বলাই বাহুল্য, প্রতিবছরের মতো এবারের ঈদেও বাসের টিকেট এর জন্য থাকবে বিশাল লাইন। এই ভিড়,হট্টগোল এড়িয়ে সময়মত বাসের টিকেট পাওয়া যারপরনাই মুশকিল।
একবার চিন্তা করে দেখুন, কেমন হতো, যদি ঘরে বসেই মুহূর্তের মধ্যে বাসের টিকেট কেটে ফেলতে পারতেন?
আসছে ঈদুল ফিতরে, ঠিক তেমনই এক সুযোগ নিয়ে এসেছে দেশের বৃহত্তম সার্ভিস মারকেটপ্লেস sheba.xyz
এই অ্যাপে ঢুকে ঘরে বসেই ঝামেলাহীনভাবে যে কোনো বাসের টিকেট কাটতে পারবেন।
কিভাবে বাসের টিকেট বুক করবেন?
sheba.xyz অ্যাপে ঢুকে প্রেস করবেন Bus Ticket অপশনে। তারপর সেট করে নিবেন আপনার কাঙ্ক্ষিত গন্তব্যস্থল।
পরবর্তীতে সার্চ অপশনে ক্লিক করে দেখে নিতে পারেন আপনার রুটে এ মুহূর্তে কোন কোন বাস সার্ভিস চালু রয়েছে।
পছন্দমতো বাস সার্ভিস এবং আপনি যেদিন সার্ভিস টি নিবেন সেই তারিখ সিলেক্ট করে, কনফার্ম করে দিলেই আপনার টিকেট বুক হয়ে যাবে।
যেসব সুবিধা পাচ্ছেন এই সার্ভিসে-
১। ডিসকাউন্টঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে Sheba.xyz অ্যাপে! অ্যাপ থেকে অর্ডার করলেই প্রথম ১০০ জন পাচ্ছেন ৫০% ডিসকাউন্ট, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত!
সাথে বিকাশে পেমেন্ট করলেই পাচ্ছেন ২০% ক্যাশব্যাক।
২। ঝামেলাহীন এবং দ্রুত সার্ভিসঃ কে না চায়, ঈদের আগে ঝামেলাবিহীন ভাবে বাসের টিকেট বুক করতে।
আর তা যদি হয় ঘরে বসে খুবই কম সময়ের মধ্যে, তাহলে তো কথাই নেই। sheba.xyz এর মাধ্যমে ঘরে বসেই এক মিনিটের মধ্যে টিকেট কাটুন এখানে
৩। ঢাকার বাইরের যে কোন জায়গার বাস টিকেটঃ আব্দুলাহপুর থেকে শুরু করে ভেড়ামারা, সিলেট, চট্টগ্রাম কিংবা বরিশাল, ঢাকার বাইরের যে কোনো জায়গার বাস টিকেট পেয়ে যাবেন sheba.xyz তে
৪। এসি এবং নন-এসি বাস উভয়ইঃ আপনার সামর্থ্য এবং চাহিদা অনুযায়ী এসি এবং নন-এসি দুই রকম বাস ই পেয়ে যাবেন এই সার্ভিসের আওতায়।
৫। জনপ্রিয় সবগুলো বাস সার্ভিসঃ এন আর ট্রাভেলস থেকে শুরু করে সাকুরা কিংবা সুরভী পরিবহন – বাংলাদেশের জনপ্রিয় প্রায় সবগুলো বাস কোম্পানি থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দের কোম্পানির বাস টিকেট।
তবে আর দেরি কেনো? sheba.xyz থেকে ঘরে বসেই ঝামেলাহীন ভাবে বাসের টিকেট কেটে ঈদে বাড়ী ফেরার আনন্দকে দ্বিগুণ করুন। ১৬৫১৬ এই নাম্বারে কল করেও বাস টিকেট বুক করে নিতে পারেন।