চারিদিকে ডেঙ্গুর ভয়াবহতা ভীষণভাবে ছড়িয়ে পরেছে। এর মধ্যে চলে এসেছে কোরবানীর ইদ। শহরের বড় একটা অংশের মানুষজনের বাসাতে কয়েকদিনের জন্য তালা ঝুলানো থাকবে।

এই অবসরে ফাকা বাড়িতে বিস্তার ঘটতে পারে প্রাণঘাতী এডিস মশার। আমাদের অসাবধানতা বা না জানা থাকার কারনে ডেকে নিয়ে আনতে পারি বড় ধরনের ক্ষতি। তাই গ্রামের বাড়ির দিকে রওনা হওয়ার পূর্বে আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। 

চলুন নিম্নে তেমনই কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। 

Mosquitoe net 

১। বাসার ছাদঃ আমরা অনেকেই বাসায় ছাদবাগান করে থাকি। সেক্ষত্রে দেখা যায় যে বিভিন্ন টবে বা বালতিতে পানি জমে থাকে। এছাড়া বৃষ্টির দিনে যেকোন খোলা পাত্রেই বৃষ্টির ফলে পানি জমে থাকতে পারে। এতে এডিস মশার বংশবিস্তার হতে পারে পারে। তাই ছাদে থাকা সমস্ত পাত্রের পানি ফেলে দিয়ে উপুড় করে রাখুন এবং টবে যেনো পানি জমে থাকতে না পারে তা নিশ্চিত করুন।

২। বাথরুমঃ বাথরুমে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অনেকেই পানি জমিয়ে রাখেন। ডেঙ্গুর এই মৌসুমে যা অনুচিত। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে নিশ্চিত করুন যে বালতি, বদনা, ড্রাম বা কমোড কোথাও যেনো পানি জমে না থাকে। 

৩। রান্না ঘরঃ অনেক সময় রান্না ঘরের বিভিন্ন গ্লাস, প্লেট বা পাতিলে পানি জমে থাকে যা হতে পারে এডিস মশার বংশবৃদ্ধির উৎস। তাই বাসা ত্যাগ করার পূর্বে রান্না ঘরের সমস্ত জিনিসপত্র ঠিকভাবে পরিষ্কার করে উল্টো করে রাখুন।  

৪। বারান্দাঃ অনেকের বারান্দায় ফুলের টব, বালতি বা অন্যান্য জিনিস রেখে দেন যেখানে প্রায়ই পানি জমে থাকে। আপনার কয়েকদিনের অনুপস্থিতিতে সেখানে পানি জমে মশা জন্ম নিতে পারে। তাই বারান্দার কোথাও যেনো পানি জমার সুযোগ না থাকে সে ব্যবস্থা গ্রহণ করুন।

৫। ফ্রিজঃ কোন কোন বাসায় ফ্রিজের পানি পরে নিচের দিকে জমে থাকে। আপনার চোখে পরলে হয়তো সেটা মুছে ফেলেন কিন্তু ঈদের ছুটিতে বাড়িতে গেলে তখন দীর্ঘ সময় পানি জমে থাকার সুযোগ পাবে যা এডিস মশার বংশবিস্তার করতে সাহায্য করতে পারে। তাই খেয়াল রাখুন যাতে কোনভাবেই পানি জমার সুযোগ না পায়। প্রয়োজনে ফ্রিজ খালি করে বন্ধ রাখুন বা উপযুক্ত স্থানে কাপড় দিয়ে রাখুন।

৬। ঘরঃ ঈদে বাড়ি যাওয়ার পূর্বে পুরো ঘর ভালো করে পরিষ্কার করে নিন। অপরিষ্কার ঘরে শুধুমাত্র মশাই নয় আরো অনেক রোগজীবাণুর জন্ম হতে পারে।

৭। ঔষুধঃ ঘরের প্রয়োজনীয় স্থানে ব্লিচিং পাউডার, এরোসেল ব্যবহার করুন। এতে গ্রামের বাড়ি থেকে ফিরে আসার পর ঘর কীটপতঙ্গ মুক্ত পাবেন। 

এছাড়াও ঘরে যাতে মশা বা পোকামাকড় ঢুকতে না পারে তাই জানালা বন্ধ করে রাখুন। অথবা জানালায় স্থায়ী নেট ব্যবহার করতে পারেন যা বহিরাগত মশার প্রবেশ বন্ধ করতে পারবে কিন্তু ঘরে আলো-বাতাসের প্রবাহ ব্যাহত হবে না। 
জানালায় মশারোধী নেট স্থাপনের জন্য যোগাযোগ করুন এখানে

আমরা সবাই যদি আমাদের দিক থেকে সতর্ক থাকি তবে এডিস মশার ভয়াবহতা থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যাবে। তাই চলুন অন্তত সবাই ইদে বাড়ি যাওয়ার পূর্বে উপরিউক্ত বিষয়গুলো সম্পর্কে সাবধান থাকি।

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS