথে পরিচিত থাকেন তাহলে তার মাধ্যমে চা গাছের তেল আনিয়ে রাখুন।

এই তেল একটু পানির সাথে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণকে শরীরে লাগিয়ে রাখলেই দূরে থাকবে মশা আর শান্তিতে থাকবেন আপনি।

আরো পড়ুনঃ চুলের যত্নে ১৮টি টিপস!

রসুন ব্যবহার করুন

রসুনের গন্ধ মশার কাছে ভয়ানক অপ্রিয়। কয়েকটি রসুন বেটে পানির সাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরী করুন।

এরপর এই মিশ্রণকে কয়েক মিনিট ধরে ফুটিয়ে নিন। অতঃপর এই তরল মিশ্রণটিকে ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করুন, দূর হয়ে যাবে মশা।

এলকোহল ব্যবহার করুন

বাড়িতে এলকোহল কিংবা বিয়ার থাকলে একটি গ্লাসে কিছুটা ঢেলে খোলা অবস্থায় ঘরে রেখে দিন।

মশার কাছে এলকোহল এর গন্ধ অপ্রিয়, তাই ঘরে এই বস্তু রেখে প্রতিরোধ করতে পারবেন মশার উপদ্রব।

সয়াবিন তেলের মোম জ্বালান

সয়াবিন তেলও মশা প্রতিরোধের একটি দারুন ওষুধ। একটি ইনজেকশনের মাধ্যমে সয়াবিন তেল একটি মোমে ঢুকিয়ে নিন।

যতক্ষণ জ্বলতে থাকবে এই মোম, ঘরে থাকবেনা কোনো মশা।

পানি জমতে দেয়া যাবেনা

সবচেয়ে সহজ এবং কার্যকরী কৌশল। বাড়ির আনাচে কানাচে খুঁজে দেখুন পানি জমে আছে কিনা অথবা পানি জমতে পারে এমন কোনো জায়গা আছে কিনা।

খুঁজে পেলে ফেলে দিন সেখানে জমে থাকা পানি, ফলে রোধ করা যাবে মশার বংশবিস্তার, শান্তিতে থাকবেন আপনি এবং আপনার পরিবার।

উপরের কৌশলগুলো অনুসরণ করতে পারলেই মশা এবং মশার বংশবিস্তার অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।

 

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS