শীত যাওয়ার সময় এসেছে, শুরু হয়ে যাবে আবার সেই চিরাচায়ত সূর্যের প্রখর তাপে ঘর গরম হয়ে থাকার খেলা। আর এই গরমে চাহিদা বেড়ে যায় এয়ার কন্ডিশনারের।

শুধু যে গরমের সমাধান হিসেবেই এসি ব্যবহৃত হয় এমনটাও কিন্তু নয়। ঘরের বাতাস বিশুদ্ধকরণেও এসির ব্যবহার বহুল প্রচলিত।

সবকিছু মিলিয়ে দেশে বর্তমানে এয়ার কন্ডিশনার এর ব্যবহার যেমন অনেক বেড়েছে, একই  সাথে বেড়েছে এর বিভিন্ন সমস্যা নিয়ে মানুষের মাথাব্যথাও।

ছোটোখাটো সমস্যা হলেই আমরা ছুটে যাই টেকনিশিয়ানদের কাছে! কিন্তু কিছু প্রাথমিক ধারণা রাখলেই এসির বিভিন্ন সমস্যা ঘরে বসেই নিজে থেকে সমাধান করা যায়।

চলুন এমনই ১০টি সহজ সমাধান জেনে আসি আজকের আলোচনা থেকে।

এসিকে ঘুমে পাঠান

কোনো ঝামেলা হলেই প্রথমেই এসি সম্পূর্ণভাবে বন্ধ করুন। প্রত্যেকটি ওয়্যার খুলে ফেলুন এবং পুনরায় সংযুক্ত করুন এসির সাথে দেওয়া ব্যবহার বিধি অনুসারে এবং পুনরায় এসি চালু করুন।

AC maintenance Tips

সার্কিট ব্রেকারে দৃষ্টি দিন

কোনো ধরণের ইলেক্ট্রিকাল ক্ষতি থেকে ডিভাইসগুলোকে রক্ষা করাই সার্কিট ব্রেকারের কাজ। কোনো কারণে এসি যদি কাজ না করে তাহলে প্রথমেই সার্কিট ব্রেকার চেক করুন।

অনেকগুলো ডিভাইস একটি সার্কিট ব্রেকারে সংযুক্ত থাকলে অনেকসময় এসি কাজ করেনা, তাই এসির জন্য আলাদা সার্কিট ব্রেকার ব্যবহার করা ভালো।

আরো পড়ুনঃ গাড়ির যত্নে প্রয়োজনীয় টিপস!

ফিল্টার পরিষ্কার করুন

ফিল্টার নিয়মিত সময় পরপর বদলানো উচিৎ। এসির এই অংশটি যতটা পরিষ্কার থাকবে, ততটাই সচল থাকবে এসি।

নোংরা এবং ময়লাযুক্ত ফিল্টার এসিকে নিয়মিত কাজে বাঁধা দেয়, ফলে অনেকসময় ঘর ঠান্ডা করার বদলে ঘরকে গরম করে তুলতে থাকে আপনার প্রিয় এয়ার কন্ডিশনারটি।

ইউনিট ফ্যান পরিষ্কার রাখুন

আপনার এসির ফ্যানের কাজ ক্রমাগত গরম বাতাস বের করে দেওয়া। এই কাজটি করতে করতে অনেক ধুলোবালি ও ময়লাকেও আকৃষ্ট করে এই ফ্যান।

একারণে ফ্যান থেকে আসতে পারে আওয়াজ, ফলে এসির স্বাভাবিক কাজে আসবে বাঁধা। তাই এই ফ্যানটির ব্লেডকে খুব সাবধানতার সাথে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করা উচিত।

কম্প্রেসর ফিন পরিষ্কার করুন

ভেতরের গরম বাতাস বাইরে বের করে দেওয়াই কম্প্রেসারের কাজ। তবে এই কাজটি করতে করতে অনেক ধুলোবালি এবং ময়লা জমে ওঠে এই অংশটিতে।

এই অংশটিতে যদি ময়লা জমে ওঠে তাহলে গরম বাতাস বের হবেনা স্বাভাবিকভাবে ফলে ঘর ঠান্ডা হবেনা ঠিকমত। তাই একটি ব্রাশ দিয়ে আলতো ভাবে এসির এই অংশটি নিয়মিত সময় পরপর পরিষ্কার করতে হবে।

AC Maintenence

লিক ঠিক করুন

যখনি দেখবেন এসি ঠিকমত কাজ করছে না, খেয়াল করুন আপনার এসিতে কোনো লিক রয়েছে কিনা। এই লিকের কারনে অনেকসময় এসি কার্যকরী থাকেনা, ফলে ঘরও ঠান্ডা হয়না।

তাই, এসিতে কোনো লিক খুঁজে পেলে তা ফয়েল টেপ দিয়ে শক্তভাবে ঢেকে দিন।

ইউনিট ব্যাটারি বদলে নিন

আপনার এসি যদি ব্যাটারি চালিত হয় তবে তা নির্দিষ্ট সময় পরপর বদলাতে হয়। তাই কখনও যদি এসি কাজ না করে তাহলে ভয় না পেয়ে ব্যাটারি চেক করুন।

আরো পড়ুনঃ চুলের যত্নে ১৮টি টিপস!

ইলেকট্রিক ভোল্টেজ চেক করুন

আপনার ঘরের ইলেক্ট্রিসিটি যদি কম ভোল্টেজে চলে তাহলে আপনার এসি কার্যকরী হবেনা। বরং যন্ত্রটি আরও ক্ষতির সম্মুখীন হবে।

তাই, ঘরে এসি বসানোর আগে আপনার ইলেক্ট্রিকাল ভোল্টেজ সম্বন্ধে জেনে নিন।

ড্রেনেজ পাইপ পরিষ্কার রাখুন

এসির কাজ ঘরের নরমাল অথবা গরম বাতাসকে ঠান্ডা বাতাসে রূপান্তরিত করা। প্রথমে বাতাসকে তরলে রূপান্তরিত করে সেই পানিকে ড্রেনেজ পাইপের মাধ্যমে বাইরে ফেলে দেওয়া হয়।

এই কাজের সময় বিভিন্ন ময়লা আবর্জনা জমে এই পাইপে, ফলে নিয়মিত পরিষ্কার না করলে ব্যাহত হবে এসির স্বাভাবিক কাজ।

তাই, নিয়মিত ড্রেনেজ পাইপ পরিষ্কার করা উচিৎ।

ভেতরে জমা বরফ পরিষ্কার করুন

আপনার এসি কাজ করবেনা যদি তার ভেতরে বরফ জমে থাকে। বরফ জমলে এসি বন্ধ করে শুধু ফ্যানটি ছেড়ে রাখুন।

এতে বরফ জমাট ভাঙতে থাকবে এবং একসময় ঝামেলার সমাধান হয়ে যাবে।

 

উপরিউক্ত টিপস গুলো জানা থাকলে ঘরে বসেই এয়ার কন্ডিশনারের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব।

তবে এগুলোর পরেও যদি সমাধান না পাওয়া যায় তাহলে একজন এক্সপার্ট টেকনিশিয়ান ডেকে আপনার এসিটি চেক করিয়ে নিন।

অথবা দেশের বৃহত্তম অনলাইন সার্ভিস মার্কেট Sheba.xyz অ্যাপ থেকে এক্সপার্ট এসি টেকনিশিয়ান খুঁজে নিন ঘরে বসেই।

 

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS