ঘরে বসেই ট্রেড লাইসেন্স, মাত্র ২ মিনিটে

বৈধভাবে যেকোনো ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স। তবে, এই ট্রেড লাইসেন্স কি, কোথায় যেতে হয়, কীভাবে করতে হয়, কবে নাগাদ পাওয়া যাবে- এ সংক্রান্ত প্রশ্নের উত্তর খুঁজতে প্রায়ই আমাদের ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে এই কোভিড-১৯ এর সময়ে যা আরও বেশি ঝুঁকিপূর্ণ।

এসব প্রশ্নের উত্তর এবং সমাধান সম্পর্কে জেনে নেওয়া যাক-

ট্রেড লাইসেন্স কি এবং এর প্রয়োজনীয়তা:

Trade অর্থ ব্যবসা এবং License অর্থ অনুমতি; অর্থাৎ, ব্যবসা করার জন্য যে অনুমতি, পত্রের মাধ্যমে দেওয়া হয়, তাকে Trade License Paper বলা হয়।

সিটি কর্পোরেশন কর বিধি, ২০০৯ এর মাধ্যমে বাংলাদেশে ট্রেড লাইসেন্সের সূচনা ঘটে।

এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়। ট্রেড লাইসেন্স শুধুমাত্র লাইসেন্সধারী ব্যক্তির বা প্রতিষ্ঠানের নামে প্রদান করা হয় যা কোনোভাবে হস্তান্তরযোগ্য নয়। প্রতিটি ব্যবসার জন্য ভিন্ন ভিন্ন লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

সুতরাং বৈধভাবে কোনো ব্যবসা পরিচালনা করতে চাইলে ট্রেড লাইসেন্স করা অত্যাবশ্যক।

কোথায় ট্রেড লাইসেন্স করতে হয়:

মূলত সিটি কর্পোরেশন এই প্রক্রিয়াটি পরিচালনা করে থাকে। তাছাড়াও ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা কিংবা জেলা পরিষদ এই লাইসেন্স প্রদান করে থাকে।

ঢাকা শহরের জন্য, ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর ও দক্ষিণ) এই সেবা প্রদানের জন্য সিটি কর্পোরেশনকে কতগুলো অঞ্চলে বিভক্ত করেছে। এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের পাঁচটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের পাঁচটি অঞ্চল রয়েছে। আপনার প্রতিষ্ঠানটি যে অঞ্চলের অন্তর্ভুক্ত, ঐ অঞ্চলের অফিস থেকেই লাইসেন্স সংগ্রহ করতে হবে।

আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ প্রতিষ্ঠান সম্পর্কে তদন্ত করতে এবং এর প্রতিবেদনের ওপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ লাইসেন্স ফি পরিশোধের মাধ্যমে লাইসেন্স দিয়ে থাকে।

লাইসেন্স ফি এবং পাবার সময়:

মূলত ব্যবসার ধরনের ওপর নির্ভর করে লাইসেন্স ফি নির্ধারিত হয়। এই ফি সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

সাধারণত, একটি লাইসেন্স পেতে তিন থেকে সাত কর্ম দিবস সময় লাগতে পারে।

বিস্তারিত জানতে ভিজিট করুন- http://www.bangladesh.gov.bd/

লাইসেন্স করার নিয়মাবলী:

সর্বনিম্ন ১৮ বছর বয়সের যেকোনো নাগরিক ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

মূলত দুই ধরণের ট্রেড লাইসেন্স রয়েছে।

১। নতুন ট্রেড লাইসেন্স

২। ট্রেড লাইসেন্স নবায়ন

নতুন ট্রেড লাইসেন্সের জন্য যেসকল কাগজপত্র প্রয়োজনীয়

সাধারণ ট্রেড লাইসেন্স: ভাড়ার রশিদ অথবা চুক্তিপত্রের সত্যায়িত কপি, এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের কপি।

শিল্প প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স: উপরোক্ত সব ডকুমেন্টসমূহ এর সাথে-

পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র – প্রতিষ্ঠানের অবস্থান চিহ্নিত মানচিত্র – ফায়ার সিকিউরড প্রস্তুতি সংক্রান্ত প্রত্যয়ন পত্র – ডি.সি.সি.’র নিয়মাবলী মান্য করার শর্তে ১৫০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারপত্র – ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।

ক্লিনিক অথবা ব্যক্তিগত হাসপাতালের ক্ষেত্রে: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন।

লিমিটেড কোম্পানির ক্ষেত্রে:   মেমোরেন্ডাম অব আর্টিকেল – সার্টিফিকেট অব ইনকর্পোরেশন।

ছাপাখানা আবাসিক হোটেলের ক্ষেত্রে: ডেপুটি কমিশনারের অনুমতি।

রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে: মানবসম্পদ রপ্তানি ব্যুরো কর্তৃক প্রদত্ত লাইসেন্স।

অস্ত্র গোলাবারুদের ক্ষেত্রে: অস্ত্রের লাইসেন্স।

ঔষধ মাদকদ্রব্যের ক্ষেত্রে: ড্রাগ লাইসেন্সের কপি।

ট্রাভেলিং এজেন্সির ক্ষেত্রে: সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি।

লাইসেন্স নবায়ন একটি নিয়মিত প্রক্রিয়া, যার মেয়াদ এক বছর। এই মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হয়।

ট্রেড লাইসেন্স নবায়ন করতে যেসকল কাগজপত্র প্রয়োজনীয়

১। পূর্বের ট্রেড লাইসেন্স নিয়ে দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে।

২। দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর বিষয়ক কর্মকর্তা নবায়নকৃত ট্রেড লাইসেন্স প্রদান করবেন।

৩। ফি: লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্সের সমপরিমাণ। এই ফি আগের মতোই লাইসেন্স ফরমে উল্লেখিত ব্যাংকে প্রদান করতে হবে।

উপরের নিয়মাবলী জানলেও, অনেকেই বিভিন্ন অফিস থেকে অফিসে ঘুরে সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারে না। তাই তারা অফিসগুলোর সামনে অবস্থান করা বিভিন্ন মানুষের সাহায্যের উপর নির্ভর করে। যেহেতু তারা কোন প্রতিষ্ঠানের অন্তর্গত নয়, তাই এসব কাজে তাদের কোন প্রোফেশনালিজম এবং দায়িত্ববোধ দেখা যায় না অধিকাংশ ক্ষেত্রে। যার ফলে মোটা অংকের সার্ভিস চার্জ দিয়েও হয়রানীর স্বীকার হতে হয় ব্যবসায়ীদের।

বিশেষ করে বর্তমান এই মহামারীর সময়ে ট্রেড লাইসেন্সের জন্য বাইরে বের হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, ব্যবসাকে আইনত বৈধ রাখতে নতুন ট্রেড লাইসেন্স কিংবা ট্রেড লাইসেন্স নবায়ন করাও জরুরী সকল ব্যবসায়ীদের।

এসব কথা মাথায় রেখে, দেশের সুপরিচিত প্ল্যাটফর্ম sBusiness নিয়ে এসেছে Trade License সার্ভিস। যেখানে নতুন ট্রেড লাইসেন্স এবং লাইসেন্স নবায়নের সুবিধা রয়েছে।

ফলে ঘরে বসেই এখন আপনি করে ফেলতে পারবেন আপনার ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স কোনো অতিরিক্ত এবং হিডেন চার্জ ছাড়াই।

নতুন ট্রেড লাইসেন্সের জন্য সার্ভিস চার্জ- ৪৯৯৯ টাকা

ট্রেড লাইসেন্স নবায়নের জন্য সার্ভিস চার্জ- ৬৯৯৯ টাকা

** ট্রেড লাইসেন্সের ফি, ব্যবসার ধরণ অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারণ করা হয় এবং সেই অনুসারে প্রদান করতে হবে।

সার্ভিসটি পেতে ভিজিট করুন sBusiness.xyz এর ওয়েবসাইট। সেখান থেকে Legal Services ক্যাটাগরিতে গিয়ে সার্ভিসের দিনক্ষণ ঠিক করে অর্ডার প্লেস করুন। sBusiness.xyz এর নির্ধারিত কর্মী আপনার সাথে যোগাযোগ করে, স্বাস্থ্যবিধি মেনে যথাযথ সামগ্রী পরিধান করে আপনার বাসায় পৌঁছে যাবে প্রয়োজনীয় কাগজপত্র নেবার জন্য।

সকল তথ্য ঠিক থাকলে, নির্ধারিত কর্ম-দিবসের মধ্যেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ট্রেড লাইসেন্স। প্রতিবছর ৩০শে সেপ্টেম্বর, ট্রেড লাইসেন্স নবায়নের শেষ তারিখ হিসেবে গণ্য হয়। তাই দেরি না করে ভিজিট করুন sBusiness.xyz এবং অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত ট্রেড লাইসেন্স সার্ভিস।

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS