ত্বকের যত্নে ৫টি টিপস, যা লকডাউনে বাড়িতেই করে নিতে পারবেন

skin care products

জেনে নিন, বাড়িতেই ত্বকের যত্ন নেয়ার জন্য কয়েকটি সহজ পদ্ধতি। 

করোনাভাইরাস পরিস্থিতি আমাদের জীবনধারা পুরোটাই বদলে দিয়েছে। ঘরে প্রায় বন্দী-ই হয়ে আছি আমরা সবাই। নিরাপত্তার জন্য বাইরে প্রায় বেরই হচ্ছি না বলতে গেলে। বেশিরভাগ প্রয়োজন-ই এখন হোম ডেলিভারি সার্ভিস দিয়েই চালিয়ে নেয়া যাচ্ছে। কিন্তু নিজের ত্বকের যত্ন ও রূপচর্চার জন্য?

বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া-তে ত্বকের যত্নে কিছু প্যাক/টিপস আমাদের চোখে পড়ে, যা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। সময়ের অভাবে অনেক ক্ষেত্রেই আমাদের সেগুলো পরখ করে দেখার সুযোগ হয়ে ওঠেনি। লকডাউনের এই সময়টায় এই ত্বকের যত্নের টিপস-গুলো ট্রাই-আউট করে দেখতে আমরা চাইলেই পারি। নিজের ত্বকের ধরণ অনুযায়ী কোনটি ভালো হবে, সেগুলো বুঝে নিয়ে আমরা নিজের থেকেই নিজের স্কিন-হেলথ বাড়িয়ে নিতে পারি।

আজ আপনাদের সাথে শেয়ার করছি, এমনই ৫টি টিপস। খেয়াল করুন, এ পদ্ধতির কোন উপাদানে যদি আপনার অ্যালার্জি থেকে থাকে তবে সেই পদ্ধতি অবলম্বন করা থেকে বিরত থাকাই শ্রেয়।

১. স্কিনের যত্নে নারকেল তেল- 

চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার নিয়ে কারোই কোন দ্বিধা নেই। নারকেল তেল কিন্তু ড্রাই স্কিনের জন্যও বেশ কাজে দেয়। মেকআপ রিমুভার হিসেবে নারকেল তেলের জুড়ি মেলা ভার। মাঝে মাঝে ড্রাই স্কিনের জন্য অল্প করে হাতে-পায়েও দেয়া যেতে পারে (বিশেষ করে রাতের বেলা)। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, খুব বেশি অথবা প্রতিদিন হাতে-পায়ে নারকেল তেল দিলে তেল চিটচিটে ভাব অথবা লোমকূপ বন্ধ হয়ে গিয়ে অন্যান্য সমস্যা হতে পারে। যাঁদের ড্রাই স্কিন, তাঁরা ত্বকের যত্নে সপ্তাহে ১দিন রাতের বেলা এ পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন।

২. হাতের ময়েশ্চার ধরে রাখা- 

করোনাকালে একটু পরপর সবার সাবান দিতে ভালো করে হাত ধুয়ে নিতে হচ্ছে অথবা হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হচ্ছে। এতে হাতের স্কিন অনেকেরই ড্রাই ও হার্ড হয়ে যাচ্ছে। এ সমস্যা দূর করার জন্য নারকেল তেল, শে বাটার মিশিয়ে এর সাথে এক ফোঁটা জজবা অয়েল মিক্স করে দাড়িতেই হাতের জন্য ময়েশ্চারাইজার তৈরি করে নেয়া যায়। রাতের বেলা হাতে এই মিশ্রণটি লাগিয়ে নিলে ড্রাইনেস ও হার্ডনেস দূর হবে।

৩. বডি স্ক্রাব- 

বাড়িতে সহজেই বডি স্ক্রাব তৈরি করে নিতে নারকেল তেলের সাথে ব্রাউন সুগার দিয়ে, এতে ২-৩ ফোঁটা এসেনসিয়াল অয়েল দিয়ে মিশিয়ে নিন। ব্যস, হয়ে গেলো হোমমেইড বডি স্ক্রাব। এই পদ্ধতিটি ত্বকের যত্নে বেশ কার্যকরী।

৪. রিল্যাক্সিং বাথ সল্টস- 

পরিমাণ মতো ইপসম সল্ট, সি সল্ট, বেকিং সোডা ও কয়েক ফোঁটা একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আপনার পছন্দের বাথ সল্টস। শাওয়ার-এর সময় পানিতে মিশ্রণটির ১ টেবিল চামচ পরিমাণ নিয়ে পানিতে মিশিয়ে নিয়ে উপভোগ করুন এর রিল্যাক্সিং এক্সপেরিয়েন্স ও অ্যারোমা।

৫. অ্যাভোক্যাডো ফেস মাস্ক- 

একটি পাকা অ্যাভোক্যাডো-র সাথে এক টেবিল চামচ মধু একটি বোল-এ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার প্যাক-টি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। এতে ড্রাই স্কিনের সমস্যা বেশ খানিকটা দূর হয়ে স্কিন ময়েশ্চারাইজড হবে।

এখন লকডাউনের কারণে যারা নিজেদের ত্বকের যত্ন নিতে পারছেন না তাঁরা প্রফেশনাল বিউটিশিয়ান সার্ভিস নিন Sheba.xyz থেকে। সব ধরণের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে বিউটি এক্সপার্ট-রা বাড়িতেই দিচ্ছেন বিভিন্ন সার্ভিস। আপনার শিডিউল নিতে ক্লিক করুন, অথবা কল করুন ২৪/৭ কাস্টমার কেয়ার 16516

#ভালোথাকুন

Leave a comment

Casinos en Argentina con Depósito Mínimo de 1000 ARS