IPDC-Sheba.xyz সার্ভিস অ্যাওয়ার্ড ২০১৯-এর বিজয়ীদের জন্য ‘সেলিব্রেশন অব সাকসেস’ অনুষ্ঠানের আয়োজন করলো সেবা প্ল্যাটফর্ম লিমিটেড

IPDC-Sheba.xyz সার্ভিস অ্যাওয়ার্ড ২০১৯-এর বিজয়ীদের সম্মানার্থে আজ শনিবার, ২১ ডিসেম্বর সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর বনানী অফিস-এ ‘সেলিব্রেশন অব সাকসেস’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে IPDC-Sheba.xyz সার্ভিস অ্যাওয়ার্ড ২০১৯-এ পুরস্কৃত ৪০ জনেরও বেশি সার্ভিস প্রোভাইডার এবং তাঁদের হয়ে কাজ করা ‘এক্সপার্ট’-দের সম্মাননা দেয়া হয়।

Celebration

‘সেলিব্রেশন অব সাকসেস’ অনুষ্ঠানে বিজয়ীদের সাথে সরাসরি মতবিনিময় করেন সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর প্রতিষ্ঠাতা এবং সিইও জনাব আদনান ইমতিয়াজ হালিম, সহ-প্রতিষ্ঠাতা এবং সিওও জনাব ইলমুল হক সজীব, সিএফও জনাব জহির উদ্দিন, ভিপি-অপারেশন্স জনাব শেখ তানভির আহমেদ, সার্ভিস কোয়ালিটি লিড জনাব দেবাশীষ চৌধুরী-সহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিজয়ী সার্ভিস প্রোভাইডার-রা তাঁদের অনুভূতি এবং পরবর্তীতে তাঁদের আশাবাদ ব্যক্ত করেন। Sheba.xyz বিউটি সার্ভিস-এর সার্ভিস প্রোভাইডার ‘বিউটি ট্রিস’-এর কর্ণধার মহসিনা মুমু তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে শুরুর দিকে তাঁর সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দিয়ে এগিয়ে যাওয়ার স্মৃতিচারণ করেন। কাজ শুরুর প্রথম দিকে তাঁর স্বামী নিজেও বাইরে গিয়ে কাজ করার ব্যাপারে একটু চিন্তিত ছিলেন। বর্তমানে তিনি নিজেও তাঁর স্ত্রীকে সম্পুর্ণ সহযোগীতা দিয়ে আসছেন বলে জানান মুমু।

‘সেরা এক্সপার্ট’ নির্বাচিত হওয়া ‘স্মার্ট এক্সপার্ট’-এর কর্ণধার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান উল্লেখ করেন যে, এই পুরষ্কার তাঁর কাজের প্রতি দায়িত্বশীলতা আরও বাড়িয়ে দিয়েছে। 

তাহসিন রেন্ট-এ-কার এর কর্ণধার মোঃ তারেক জানান যে তিনি ইতিমধ্যেই সেবা লোন সুবিধা গ্রহণ করেছেন এবং লোন-এর টাকা দিয়ে ব্যবসার প্রসারের জন্য ২টি নতুন গাড়িও কিনেছেন। 

সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর পক্ষে প্রতিষ্ঠাতা ও সিইও জনাব আদনান ইমতিয়াজ হালিম প্রতি বছরই সার্ভিস অ্যাওয়ার্ড আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। সেইসাথে সার্ভিস প্রোভাইডার-দের জন্য কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। ভবিষ্যতে লোন সুবিধা-সহ ইন্সুরেন্স, ইএমআই এবং মোটর বাইক-সহ প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থাই সেবা প্ল্যাটফর্ম লিমিটেড করবে বলে তিনি জানান।

Celebrationউল্লেখ্য, বিগত ৭ ডিসেম্বর ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-তে টানা দ্বিতীয় বছরের মতো IPDC-Sheba.xyz সার্ভিস অ্যাওয়ার্ড ২০১৯ আয়োজন করে সেবা প্ল্যাটফর্ম লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর আইসিটি বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি। মাননীয় প্রতিমন্ত্রী অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর নতুন উদ্ভাবন sManager এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দিনব্যাপী ‘IPDC-Sheba.xyz সার্ভিস অ্যাওয়ার্ড ২০১৯’-এ sManager-এর উদ্বোধন ছাড়াও, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর Sheba.xyz-এ সার্ভিস দিয়ে আসা সার্ভিস প্রোভাইডার এবং তাঁদের ‘এক্সপার্ট’দের প্রাপ্য সম্মান দিতে এবং পরবর্তীতে আরও ভালো সার্ভিস দেয়ার জন্য উৎসাহ দিতে বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টিরও বেশি অ্যাওয়ার্ড দেয়া হয়। এর মাঝে ‘র‍্যাপিডমুভারস’-এর কর্ণধার মোঃ ইয়াসির আরাফাত রিয়াজ ‘শ্রেষ্ঠ উদ্যোক্তা’, ‘পিংক স্যালন’-এর কর্ণধার ফাতেমা রিমি ‘জয়ী শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা’ এবং ‘স্মার্ট এক্সপার্ট’-এর কর্ণধার মোহাম্মদ জাহিদুল হাসান ‘শ্রেষ্ঠ এক্সপার্ট’ হিসেবে তাঁদের পুরস্কার গ্রহণ করেন।

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS